পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sq8 為ご)8> বিভাগ উহা পৌছাইয়া দিয়াছে । উহা সন্ধাসকদের বা বিপ্লববাদীদের কাগজ নহৈ । বিলাতে “ফেলোশিপ অব রিকলিলিয়েশুন” নামক একটি খ্ৰীষ্টীয় সমিতি আছে । উহ। তাহার এবং অন্ত কয়েকটি তৎসদৃশ খ্ৰীষ্টীয় সমিতির মুখপত্র। গবন্মেণ্টের গোয়েন্দা-বিভাগের ইহর অস্তিত্ব না-জানিবার কথা নহে । প্রবন্ধটি যদিও ৬ মাস পূৰ্ব্বে লিখিত ও পাঁচ মাসের অধিক পূৰ্ব্বে বিলতে প্রকাশিত হইয়াছিল, তথাপি উহ সংপ্ৰতি বঙ্গে প্রকাশ করা আলাবগুক হয় নাই । কারণ, উহাতে গবন্মেন্টের যে-যে কৰ্ত্তব্য স্থচিত হইয়াছে, গবন্মেণ্ট তাহা পূৰ্ব্বে না-কবিশ্ন থাকিলেও, এখনও করিলে সুফল ফলিতে পারে । - সুভবিবাবু বলিয়াছেন, যখনই রাজনৈতিক বন্দী দিগকে ক্ষমা করিবার কথা উঠিয়াছে, তখনই পুলিসের রাজনৈতিক শাখা তাহীর বিরুদ্ধে ত{হাদের সমগ্র শক্তি নিয়োগ করিয়াছে । রাজনৈতিক বন্দীদিগকে কখনও যথেষ্ট সংখ্যায় উদারতা ও মহাপ্রণতার সহিত মুক্তি দেওয়া হয় নাই, এবং সাহাদিগকে মুক্তি দেওয়া হয়, তাহদেরও পশ্চাতে গোয়েন্দা-বিভাগের লোক সৰ্ব্বদা এরূপ লাগিয়া থাকে, যে, তাহীদের ঐ অপেক্ষাকৃত স্বাধীনতার অবস্থ প্রায় বস্তৃণভোগের অবস্থা হহয় দাড়ায় । সুতরাং বাজক্ষমাতে তাহদের প্রোণ জুড়ায় না । তিনি বলিয়াছেন, বৈপ্লবিক প্রচেষ্টর নিদান সম্বর্ণে বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রস্তাব হইয়ছিল। কিন্তু গবন্মেণ্ট তাহা করাইতে রাজী হন নাই । মানসিক ব্যাধি সম্বন্ধে বিশেষজ্ঞ লেফটেষ্টাণ্ট-কর্ণেল বার্কলে-হিল এই ধরণের প্রস্তাব করিয়াছিলেন । সুভাযবাবু বলেন, বাষ্ট্রীয় স্বাধীনতার ইচ্ছা ছাড়া বঙ্গে বৈপ্লবিক প্রচেষ্টার একটি কারণ, মেকলে যখন বাঙালী জাতির অপমানকর নিন্দ করিয়ছিল তদবধি বঙালীদের জাতীয় হীনতা উৎপাদন চেষ্টা । হুভাষ বাবুর তৃতীয় কথা এষ্ট, বে, যদিও মধ্যে মধ্যে রাজনৈতিক নেতাদের সহিত ( যেমন মহাত্মা গান্ধী, পণ্ডিত মৈাতীলাল নেহরু প্রভৃতির সহিত বুঝাপড়ার চেষ্টা গবন্মেণ্ট করিয়াছেন, কিন্তু বৈপ্লবিক দলের সহিত এরূপ বুঝাপড়ার চেষ্টা করেন নাই । তিনি অবশ্য স্বীকার করিয়াছেন, যে, ভূতপূৰ্ব্ব গবর্ণর স্তর ষ্ট্যানলী জ্যাকসন স্বৰ্গীয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের মধ্যবৰ্ত্ততায় এরূপ বুঝাপড়ার চেষ্টা করিয়াfছলেন । তিনি বলেন, এই চেষ্টা ব্যর্থ হইবার কারণ, যে রাজনৈতিক বন্দীদের সহিত কথা হইতেছিল তঁহরি চাহিয়াছিলেন গুবন্মেণ্টের সঙ্গে সাক্ষাৎভাবে কথাবাৰ্ত্তা চালান, পুনঃ মুধনখ্রিঃ) বা মারফতে নহে, কিন্তু গবন্মেণ্ট তাহাতে রাজী হন মাষ্ট । 