পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কত্তিক বিনোদের ইচ্ছা করিল ফুলটাকে ছিড়িয়া ছুড়িয়া ফেলিয়া দেয় । কিন্তু তাও সে পারিল না । এইটা তাহার একটা অক্ষমতা—সে তাহা জানে। রূঢ়ভাবে কাহাকেও আঘাত করিতে সে পারে না। বিব্রত হইয়া বিনোদ অনুরোধ করিয়া বলিল—পালা বাবু তেরি এখন । জালাস নে আমায়। খাদে যাব দেখছিল না । আশ্চৰ্য্যাম্বিত হইয়া চুড়কী বলিল—খাদ ত পুড়ে গেইছে তুন্দর। —তোদের মাথা হইছে । তোরা কাজ করবি ন}— আর তোদের কাজ অমাদিগে করতে হচ্ছে । চুড়কী বলিল—সত্যি বলছিল তু ? খাদে গেলে মরে লবি না ? আপন মনেই হাসিয়া বিনোদ বলিল-আচ্ছা বোঙা জাত বটে বাবু —মরে কেন যাবি ? এই ত আমি চললাম । তাদিগে দু-টাকা তিন টাকা ক’রে হজরী দেবে। আসবি তারা ? - একটি মেয়ে বলিল—হা—বাবু সত্যি—তিন টাকা ক’রে দিবি তুরা ? আর মরে যাব নাই ? –নী—ন—না। কতবার বলব তোদের বল! চুড়কী বলিল—তু থাকবি ত বাবু খানে ? না— আমাদিগে ফেলে দিয়ে পালয়ে আসবি ? —ভালো বিপদ বাবা । ওরে পালিয়ে আসবার ষে| কি ? চাকরি যাবে যে । নিজেদের ভাষায় কি সব বলাবলি করিয়া চুড়কী বলিল—মালকাটাদিগে বলি গা বাবু। তুকে কিন্তুক গান শুনাতে হবেক । - তারপর সঙ্গীদের পানে চাহিয়া বলিল—দেলা বো! অর্থাৎ—চল চল । - বৰ্ব্বর কালো মেয়েগুলি নাচিতে নাচিতে, ছুটিতে ছুটিতে চলিয়া গেল । কিছুক্ষণ পর কম জন মাৰি আসিয়া প্রশ্ন করিল—সত্যি তুরা ভিস্ টাকা করে গিৰি ! অতুল বলিল—তাই পাৰি । " -श बांबू-डूबा श्रांभांप्नद्र नाथ ब्रशदि उ ? হাসিা অতুল বলি-ভোৱে পাশে আৰি বাড়িয়ে ঘাসের ফুল ግል থাকব । তা ছাড়া রাজমিস্ত্রী থাকবে, অন্ত বাবুরা থাকবে । তোরা এক থাকবি না । —বেশ বাবু তবে আমরা নামব। মাঝিন নামতে দিবি ত ? অতুল জানিত এই মাঝিনদের ফেলিয়া ইহার কোথাও যায় রাজসিংহাসন পাইলেও না । সে হাসিয়া বলিল—বেশ তারাও নামবে। ম্যানেজার ক্ষীণ ভাবে প্রতিবাদ করিলেন—সে যে বে-আইনী হবে অতুলবাবু। e কেজে ব্রেকটা খুলিতে খুলিতে অতুল বলিল— নেসেসিটি হাজ নো ল। আইন মানত গেলে খাদ পুড়তে দিতে হবে । তার পর স্থাকিল—হে—ই—ইটার গাড়ী লাও ।

  1. 彝 o

অন্ধকার থাদের তলে মানুষের কৰ্ম্মকোলাহলের আর বিরাম ছিল না। উপরেও তাই। খাদের মুথে খাজাঞ্চী বাক্স লইয়া বসিয়া আছে। সঙ্গে সঙ্গে কুলিদের বেতন মিটিয়া যাইতেছে। শেডের মধ্যে বসিয়া বুড়া ডাক্তার । গীয়ারহেডের চাকা দুইটা অবিরাম ঘুরিতেছে—বং—ঘং—ঘং । নীচে হইতে সঙ্কেত আসিতেছে লোক উঠবে। টালোয়ান ইঞ্জিন-ড্রাইভারকে সঙ্কেত করিল, হো—ই । মিনিট দুই পরেই বিপুল শব্দ করিয়া কেজটা উপরে আসিয়া লাগিল। এক জন বাবু একটি কুলি এক জন কামিনকে লইয়া নামিল । মেয়েটির বুকে ব্যথা ধরিয়া শ্বাস লইতে কষ্ট হইতেছে । অক্সিজেন-সিলিণ্ডারের চাবি আলগা করিয়া দিয়া টিউবটা মেয়েটির নাকের কাছে ডাক্তার ধরিয়া বলিল—ভয় নাই। নীচে হইতে আবার সঙ্কেত আসিল—বং—ঘং-মুং | আবার লোক উঠিয়া আসিয়া বলিল-মাটি-মাটির গাড়ী জল্‌দি চালাও । भांüिद्र शंiप्लेौं जर्हेब्रl cरुछ नांभिड ! খাজাকী হিসাব করিতেছিল—তিন গুণে ছয়— এই লে মাকি, ছণ্টাক হাজরী তোজের । " .* ৰামের নীচে লাইন ধরিয়া মাটি-ৰেখাই টকগাড়ীটা कनिष्ठहिंण वैौtब्र शैौएन ; tभक अन भानिर्म' dणिहा