পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sës GesamīG SS8S থাকিলে তাহার দ্বারা সে দেশের অসামর্থ ও অযোগ্যতা সুচিত হয় । লোকদের অলস্ত, ভারতবর্ষে ডিক্টেটরত্ব ভারতবর্য পরাধীন দেশ । ইংরেজ জাতি ইহার শাসনকর্তা । ইংরেজদের শাসন থাকিতে এ দেশে গণতন্ধের প্রতিষ্ঠা যেমন হইতে পারে না, স্বৈর শাসকের প্রাদুর্ভাবও সেই রূপ হইতে পারে না । তবে যদি ইংলণ্ডেই কেহ ডিক্টেটর হয়, তাহা হইলে ভারতবর্ষের ডিক্টেটরও সে কিংবা তাহার অনুগত কোন লোক হঠতে পরিবে । ইংলণ্ডে যে ডিক্টেটরের আবির্ভাব হইতে পারে না, এমন নয়। গত মহাযুদ্ধের সময়, নাম না হইলেও, কার্যত: মিঃ লয়েড জজ ডিক্টেটর তই "লন । আজকালও ইংলণ্ডে যে ফ্যাশিষ্ট দল গড়িবার চেষ্ট হইতেছে, পরিণামেও ইংলণ্ডে ডিক্টেটরত্ব প্রেতিষ্ঠিত হইতে পারে । অল্প যে-সব ইউরোপীয় দেশ এখন ডিক্টেটরের অধীন, তাহদের ডিক্টেটররও গোড়া হইতেই স্বৈর শাসক হইবার অভিপ্রায় প্রকাশ করে নীহ, ক্রমশঃ সব ক্ষমতা আত্মসাৎ করিয়াছে। ইতালীতে প্রথমে সমাজতন্ত্রবাদী (socialists) ও সাম্যবাদীদের (communist৪দের) বিরুদ্ধে কালকোত্তাপরিহিত ফ্যাশিষ্ট দল গঠিত হয় । তাহীদের নেতা মুসোলিনী পরে ডিক্টেটর হইয়াছেন। ইংলও স্তর <IGItsifzg GI!H#ì ( Sir Oswald Mosley ) ####i দল গড়িয়েছেন । এখনই এই দলের কম্মিষ্ঠ ও চাঁদ দ’ত৷ ১৭০০০ সভ্য হইয়াছে । ইংলণ্ডর “স্বাধীন শ্রমিক দল" প্ৰথন খুব প্রভাবশীল, তখনও ইহার দ্বিগুণের চেয়ে বেশী সভ্য তাহার ছিল না । সুতরাং অল্প সম য়ই যথম ব্রিটিশ ফশিষ্ট দলের এত সভ্য জুটিয়াছে, তখন অচিরে তাহ। আরও প্রভাবশালী ও পুষ্ট হওয়া অসম্ভব নহে। ইহার সভ্যদের অনেকেই মধ্যবিত্ত শ্রেণীর যুবক । তাহ'র আধ-জঙ্গী ( অৰ্দ্ধসামরিক ) কুচ-কাওয়াজ করে, তাহদের কয়েকটি সঙ্গে অযুক্ত গাড়ী (armoured cars) আছে,এবং আপাততঃ পাঁচ-ছয়টি এরোপ্লেন লইয়া তহীরা বিমানবাহিনী গঠন করিতেছে। যাহা হউক, ইংলণ্ডে কেহ ডিক্টেটর তাহার হইলেও ভারতবর্ষে ডিক্টটর তথনি তখনি কেহ হইবে না আমরা অন্তবিধ ডিক্টটরের কথা বলি । অসহযোগ আন্দোলনের গোড়া হইতে, নামে ন হইলেও কাজে, মহাত্মা গান্ধী ডিক্টটর অ'ছেন। উহা যখন জোরে চলিতেছিল এবং যখন উহার প্রতিকূল আইনের জন্ত কংগ্রেস-সমিতিগুলির অধিবেশন সম্ভবপর ছিল না, তখন অসহযোগীরা অগত্য প্রাদেশিক ও জেলার ডিক্টেটর নিযুক্ত করিয়াছিলেন। কিন্তু সৰ্ব্বোপরি ডিক্টেটর অসহযোগ আন্দোলনের সকল অবস্থাতেই গান্ধীজী ছিলেন । ইহা কতটা তাহার অভিপ্রেত ছিল, কতটা বা তিনি ইহাতে সায় দিয়াছিলেন বলিয়া ঘটিয়াছে, বলা যায় না । কিন্তু তিনি এখন ইহার বিরুদ্ধে মত প্রকাশ করিতেছেন, এবং সে-সব কারণে তিনি কংগ্রেসর নেতৃত্ব ছাড়িয়া দিবেন বলিতেছেন ইহা তাহার মধ্যে একটি । তাঁহাতে কংগ্রেসের ভাল হইবে কি মন্দ হইবে, তাহার তালোচনা অমর। করিব না ; কিন্তু ইহ স্পষ্ট, যে, এমন অদ্য কেন কংগ্রেসনেতা নাই, যাহার পরিচালনা গান্ধীীর পরিচালনা যত লোক মানে, তত লোক মানিবে ; সুতরাং কংগ্রেসে আরও দল বড়িবার সম্ভাবনা ঘটিবে। অমর কেবল ঠহাই বলিত চাই, সে, নানা লক্ষণ দেখিয়া আমাদের মনে হইতেছে, সে, আমাদের দেশে স্বরাজ স্থাপিত হইল ডিক্টেটরত্ব স্থাপিত হুইবার সম্ভাবনা আছে । ভারতবর্ষে গুরুবাদ বড় প্রবল। হিন্দু সমাজের মান সম্প্রদায় ত গুরু আছেনই, মুসলমানদের মধ্যও গুরুস্থ নীয় নানা পীর আছেন— আগা খণ ত এক জন খুব প্রভাবশালী ও বিত্তশালী গুরু । অতএব, রাষ্ট্রনৈতিক ক্ষেত্রেও এদেশে গুরু রূপী ডিক্টেটর বেশ মানানসই হইবে। ইহাতে আমরা ভীত । প্রত্যেক মানুষকে ভগবান বুদ্ধি দিয়াছেন । তাঁহার ব্যবহার করা সকলেরই কর্তব্য । ধৰ্ম্মবিষয়েই হউক, আর রাষ্ট্রীয় ব্যাপারেই হউক, ব কলম দেওয়া বেশ আরামদায়ক বটে। কিন্তু তাঁহা কুফলপ্রদ।