警 সুভায বাবু বলেন, বঙ্গর অনেকের আস্তরিক অনুভূতি এই, যে, বুঝাপড়ার প্রধান অন্তরায় পুলিসের রাজনৈতিক শাপ ; তাহারা নিজেদের প্রণালী অনুসারে কাজ চালাইতে চায়, এবং অক্লাস্ত ভাবে বলিয়া চলিয়াছে, বিপ্লবীরা অপরিতোধণীয় { “irreconcilable” ..] I উত্তর সুভাষ বাবু বলেন, কংগ্রেসও ত পূর্ণ স্বাধীনতার কমে সন্তুষ্ট হইবে ম৷ বলিয়াছে, অতএব কংগ্রেসও অপরিতোষণায় ; অথচ গবন্মেণ্ট কংগ্রেসনেতাদের সহিত বুঝাপড়ার চেষ্টা করিয়াছেন । এই শেধোক্ত কথাগুলি সুভাষ বাবু ছয় মাস পূৰ্ব্বে লিখিয়াছিলেন । তখন এগুলি যতটা সত্য ছিল, এখন ততটা নাই । এখনও কংগ্রেস-নেতার বলিতেছেন বটে, নে, তাহীদের লক্ষ্য সেই পূর্ণস্বরাজ বা পূর্ণস্বাধীনতাই আছে ; কিন্তু, ব্যবস্থাপক সভায় প্রবেশ দ্বারা আংশিক স্বরাজের অনেদালন চালান সম্ভবপর হহলেও, পূর্ণস্বরাজ তদ্বার সাক্ষাংefব পাওয়া যাইতে পারে না । সুভাস বাপু কথাগুলি যখন লিপিয়ছিলেন, তপনও শাধিক ভাবে, নামতঃ, তাহা সত্য থাকিলেও, বাস্তবিক সত্য ছিল না— কারণ মহাত্মা গান্ধী তৎপূৰ্ব্বেই, স্বাধীনতার সরভাগ f “substance of independence” , o&i Hoz হইবেন, প্রকাশ্যভাবে বলিয়ছিলেন । এই সরিভাগের একটা বাস্তব দৃষ্টান্ত ডোমীনিয়ন ষ্টেটস। ইহা অবশ্য সত্য, ধে, স্বয়ং সুভাষ বাবু, পণ্ডিত জওআহরলাল নেহরু এবং অণ্ঠ কোন কোন নেতা বলেন নাহ, দুধ, ত{হার সারভাগে রাজী হইবেন । যখন দুই পক্ষে বিবাদ চলে, তখন পরস্পরের শক্তি সমর্থ বুঝিয়া কোন পক্ষ বা উভয় পক্ষ আপোযে নিপত্তি করিতে অগ্রসর হয় । লছ আরুইন তাহার আমলে যে গান্ধীজীর সহিত একটা চুক্তি করিয়াছিলেন ( যদিও সেই চা’লে কংগ্রেসের পরাজয় হইয়ffছল ), তাহার কারণ, অসহযোগ-প্রচেষ্টা প্রায় জয়যুক্ত হইতে বসিয়ছিল। ইহা আমাদের কথা নহে, বোম্বাইয়ের ভূতপূৰ্ব্ব গবর্ণর লড় লয়েড এই কথা বলিয়ছেন । বৈপ্লবিক প্রচেষ্টা প্রায় জয়যুক্ত হইতে বসিয়াছে, এরূপ অবস্থা কখনও ঘটে নাই । গবন্মেণ্ট যে বৈপ্লবিক নেতাদের সঙ্গে সঞ্চিাৎভাবে কখনও বুঝাপড়ার চেষ্টা করেন নাই, ইহা তাহার একটা কারণ, আমাদের অনুমান এইরূপ । কলিকাতা পুলিস ও বঙ্গীয় পুলিসের সর্বাধুনিক রিপোর্ট যিনি পড়িবেন তিনি বুঝিতে পরিবেন, সন্ত্রাসক ও বিপ্লবীদের বিরুদ্ধে গবন্মেণ্টের চেষ্ট৷ ক্রমশঃ অধিকতর সফল হইতেছে । অসহযোগ বা অহিংস আইনলঙ্ঘন প্রচেষ্টার সহিত | বৈপ্লবিক প্রচেষ্টার একটি প্রভেদ আছে। প্রথমোক্ত