পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

じrQやり প্রবাসী-আশ্বিন, ১৩৩১ [ ২৪শ ভাগ, ১ম খণ্ড নৈতিক চীৎকার ও হজুক জড়িত নাই বলিয়, ইহা বঙ্গের ধনী, মধ্যবিত্ত ও নিধনদের দৃষ্টি ভাল করিয়া আকর্ষণ করিতে পারে নাই। ইহার ব্যয়নিৰ্ব্বাহ রবীন্দ্রনাথ প্রায় একাই করিয়া আসিয়াছেন। সম্প্রতি কিছু দিন হইতে যে অল্পস্বল্প টাকা বিশ্বভারতী পাইতেছেন, তাহাও বাংলাদেশের বাহির হইতে। কেহ বিশ পঞ্চাশ এক-শ দু-শ টাকা দান করিলেও তাহার একটা খবর অনেক काश्रटर्ण भा*ान इब ? রবি-বাবুর সেরূপ প্রবৃত্তি না থাকায় তাহার ত্যাগের পরিমাণ ও ইতিহাস অজ্ঞাত থাকিয়া গিয়াছে। লোকে এখনও মনে করে, তিনি ধনী জমিদার, নোবেল-প্রাইজ পাইয়াছেন, বহি বিক্রীর জায় আছে,—ৰ্তাহার শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য টাকা চান কেন ? তিনি যে র্তাহার যথাসাধ্য দিয়াছেন ও দিতেছেন, তাহার বেশী তাহার সাধ্যাতীত, সে-খবরটা লোকের জানা নাই। আমরা সব জানি না, কিছু জানি । কিন্তু যাহা জানি, তাহাতেই বুঝিয়াছি, বিশ্বভারতীর টাকার দরকার খুব আছে, এবং টাকার যাহাতে সদ্ব্যয় হয় তাহার বত নিয়মাবলী প্রস্তুত করিয়া প্রতিষ্ঠানটিকে আইনানুসারে রেজিটরী করা হইয়াছে। ইহার প্রতি সৰ্ব্বসাধারণের কৰ্ত্তব্য ত আছেই। প্রাক্তন ও বর্তমান ছাত্রদের কৰ্ত্তব্য আরও অধিক-পরি মাণে অাছে । o আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের ব্যয় মানুষের জ্ঞানভাণ্ডার এত সমৃদ্ধ হইয়াছে, বিদ্যা এতরকমের হইয়াছে, এবং তাহার শাখাপ্রশাখাও এত হইয়াছে, যে, আধুনিক কোন বিশ্ববিদ্যালয়কে সৰ্ব্বাঙ্গসম্পন্ন করা সাতিশয় ব্যয়সাধ্য হইয়া দাড়াইয়াছে। তাহার একটি দৃষ্টান্ত আমেরিকা হইতে দিতেছি। ১৯১৩ সালে কোলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ৯,৩৭৯ জন ছাত্র ছিল এবং পরীক্ষোজীর্ণ ২,১৫৫ জন ছাত্রকে উপাধি দেওয়া হইয়াছিল। দশবৎসর পরে ১৯২৩ সালে ছাত্রসংখ্যা বাড়িয়া ৩০,৬১৯ হয়, এবং তন্মধ্যে ৩,৫৮৬ জনকে উপাধি দেওয়া হয়। ১৯১৩ সালে ৮৫২ জন অধ্যাপক ও অন্তবিধ শিক্ষাদাতা ছিলেন। ১৯২৩ সালে তাহদের সংখ্যা ছিল ১,৭৮১ । বিশ্ববিদ্যালয়ের অট্টালিকার সংখ্যা ৫২টি। ব্যায়াম ও খেলার জায়গা ৮• বিঘা-পরিমিত । মেডিক্যাল স্কুল বাদে সমুদয় বিশ্ববিদ্যালয় প্রায় ২৪০ বিঘা জমির উপর অবস্থিত। ১৯২৩ সালে, বার্ণার্ড, কলেজ, শিক্ষা-কলেজ ও ঔষধপ্রস্তুতি কলেজের ব্যয় বাদে, বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের পরিমাণ প্রায় পচিশ কোটি টাকা হইয়াছিল। সমগ্র ব্রিটিশ ভারতবর্ষে শিক্ষার জন্য ১৯২২-২৩ সালে মোট ১৯ কোটি ৪ লক্ষ ৪ হাজার ৩৬ টাকা ব্যয় হইয়াছিল । অর্থাৎ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ৩৪,৬১৯জন ছাত্রের জন্য যত খরচ হইয়াছিল, তাহ: সমগ্র ভারতবর্ষের সব-রকমের ছাত্রের শিক্ষার ব্যয় অপেক্ষা ৬ কোটি টাকা বেশী। আমেরিকা খুব ধনী দেশ সন্দেহ নাই, এবং ভারতবর্ষ দরিত্র। কিন্তু তাহা হইলেও, আমেরিকা শুধু একটি বিশ্ববিদ্যালয়ে যাহা খরচ করিতেছে, সমগ্র ব্রিটিশ ভারতে প্রাথমিক বিদ্যালয় হইতে আরম্ভ করিয়া বিশ্ববিদ্যালয়ে পৰ্য্যন্ত সব-রকম সমুদয় শিক্ষালয়ের জন্য তাহা অপেক্ষা কম ব্যয় করিতেছে, ইহা ভাবিলে বুঝা যায় আমরা শিক্ষায় কত পশ্চাদবর্তী । বিশ্বভারতী বা অন্ত কোন শিক্ষা-প্রতিষ্ঠান কয়েক হাজার বা একলাখ দুলাখ টাকা পাইলেই তাহা যথেষ্ট অপেক্ষাও বেশী মনে করিয়া নিশ্চিন্ত হইয় পড়া যে অজ্ঞতার এবং শিক্ষা সম্বন্ধে আগ্রহের অভাবেরই , ফল, তাহাও ইহা হইতে বুঝা যায়। লর্ড লিটনের দ্বিতায় চিঠি রবি-বাবুর প্রথম চিঠির উত্তরে লর্ড লিটন যে-চিঠি লেখেন, কবি তাহা সন্তোষজনক মনোনা করায় তাহার প্রত্যুত্তর পাঠাইয়া ছিলেন। তাহার, উত্তরে লিটন-যে চিঠি লিখিয়াছেন, তাহাও আমাদের বিবেচনায় সন্তোষজনক না হইলেও, আমরা এ-বিষয়ে বেশী কিছু লিখিতে