পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা । কারণ যে কি, তাহা ভারতীয় লোকেরা সহজেই অনুমান করিতে পারিবেন,—যদিও ঐসব চা-বাগানের মালিক ইংরেজরা ও র্তাহাদের জাতভাই অনেকে বলিবেন, রাজ* নৈতিক আন্দোলনকারীরা এই অনর্থ ঘটাইতেছে । চা-বাগানের ম্যানেজ:ধ প্রভৃতি ইংরেজ কৰ্ম্মচারীরা মোটা বেতন পান এবং বেশ আরামদায়ক স্বাস্থ্যকর গৃহে বাস করেন । যে-সব কোম্পানী চা-বাগানের মালিক, তাহাদের অংশীদারেরাও বেশ লাভ পান। স্বতরাং চা-বাগানের মজুরদিগকে গ্রাসাচ্ছাদন নির্বাহের পক্ষে যথেষ্ট বেতন দেওয়া কঠিন নহে। গ্রাসাচ্ছাদনের ব্যয় নিৰ্ব্বাহ করিয়া, সস্তানদের শিক্ষার ব্যয় নিৰ্ব্বাহ করিয়া, তাহারা যাহাতে কিছু সঞ্চয় করিতে পারে, এরূপ বেতন তাহাদিগকে দেওয়া উচিত, এবং তাহাদিগকে স্বাস্থ্যকর ও স্বনীতি-রক্ষার উপযোগী ঘর দেওয়াও উচিত । চায়ের ব্যবসায়ে যেরূপ লাভ হয়, তাহাতে ইহা করা যায় । শুধু , চায়ের ব্যবসায়ে নহে, অন্য সব-রকম কারখানার ও মিলের সম্বন্ধেও এইরূপ আইন থাকা দরকার, যে, মালিকগণ শ্রমিকদিগের জন্য যথেষ্ট বেতন এবং স্বাস্থ্যকর ও স্বনীতিরক্ষার উপযোগী বাসগৃহের ব্যবস্থা করিতে বাধ্য থাকিবেন। এই নিয়ম পালন না করিলে ঐ প্রকার কোন ব্যবসা বা কারখানা আদি চালাইতে দেওয়া হইবে না, এইরূথ নিয়মও থাকা উচিত । সকল নিয়ম পুলিত হইতেছে কি না, তাহা দেখিবার জন্য যথেষ্ট সংখ্যক পরিদর্শক কৰ্ম্মচারী থাকা চাই । চ-বাগানে শ্রমিকদিগের প্রতি দুব্যবহার ঘাহাতে না হয়, তাহার ব্যবস্থাও করিতে হইবে। প্রাদেশিক সম্পূর্ণ স্বায়ত্ত-শাসন এবং সমগ্রভারত-সম্বন্ধে নৃনিকল্পে আভ্যন্তরীণ সমুদয় বিষয়ে জাতীয় আত্মকর্তৃত্বের ক্ষমতা আমরা না পাইলে প্রয়োজনীয় সমুদয় আইন এবং আইনের বিধি পালিত হইতেছে কি না তাহা দেখিবার ব্যবস্থা করা সম্ভব না হইবারই কথা। কিন্তু যদিই বা তাহা এখন বা জাতীয় আত্মকর্তৃত্ব পাইনার পর সম্ভব হয়, তাহা হইলেও কেবলমাত্র আইনের দ্বারা কাহাকেও অত্যাচার ও অন্যায় ব্যবহার হইতে সম্পূর্ণ রক্ষা করা যাইবে না—যদিও কিয়ৎপরিমাণে বিবিধ প্রসঙ্গ—জলপ্লাবন *$) করা যাইতে পারে। শ্রমিকরা নিজেই নিজেদের ন্যায়তঃ প্রাপ্য বেতন, বাস-গৃহ ও ব্যবহার বুঝিয়া লইতে পারিলে তবে প্রকৃত প্রতিকার হইবে। ইহার জন্য তাহদের যথোচিত উদ্বোধন ও শিক্ষার প্রয়োজন । তাহাতে আমাদিগকে মন দিতে হুইবে স্বাধীনদেশসকলেও শ্রমিকগণ আত্মরক্ষায় অপেক্ষাকৃত · মনোযোগী ও সমর্থ হইবার পূৰ্ব্বে অত্যাচার ও অন্যায় ব্যবহার হইতে রক্ষিত হয় নাই ; এখন ক্রমশঃ অধিক-পরিমাণে রুক্ষিত হইতেছে। সম্মিলিত কংগ্রেস পরিবর্তন-বিরোধী দল, স্বরাজ্য-দল, মিসেস বেসান্টের দল ও অন্য সব রাজনৈতিক দলের সম্মিলিত কংগ্রেসের কথা হইতেছে। তাহা হইলে স্বশ্বের বিষয় হইবে। আমরা আগেই বলিয়াছি, যে, মুলত:, যখন সকল দলের ঈপ্সিত বস্তু এক, তখন তাহা লাভ করিবার সম্মিলিত চেষ্টাই বাঞ্ছনীয় । জলপ্লাবন মান্দ্রাজ প্রেসিডেন্সীর অনেক জেলায়, মহীশূর ও কোচনে, সিন্ধু, ও পঞ্জাব প্রদেশদ্বয়ে, বাংলার নানা জেলায়,—ভারতবর্ষের বহু অংশে, জলপ্লাবনে অগণিত লোক ক্ষতিগ্রস্ত ও বিপন্ন হইয়াছে ; অনেক জায়গায় বহুসংখ্যক লোকের প্রাণহানিও হইয়াছে। দক্ষিণভারতেই বিপদ সৰ্ব্বাপেক্ষা ব্যাপক ও ভয়ঙ্কর হইয়াছে। জনসাধারণের পক্ষ হইতে সৰ্ব্বত্র সাহায্য দিবার চেষ্টা হইতেছে। কিন্তু গবর্ণমেণ্টেরও সাহায্য করা কৰ্ত্তব্য । বন্যা দ্বারা এইপ্রকার আকস্মিক বিপদ নিবারণের উপায় হইতে পারে কি না, তাহার অনুসন্ধান, এবং উপায় থাকিলে তাহ অবলম্বন, লোকহিতসাধক সভাসমিতির দ্বারা হওয়া দুর্ঘট । তাহা কেবল গবর্ণমেন্টের দ্বারা হইতে পারে । আমেরিকার এঞ্জিনীয়াররা কোথাও কোথাও, যেমনু ওহিওতে, বন্যাদ্বারা জলপ্লাবন নিবারণেধু "বন্দোবস্ত করিয়াছেন। এবিষয়ে অনুসন্ধান আবশ্যক।