পাতা:প্রবাসী (চতুর্বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rولمسb স্থায়ী শান্তি স্থাপন so জেনিভায় আবার ব্রিটিশ ও ফরাসী জাতির রাজনৈতিক দলপতির বলিয়াছেন যে, তাহারা স্থায়ী শান্তির উপায় নিৰ্দ্ধারণ করিয়াছেন । সত্য হইলে বড়ই আনন্দের বিষয় হইবে । কিন্তু বিশ্বাস হইতেছে না । মরোঙ্কোতে স্বাধীনতাকামী রিফ দিগের সহিত স্পেনের যুদ্ধ চলিতেছে। ইংরেজ, ফরাসী প্রভৃতি জাতি ত পৃথিবীতে স্বাধীনতা ও গণতন্ত্র স্থাপনের নিমিত্ত মহাযুদ্ধ করিয়াছিলেন ; তাহারা মধ্যস্থ হইয়া মরোকোর যুদ্ধটা থামাইয়া দিন এবং মরোঙ্কোকে স্বাধীন করিয়া দিন। তাহা হইলে বুঝিব তাহারা শান্তি চান । সাতিশয় পরিতাপের বিষয়, চীনে ভিন্ন-ভিন্ন দলে যুদ্ধ বাধিয়াছে, এবং আত্মরক্ষার ( ও স্বার্থসিদ্ধির ? ) জন্য ইতিমধ্যেই বার-শত ব্রিটিশ, আমেরিকান, জাপানী ও ইটালিয়ান নৌসৈনিক নিজ নিজ জাতির যুদ্ধজাহাজ হইতে সাংহাইয়ে ডাঙায় নামিয়াছে। পৃথিবীর শক্তিশালী জাতিরা যদি চীনকে এক ও স্বাধীন রাখিয়া যুদ্ধ থামাইয়া দিতে পারেন, তাহা হইলে পৃথিবীর কল্যাণ হয় । হিন্দু বিধবার বিবাহ গৌহাটির হিন্দুদের এক জনসভায় নিম্নলিখিত প্রস্তাব গৃহীত হইয়াছে বলিয়া সুমৃতবাজার পত্রিকায় দেখিলাম । কেবল চারিজন ইহার বিরোধী ছিলেন। “এই সভার মত এই, যে, হিন্দু-বিধবাদের পুনৰ্ব্বিবাহ হিন্দুসমাজের সকল শ্রেণীর পক্ষে হিতকর, এবং ব্রাহ্মণাদি যে-সকল জাতির মধ্যে ইহা প্রচলিত নাই, তাহাদেরও বর্তমান সময়ে তরুণবয়স্ক বিধবাদের বিবাহ দিবার রীতি অবলম্বন করা উচিত।” প্রবাসী—আশ্বিন, ১৩৩১ ২৪শ ভাগ, ১ম খণ্ড চরখায় মিহি সূতা কাটা চরখায় স্থত৷ কাটার প্রতিযোগিতায় শ্ৰীমতী অপর্ণ দেবী নামী অষ্টাদশবর্ষবয়স্ক একটি বাঙালী, মহিলা ভারতবর্ষে প্রথম স্থানীয় হইয়াছেন, এই সংবাদ মহাত্মা গান্ধীর ইয়ং ইণ্ডিয়ায় বাহির হইয়াছে। মহাত্মাজী তাহাকে ধন্যবাদ জ্ঞাপন করিয়াছেন। অপর্ণা দেবী নিখিল ভারত খদ্দর বোর্ডের নিকট ৭৬ নম্বরের ৭০ ০০ গজ স্থত। পাঠাইয়াছিলেন । {} বিলাতী কাপড় ও “অপবিত্রতা” র্যাহারা বিলাতী কাপড় বর্জন করিতে বলিতেছেন, তাহাদের সহিত আমাদের কোন ঝগড়া নাই । কিন্তু আমরা তাহাদের সহিত একমত নহি যাহারা উহাকে অপবিত্র, অস্পৃশ্য, হারাম ইত্যাদি বলিতেছেন। স্মরণাতীত কাল হইতে আগত এক “অস্পৃশ্বতা”য় আমরা ভূগিতেছি ; তাহার উপর আবার একটা অনর্থ বাড়ান কেন ? প্রত্যহ আমরা নানা বিলাতী জিনিষ ব্যবহার করিতেছি ; মুদ্রাযন্ত্ৰ-আদি যত কল ভারতে ব্যবহৃত হয়, তাহার বেশীর ভাগ বিলাত হইতে আগত। সেগুলা কেন অস্পৃত হয় । না? যদি বলেন, যে, যে-সব জিনিষ ভারতেই হয়, তাহার মত অণ্ঠ জিনিষ বিলাত হইতে আসিলে অস্পৃষ্ঠ হইয়া পড়ে, তাহা হইলে বলি, সেরূপ জিনিষ কাপড় ছাড়া আরও ত অনেক আছে ; সেগুল কিন্তু অস্পৃশ্য বিবেচিত হয় না । দেশী গ্রন্থকারের ইংরেজী ব্যাকরণ, পাটীগণিত, বীজগণিতআদি আছে বলিয়া বিলাতী ঐ-ঐ বহি কি কেহ স্পর্শ করে না ? যদি অপবিত্র কিছু থাকে, তাহা হইলে ছুৎমাগটাই অপবিত্র । I কীৰ্ত্তিকের প্রবাসী কাৰ্ত্তিকের প্রবাসী পূজার ছুটির পূর্বেই বাহির হইবে। যাহাদের ষান্মাসিক চাদ আশ্বিন মাসে ফুরাইয়াছে, তাহারা অনুগ্রহপূর্বক পরবর্তী ষান্মাসিক চাদা ৩৮• তিন টাকা পাচ আনা আগামী ২২শে সেপ্টেম্বরের ভিতর যাহাতে আমাদর অফিসে পৌছে তদনুরূপ মুনি-অর্ডার বা অন্য ব্যবস্থা করিয়া বাধিত করিবেন। উক্ত তারিখ-মুধ্যে মনি-অর্ডার বা ভি. পিঃ প্রেরণের নিষেধপত্র না পাইলে কাৰ্ত্তিক সংখ্যা যথারীতি ভিঃ পিঃতে প্রেরিত হইলে । কাৰ্ত্তিকের প্রবাসীতে বিজ্ঞাপন দিবার শেষ দিন ৬ই আশ্বিন । 繆 আগামী কাৰ্ত্তিক মাস হইতে প্রবাসীতে আর-একখানি উপন্যাস আরম্ভ হইবে ।