পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ গর্থে) স্বাধীন রাষ্ট্র ঘরোয় বিপ্লবের ফলে পরপদলাঞ্ছিত হইতে থাকিবে । কিন্তু এরূপ আশঙ্কার যে কারণ নাই গত দুই বৎসরের ঘটনাবলী তাহ প্রমাণ করিয়া দিয়াছে । নানা উত্থান-পতন, জয়-পরাজয়ের মধ্য দিয়া গ্রাম ১৭৮২ খ্ৰীষ্টাবে বর্তমান চত্রীরাজবংশের অধীনে আসে । এই রাজবংশের প্রতিষ্ঠাতা ফা বুদ্ধ যোদ ফ। চুলালক । ইনি *ামের রাজধানী আয়ুধিয় ( অযোধ্য ? ) দুগর হইতে ব্যাঙ্ককে লইয় আসেন । আজিও ব।ঙ্গকই শ্লামের রাজধানী । প্রজাধিপক এই বংশের স**ম র’ক্ত । প্রথম ছয় জন রাজা সরকারী ভাবে প্রথম রাম, দ্বিতীয় রাম ইত্যাদি নামে অভিহিত হইতেন । রাজা পঞ্চম রাম চুলালঙ্করণের রাজত্বকাল । ১৮৬০--১৯ •} }ামদেশ নান বিষয়ে উন্নতি ং ঠান্ড্র থাকে। এই সময়ে শামের সর্বত্রই রাজশাসন সুপ্রতিষ্ঠিত হয়। ক্রীতদাস-প্রথা লপ, বিচার-বিভাগ সংস্কার, রেল প্রচলন, মূল ও স্থলবাহিনী পুনর্গঠন প্রভূতি কর্যোয় দক্ষিণ পাশ্বে— বুদ্ধদেবের জীবনের একটি চিত্ৰ ; রাজকুমার সিদ্ধার্থ রাত্রিকালে অশ্বপৃষ্ঠে আয়োহণ করিয়া চিরতরে কপিলাবস্তু ত্যাগ করিতেছেন । উতুর গ্রামের ফিৎসামুলকন্তু মন্দিরে ইহ অবস্থিত । দ্বারা পঞ্চম রাম চক্রা-রাজবংশের শ্রেষ্ঠ স্নাজ। বলিয়া প্রসিদ্ধিলাভ করিয়াছেন । ষষ্ঠ রামের তামলে (১৯১৭-১৯২৪) খাম সৰ্ব্বত্র স্বাধীন রাষ্ট্র বলিয়া স্বীকৃত হইয়াছে। দক্ষিণ-এশিয়ার বহু দেশ ইউরোপীয় শক্তিসমূহ পুরাপুরি গ্রাস করিয়া ফেলিয়াছে ; শ্যাম স্বাধীনতা অটুট রাখিলেও সন্ধি-পত্র বা চুক্তি-পত্রের ছাল তাহদের প্রভাবে পড়িয়াছিল। খামরাজ ষষ্ঠ রাম বিদেশী শক্তিবৃন্দের প্রভাৰ বিমুক্ত হইতে চেষ্টা করেন এবং কতকাংশে সফলকাম হন। গ্রামের বাট্ৰামতি এই সময়ে নিয়ন্ত্রিত হয় । দেশের ধন-সম্পদ বৃদ্ধির মান আয়োজনও চলিতে থাকে। এই সময় প্রাথমিক শিক্ষা জীবস্থিাক হয় এবং বিশ্ববিদ্যালয়ে স্যামবাসীর উচ্চশিক্ষা লাভ করিতে আরম্ভ করে। - 'খাষের স্বৰ্ধমান অধিপতি রাজ্য প্রজাধিপক ১৯৪৭ সান সিংহাসনে আরোহণ কাৰ্বন । স্বামারণের একটি চিত্র। স্থামিয়াজ্যে নৰ্বক্ষয় এইরূপ অভিনয় করে ।