পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কান্তিক প্রচেষ্টা এক প্রকার সিভিল বা প্যাসিভ রিজিষ্ট্যান্স বা ‘নিষ্ক্রিয় প্রতিরোধ ’ দক্ষিণ-আফ্রিকায় মহাত্মা গান্ধীর নতৃত্বে যখন তথাকার ভারতীয়ের প্যাসিভ রিজিষ্ট্যান্স করিয়ছিল, তখন ভারতের বড়লাট লর্ড হাডিং বলিয়ছিলেন, যে, উহা এক প্রকার কন্সটিটিউশৃঙ্গাল ( মূলর’ষ্ট্রবিধির অনুযায়ী ) প্রচেষ্টা । এরূপ প্রচেষ্টা ইলেণ্ডে অনেক বার হইয়াছে। এরূপ প্রচেষ্টার নেতাদের সহিত গবন্মেণ্টের বুঝাপড়া হইতে পারে । কিন্তু সে নজীরে সগ্ৰাসন বা অন্তবিধ বৈপ্লবিক প্রচেষ্টার নেতাদের সহিত কথাবার্তা চলে না । অবশু, অনেক দেশে স্বাধীনতা-দ্ধে লিপ্ত লোকদের বা বিদ্রোহীদের সঙ্গে তথাকার গবন্যাণ্টের কথাবত্তি অবস্থাবিশেধে চলিয়ছিল, ইতিহাসে এরূপ কিন্তু ভারতবর্মের সস্থাসন বা বিপ্লব চেষ্টাকে সাধারণ প্ৰচলিত অর্থে 1 স্বাধীনতার যুদ্ধ বা বিদ্রোহ নমি সুদ ও ট্রা যায় না | বঙ্গের বাণিজ্য-শুল্ক বঙ্গের সমুদ্রপথবাহিত বাণিজ্যের ১৯৩৩-৩৪ সালের সরকারী রিপোর্টে দেখিলাম, আমদানী ও রপ্তানী পণ্যদৃব্যের উপর বাণিজ্য-শুদ্ধ সালে আদি{য় হইয়ছিল নিট ১৬,৬৬,৯৩,০০০ টাকা এবং ১৯৩৩-৩৪ সালে হণদায় হইয়াছিল নিট ১৪,৭৩,২৭,০০০ টাকা , আদায় কম গুউক বা বেশী হউক, বাংলা-গবন্মেণ্ট এই শুল্পের টাকার একটি পয়সাও পাইতেন না ; এই বৎসর হইতে পাটের শুল্কর অংশ বাবদে মাত্র অল্প কিছু পাইবেন । এই প্রকার, রেলওয়েগুলি যাত্রী ও ম{ল বহন করিয়া পত টাকা অজ্জন করে, বাংলা দেশের শুধু হাবড়া ষ্টেশন হইতে যাহার ও যুত মলি যায় এবং ঐ ষ্টেশন যাহারা ও ধত মাল আসে তাহ হইতে প্রাপ্ত ভাড়ার মোট পরিমাণ খুব বেশী। অথচ, তাহারও কোন অংশ বাংলা-গবন্মেণ্ট পান না | প্রদেশগুলির গবন্মেণ্ট এবং কেন্দ্রীয় ভারত-গবন্মেন্টের মধ্যে রাজস্ব বণ্টন এমন ভাবে করা হইয়াছে, যে, তদনুসারে বঙ্গের ভৌগোলিক অবস্থানের ও কোন কোন ফসল উৎপাদনের প্রাকৃতিক উপযোগিতার ফল বাংলা-গবন্মেণ্ট পান না । বাংলা-গবন্মেণ্টের দেনদীর গবন্মেণ্ট হইবার ইহাই প্রধান কারণ । . ఫిలిపి -ు •ు সুইডেনে ব্যায়ামদক্ষ বাঙালী । ঢাকার ত্রযুক্ত উপেন্দ্ররঞ্জন বিশ্বাস, বি-এ, এখন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিজ্ঞান অধ্যয়ন করিতেছেন এবং বিবিধ প্রসঙ্গ—সুইডেনে ব্যায়ণমদক্ষ বাঙালা SGIGI দৈহিক শিক্ষর প্রতিষ্ঠান স্কটিশ কলেজ অব ফিজিক্যাল এডুকেশুনেও শিক্ষালাভ করিতেছেন । তিনি সুইডেনের মান্মাহেড়, নামক স্থানে গত গ্রীষ্মের সময় সুইডিশ ব্যায়ামèso Swedish gymnastic festivale) Cotojosa শযুক্ত উপত্ররঞ্জন বিশ্বাস করেন । ইউরোপের নানা স্থান হইতে সমাগত জনতা বিদেশী বলিয়া তাহীর সমাদর করেন । তিনি সুইডেন হুইডেনের পৃথিবী থে: বায়ামপ্রণালী শিথিবীর জষ্ট সারা ভ্রমণ করিয়াছেন । সিডসভেনক্স জিমনাষ্টীক ziziq elfzšf ( Sydsvenska iymnastic Instituet ) &fgit: 2 kil°E (diploma) fTittg তিনি সুইডিশ জিম্নাষ্টীক সভা হইতে “শ্রেষ্ঠ ব্যায়ামদক্ষের fast-fi" “( Elite gymnastic mark”) wife করিয়াছেন। তাহার পূর্বে কেবল এক জন বিদেশী এই নিদর্শন পাইয়াছিলেন । তিনি বাংলা দেশে ফিরিয়া আসিলে র্তাহার সুইডেনের উৎকৃষ্ট ব্যায়ামপদ্ধতির অভিজ্ঞতা দেশের কাজে লাগিবে । satmanns