পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిgo {Zశాస్తా: సిరి বলিয়া অভিহিত । অবস্থানহেতু স্থানটির আবহাওয়া পৰ্ব্বতমালা বৃত্তাকারে দণ্ডায়মান রহিয়াছে। এই উপত্যক অতীব উপভোগ্য। পাহাড়ের দক্ষিণে অবস্থিত বলিয়া উত্তরের অতিশয় ঠাণ্ডা হাওয়া লেজার উপর বহিতে পারে না । যে পাহাড়ের গায়ে লেঞ্জ অবস্থিত সেই পাহাড়ই উন্নত প্রাচীরের স্তীয় উত্তরের হাওয়ার সামনে দণ্ডায়মান। এই প্রাচীরে লাগিয়া উত্তরের ঠাণ্ড কন্‌কনে বড়ো হাওয়া প্রতিহত হয়। লেজ"তে প্রায় সৰ্ব্বদাই অতি মৃদু হাওয়া বহিতেছে । কদাচিৎ বড়ো হাওয়া বা প্রবল হাওয়ার উদ্রেক হয়। এই মুদ্র হওয়ার জঙ্গই স্থর্যরশ্মি-চিকিৎসার পক্ষে স্থানটি এত বাঞ্ছনীয়। যেখানে জোর হাওয়া চলে সেখানে রোগীরা এমন ভাবে অনাবৃত দেহে সূৰ্য্যরশ্মি লগাইতে পারে না, বিশেসত শীতকালে রোদ লগিনি অসম্ভব হইয় পড়ে। এখানে সাধারণতঃ নবেম্বর মাসে তুষারপাত পারস্থ হয়। ডিসেম্বরের শেষভাগে প্রবল তুষারপাত হয়, কিন্তু পবলতা দিন-কয়েকের বেশী স্থায়ী হয় না। তুঘারপাতের পরই আবীর আকাশ পরিষ্কার হইয়া উজ্জ্বল স্তর্যালোকে ভরিরা যায় এবং রোগীরা সকাল ৯টা হইতে সন্ধ্যা ৪টা পৰ্য্যস্ত অনাবিল সূৰ্য্যালোক উপভোগ করিতে পারে । নিম্নলিখিত বিবরণ হইতে লেজার আবহাওয়ার একটা লমুল পাওয়া যাইবে – 逸事 গ্রীষ্মকাল—দৈনিক উত্তাপ ( গড়ে ) ১২•৭ ডিগ্ৰী ( সেন্টিগ্রেড ) 3. Joy শীতকাল ••• o” (to গড়ে জলীয় কণ৷ ుఁ"b",. বাৎসরিক প্রেসিপিটেখন ১২১৯ মিলিমিটর গ্ৰীয়ে—বিভাগের পরিমাণ ( গড়ে ) 3y ” ( জুন } ১৯৪ ঘণ্টা $3 ” (জুলাই ) ২১৯ ” শীতকালে ” (ডিসেম্বর ) ৯৬ - 憩 ” (জানুয়ারি) ు? * (ফেব্রুয়ারি) ১৩৩ . লেজ"ার দক্ষিণে ও পশ্চিমে সুবিস্তীর্ণ ദ് উপত্যক এবং তাহার পর ডেন্ট y ffs (Dent du midi), i s'i etạfs ১১০ * ভিতর দিয়া রোন নদী প্রবাহিত হইতেছে। লেজ হইতে প্রায় চার হাজার ফুট নীচে এই উপত্যক । এখ হইতে এই উপত্যকার শোভা পরম মনোরম দেখায় মুসৌরী হইতে ডুন ভেলীর দৃশ্ব যাহারা দেখিয়াছে র্তাহার এই দৃপ্ত সহজে কল্পনা করিতে পরিবেন । রাt যখন উপত্যকার বিভিন্ন গ্রাম এবং শহরগুলিতে বৈদ্যুতি আলো জলিয়া উঠে, তখন মনে হয় অগণিত উজ্জ্বল নক্ষ এই উপত্যকার বুকে ফুটিয়া উঠিয়াছে । সে দৃশ্য ক স্বন্দর, কল্পনায় উপলব্ধি করা অসম্ভব । স্তনীটোরিয় এবং ক্লিনিকগুলি এমন ভাবে প্রেতিষ্ঠিত যে সম্মুখে তুঘারাবৃত পৰ্ব্বত ও রেন্থ উপত্যক চোখে পড়ে লেজ"ীর আশপাশে বহু বিস্তৃত মাঠ—তাহার কতকগুf গোচরণভূমি। বসন্তকালে এই সব মাঠ ফুলে ভরিয়া দায় এরূপ ফুলের মাঠ আর কোথাও দেথিয়ছি বলিয়া মা হয় না । শীতকালে বরফে সব সাদা হক্টয়া যায় এবং শীতে সঙ্গে সঙ্গে বরফ লুপ্ত হইয়া যায়। এপ্রিল মাসের প্রথ সপ্তাহে এথানে আসিয়া ছু-এক স্থান ছাড়া বরফ দেখা য না | অবখ্য কতক কতক পাহাড়ে সারা এপ্রিল মাসে বর পাকে । আবার কতক কতক পাহাড় চিরতুষারাবৃত পূৰ্ব্ব, পশ্চিম ও দক্ষিণ এমন খোলা যে সমস্ত দিন লেজ উজ্জ্বল সূর্যাকিরণে উদ্ভাসিত থাকে। মাত্র ৫০ বছ পূৰ্ব্বেও লেজ" সাধারণ গ্রাম মাত্র ছিল । তখন লোব সংখ্যা ছিল মাত্র চারি শত । আর এই ৫০ বছরের ভিত৷ ইহা শহরে পরিণত হইয়াছে—যদিও গ্রামই বলা হ এবং লোকসংখ্যা পাঁচ হাজারে দাড়াইয়াছে। উন্নতি পরিমাণ ইহা হইতে ধারণা করা যায় । আজ সম পৃথিবী লেজার খোজ রাখে। পাচ-ছয়-সাত তালা প্রকা প্রকাও বাড়ি—কোনটা স্তানাটোরিয়াম, কোনটা ক্লিনিয ছোটবড় নানা প্রকার হোটেল, রকমারী দোকান—সম মিলিয়া ৫০ বছর পূর্বের ক্ষুদ্র লেজ"াকে আজ শহে পরিণত করিয়াছে । বৈদ্যুতিক আলো, জলের কল, মোট গাড়ী, সিনেমা, রেড়িও কোন কিছুরই অভাব নাই হলর প্রশস্ত রাস্ত লৈজার আশপাশে এক দুরেদূরে গিয়াছে। এমন কি, ইটালী, ফ্রান্স, প্রভৃতি বিধি |