পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ আগ্রহায়ণ Cলজ7–সুইজারল্যাণ্ড * &S পল্পকাল ধরিয়া ভ্রমণকারীদের আকৃষ্ট করিতেছে । কিন্তু যাতায়াতের অযুবিধা ও বাসোপযুক্ত গৃহের অভাবের দরুন ভ্রমণকারীর সংখ্যা খুব কম ছিল । অৰ্দ্ধ শতাবলী পূৰ্ব্বেও চিকিৎসকগণ র্তাহীদের কোন কোন রোগীকে বায়ু পবিবর্তনের জন্ত এখানে পাঠাইতেন । -সব রোগী লেজাতে আসিত ৩হাদর স্বাস্থ্যের অতি দ্রুত ও অশচর্যজনক উন্নতি দেথা যাইত । বাধ হয় এই কারণেই দু-একটি করিয়া যক্ষ্মীরোগীও লেজ"তে তাসিতে লেজ"ায় অবস্থানকালে এই রোগীদের স্বাস্থোর দ্রুত উন্নতি লক্ষিত হওয়ায় ক্রমশ: এই গ্রামটির দিকে চিকিৎসক অপরাপর লোকের দৃষ্টি পড়ে । ইহার আবহাওয়ায় জীবনীশক্তি আছে—এই ধারণায় এথানে বিষ্ণ,নিক পরীক্ষা আরম্ভ হয়, এবং পরীক্ষা দ্বারা ইহার আবহাওয়া সম্বন্ধে আশ্চর্যা রকম তথ্য জানা যায় । যক্ষ্মীরাগীরা এই আবহাওয়ায় থাকিয়া রোগ-বীজাণুর আক্রমণ }ঠজে প্রতিরোধ করিতে পরিবে এই ধারণায় রোগীদের সের জষ্ঠ, স্তানাটোরিয়াম নিৰ্ম্মাণের সূচনা হইল । তযুদ্দেশ্রে "লা সোসিয়েট ক্লিমাটেরিক দা লেজা” ( La Sociate Climaterique de Leysin") ziją; człfsstrif; সুগঠিত হয় । এই সোসাইটির চেষ্টায় ১৮৯০ খ্ৰীষ্টাবে "গাও হোটেল স্তানীটোরিয়াম” প্রতিষ্ঠিত হয় । এই ঠানটোরিয়াম প্রতিষ্ঠিত হওয়াতে লেজ"তে এত অধিকসংখ্যক ক্ষয়রোগী আসিতে থাকে যে আর একটি স্তানাটেবিয়ামের প্রয়োজনীয়তা কর্তৃপক্ষ অনুভব করিতে থাকেন। ১৮, ৫ খ্ৰীষ্টাব্দে ম” ব্ল' (Mont Blanc) নামে আর একটি *হৎ স্তানীটোরিয়াম স্থাপিত হয় । ইহার পর হইতে লেটার সৌভাগ্যরবি অতি ক্ৰত উদিত হইতে থাকে । গোকসমাগমের সঙ্গে সঙ্গে যাতায়াতের অস্তুবিধা দূর করা অত্যন্ত প্রয়োজন হইয় পড়ে। এখানে ১৯০০ খ্ৰীষ্টাব্দে গলকট্রিক ট্রেনের প্রচলন হয় । ফলে যাতায়াতের 空宣ぐ I ঈদুল ગરૂડ লেজার সাধারণ দৃশ্ব অসুবিধা দূর হইয়াছে । লেজা হহঁতে প্রোয় চার হাজার ফুট নীচে এণ্ডল, (Aigle, পর্যন্ত এই গাড়ী চলে। এগ্‌ল হুইস ফেডেরেল রেলওয়ের একটি ষ্টেশন । এস্ল, হইতে ট্রেনে লেজ পর্যন্ত আসিতে মাত্র ৪৫ মিনিট সময় লাগে । পুৰ্ব্বাহ্লে রেল-কোম্পানীকে জনাইল রোগীদের জন্ত বিশেষ গাড়ীর ব্যবস্থা অবগু এজন্ত কিছু অতিরিক্ত ভাড়া দিতে হয় । এখানে একটা কথা বলা প্রয়োজন—সুইজারল্যাণ্ডের সমস্ত রেলগাড়ী বৈদ্যুতিক শক্তিতে চলে । ট্রেনের প্রচলনের সঙ্গে সঙ্গে অঙ্গপ্রকার উন্নতিও পরিলক্ষিত হয়। বহু গৃহ নিৰ্ম্মিত হইতে লাগিল, দোকানপাট বসিল, স্তানটোরিয়ামের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাইল । ক্রমশঃ দু-একটি করিয়া হোটেল গড়িয়া উঠিতে থাকে। পূৰ্ব্বোক্ত প্রতিষ্ঠানের চেষ্টাতেই গোড়ীতে গ্রামটির উন্নতি হইতে থাকে। প্রথম দিকে এই সোসাইটিই অধিকাংশ গৃহ নিৰ্ম্মাণ এবং পূৰ্ব্ব হইতে যে-সব গৃহ বৰ্ত্তমান ছিল তাহার কতক কতক প্রয়োজনানুযায়ী ক্রয় করে । ক্রমশঃ আরও স্তানাটোরিয়াম নিৰ্ম্মিত হয় । টুর দ’ আই ( Tour d' Ai ) নামক পাহাড়ের ক্রমশঃ ঢালু দক্ষিণ গ্রামটি অবস্থিত। ইহার উচ্চত প্রায় পাঁচ হাজার ফুট । স্থানটি দুই ভাগে বিভক্ত। উপরের অংশের নাম, ফেডে (Feydey ) এক নিম্নভাগ লেজ। গ্রাম করা হয় ।