পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిdg মিঃ ও মিসেস মলিসনের বিমান সকলের আগে অসিতেছিল । কিন্তু র্তাহীদের আকাশযানটি করাচীর কাছাকাছি বিগড়াইয়া যাওয়ায় তাহারা পিছাইয়া থাকিতে বাধ্য হন । স্কট এবং ব্ল্যাক সৰ্ব্বপ্রথম বামরাওলী পৌছেন । র্তাহীদের বিমানখনি লাল রঙের বলিয়া আকাশে খুব উচ্চে থাকার সময়ও স্পষ্ট দেখা যাইতেছিল । স্কট দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ । চিত্রে তাহাকে লম্বা কোট ও নাটক- প -পবিহিত দেথা ঘাইতেছে । বীমরাওলীতে সেদিন বেন একটা পৰ্ব্ব পড়িয়া গিয়াছিল। বাঙালী ভদ্রলোকেরা অনেকে মাঠে র্তাবু ফেলিয়। আবালবৃদ্ধবনিত সেখান গিয়াছিলেন, এবং গল্পগুজব জলযোগ আদি চলিতেছিল । অবশ্য তাহা অপেক্ষাও অধিক সংখ্যায় হিন্দুস্থানী ভদ্রলোকেরা গিয়াছিলেন । আমরা বসিয়া বসিয়া ভাবিতেছিলাম—“দিন আগত এ, ভারত তবু কৈ ” বৈজ্ঞানিক অধ্যাপকের দান অধ্যাপক ডক্টর শাস্তিস্বরূপ ভটনগর পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের রসায়নীবিদ্যার প্রধান অধ্যাপক । তিনি বহু রাসায়নিক গবেষণা করিয়া বিখ্যাত হইয়াছেন । পঞ্চাবে খনিজ তৈলের ব্যবসায়ী একটি ইংরেজ কোম্পানীর অনুরোধে তিনি ঐ ভৈলের সম্বন্ধ কিছু গবেষণা করায় কোম্পানী তাহকে দক্ষিণস্বরূপ দেড় লক্ষ টাকা দিতে চান। তিনি ঐ টাকা নিজে না লইয়া পঞ্জীব বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক গবেষণার জন্ত পাঁচটি বৃত্তি দিবার নিমিত্ত ঐ টাকা দান করিয়াছেন । তিনি ধনী লোক নহেনঅধ্যাপকেরা সাধারণতঃ ধনী নহেন । তাহাদের পক্ষে এরূপ প্রশংসনীয় দান এদেশে বিরল। বঙ্গে আচাৰ্য্য थभूल्लफ़ञ्ज ब्रां★ uर <थकद्र मॉन कहिब्रांtझ्न । ख्छेद्र ধামরাওলা ষ্ট্রেশনে মিঃ স্কট (লম্ব কোট পরিহিত ) ৷ ইনি লণ্ডন—মেলবোন বিমান-চালনা প্রতিযোগিতায় জয়লাভ করিয়াছেন ডক্টর শাস্তিস্বরূপ ভটনাগর হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়ও এইরূপ দান করিয়াছেন। ডক্টর ভটনাগর ডক্টর মেঘনাদ সাহাকে একটি চিঠিতে