পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ বর্তমান কালে দেশের নানাবিধ বিরাট জনহিতকর অনুষ্ঠানের (public utility concernio, ) ifos $fetal Hoffs ভাবে সংশ্লিষ্ট হইয়া পড়িতেছেন। রুশিয়ার কথা ছাড়িয়া দিলেও অন্তান্ত দেশেও আজকাল গভর্ণমেণ্ট রেলওয়ে, পাবলিক ট্রান্সপোর্ট, সেচ, খাল-খনন, বৈদ্যুতিকশক্তি সরবরাহ, জাহাজনিৰ্ম্মাণ, সাধারণের বাসোপযোগী গৃহ নিৰ্ম্মাণ ইত্যাদি নানা বিভাগের কর্তৃত্বভার নিজহাতে গ্রহণ করিতেছেন। বৰ্ত্তমান সময়ে ভাবিয়া-চিন্তিয় তাহাদিগকে এইরূপ প্রয়োজনীয় ও লাভবান কার্য্যে ব্ৰতী হইতে হইবে এবং সঙ্গে সঙ্গে ধনীসম্প্রদায়কেও এই সব অনুষ্ঠানে অর্থনয়োগ করিতে হইবে । ইহাতে র্তাহারাও লাভবান হইবেন, দেশের বেকরের সংখ্যাও অনেক পরিমাণে হ্রাস পাইবে । ক্রেডিট প্ৰতিষ্ঠা ও অর্থব্যয় করিয়া বাজারের ঘাটুতি টাকা পূরণ না করিলে এই অসচ্ছল অবস্থ; যে কিছুতেই দূর হইবে না, sহাতে আর মতদ্বৈধ নাই । কেহ কেহ মনে করেন শিল্পজগতে আবিষ্কার বর্তমান অবস্থার জন্ত অংশতঃ দায়ী । নূতন স্বষ্টির ফলে অপ্রয়োজনে যে অর্থব্যয় হইতেছে, প্রকৃত প্রয়োজনে তাহ বায় হইলে জনসাধারণকে এতটা ভূগিতে হইত না । ধনী ক্রেতার অপব্যয় বাচিয়া যাইত ; এবং বিক্রেতাকেও নিত্য-নূতন জিনিযের সহিত প্রতিযোগিতা করিতে গিয়া হয়রান ও নাকাল হইতে হইত না । তাই বিজ্ঞানের নব নব নিত্য واسس 4ة বৰ্ত্তমান অর্থসঙ্কট ミ.o。 আজ এমন কথাও উঠিয়াছে যে, কিছুকালের জন্ত বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার বন্ধ করিয়া দেওয়া হউক! পরিশেষে আমাদের বক্তব্য এই যে, প্রতিকারের পথ থাকিলেও তাঁহা অনুসরণের উপায় নাই। বর্তমান সঙ্কট সময়ে বাচিতে হইলে সে দুৰ্জ্জয় সাহস, উদীর বিশ্বাস ও একান্ত সহযোগিতার আবশ্বক তাহা আজ কোথায় ? পরস্পরের প্রতি বিভিন্ন জাতির মনোভাব দেখিলে আমাদের একটি পুরাতন গল্পের কথা মনে পড়িয়া যায় । দুইটি ভদ্রলোক এক ট্রেনে যাইতেছিলেন । উহাদের মধ্যে একপাটি চটি বদল হইয়া যায়। এই ভুল ধরা পড়ে একজনার ষ্টেশনে নামিবার পর । ততক্ষণে ট্রেন চলিতে সুরু করিয়ছে। প্লাটফৰ্ম্মের যাত্রীটি গাড়ীর যাত্রীকে তাহার পাড়কটি প্লাটফৰ্ম্মে ফেলিয়া দিবার জন্ত চীৎকার করিতে করিতে ছুটিতে থাকেন, এবং গাড়ীর যাত্রীটিও তাহার পাদুকাথানি গাড়ীর ভিতর ছুড়িয়া দিবার জন্য বলিতে থাকেন। কেহই কিন্তু ভরসা করিয়া অপরের জুতাটি আগে হাতছাড়া করিতে পারিলেন না । দেখিতে দেখিতে গাড়ীটি প্ল্যাটফৰ্ম্ম ছাড়িয়া চলিয়া গেল। প্ল্যাটফৰ্ম্মের যাত্রীটি ইপিাইতে ইপিাইতে বসিয়া পড়িলেন, গাড়ীর যাত্রীটি জানাল দিয়া ব্যাকুল নয়নে তাহার দিকে তাকাইয়া রহিলেন । পরিণামে একপটি চটি লইয়া উভয়কে ঘরে ফিরিতে হইল !

  1. §