পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(NHසත්‍ය 亭N প্রবাসী; S38S কংগ্রেসের মত হয় নাই, তাহ বলাই বাহুল্য। তাহ হইবার কথাও নহে। কারণ এরূপ সম্মেলন এই প্রথম হইল, ইহার পশ্চাতে কংগ্রেসের মত কৃতিত্বপূর্ণ ইতিহাস ছিল না এবং ইহা কেবল একটিমাত্র জিনিষের বিরোধিতা করিবার জন্ত আহূত হয় । তবে, কংগ্রেসওয়ালদের কোন কোন কাগজে ইহার প্রতিনিধি ও শ্রেীতার সংখ্যা যেরূপ কম বলা হইয়াছে, তাহ ঠিক নহে। প্রতিনিধি ভারতবর্ষের সমুদয় প্রদেশ হইতে আসিয়াছিলেন । পণ্ডিত মদনমোহন মলিবীয় ইহার উদ্বোধন করেন । র্তাহার বক্তৃতা বেশ হইয়াছিল । তাহার পর অভ্যর্থনাসমিতির সভাপতি স্তর গোবিন্দরাও প্রধান শহর অভিভাষণ পাঠ করেন। তাহাভে তিনি সাম্প্রদায়িক ভাগবাটোয়ারার বিরুদ্ধে অনেক যুক্তি প্রয়োগ করেন । অতঃপর সভাপতি রামানন্দ চট্টোপাধ্যায় তাহার বক্ততার কিয়দংশ পড়েন । ইহাতে, সাম্প্রদায়িক ভাগবাটোয়রাসম্পর্কে যে-যে বিষয়ের ও যুক্তির আলোচনা আবশ্যক, তাহা করা হইয়াছে বলিয়া ইহা দীর্ঘ। ইহা নবেম্বর মাসের মডার্ণ রিভিউ পত্রিকায় মুদ্রিত হইয়ছে। সম্মেলনের বিরোধী কোন কাগজ ইহার কোন উক্তির বা অংশের প্রতিবাদ বা ভ্রমপ্রদর্শন করিতে পারেন নাই, ইহার কোন যুক্তি খণ্ডন করিতে পারেন নাই । সভাপতির বক্তৃতার পর প্রথম দিনে একটি—ও তাহার পরদিন তিনটি—প্রস্তাব গৃহীত হয় । স্তর গোবিন্দরাও প্রধান, শ্ৰীযুক্ত যমুনাদীস মেহতা, শ্ৰীযুক্ত মাধব শ্ৰীহরি আনে, শ্ৰীযুক্ত রাধাকুমুদ মুগাপাধ্যায়, প্রযুক্ত ডাঃ সাভারকর প্রভৃতি বক্তৃতা করেন । বোম্বাইয়ে মহিলাদের ললিতকলা ও শিল্প প্রদর্শনী কংগ্রেসের অধিবেশনের সময় বোম্বাইয়ের টাউন হলে মহিলাদের ললিতকলা ও কারুকাৰ্য্যের একটি প্রদর্শনী হয় । “গুজর টি স্ত্রীসহকারী মণ্ডল” ইহার উদ্যোগ করেন । যে কমিটির দ্বারা সাক্ষাৎ ভাবে প্রদর্শনীর আয়োজন সম্প্র* ভাস্কৰ্য্য—“দীপাবলী । শিল্পী শ্ৰীমতী যমুনা রাওতে হয়, শ্ৰীমতী হসী মেহতা তাহার নেত্রী এবং দস্তদের মধ্যে অধিকাংশ মহিলা। ইহাদের আহবানে একদিন প্রদর্শনী