পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগ্রহায়ণ স্বয়া:প্তম, যে, আচার্য্য রায়ের দৃষ্টান্তই তাহাকে এইরূপ দান করিতে অনুপ্রাণিত করে । এই ব্যাপারটিতে অধ্যাপক মহাশয়ের দানশীলতা ও বিজ্ঞানান্নুরাগ প্রশংসনীয় এবং বিদেশী কোম্পানীর কৃতজ্ঞ ব্যবহারও প্রতিপ্রদ। কোম্পানীটি বিদেশী না হইয় স্বদেশী ইলেই ব্যাপারটি অবিমিশ্র আনন্দের কারণ হইত। প্রবাসী বঙ্গসাহিত্য-সম্মেলন আগামী ডিসেম্বর মাসের ২৭শে, ২৮শে, ২৯শে ও ৩০শে কলিকাতায় প্রবাসী বঙ্গসাহিত্য-সম্মেলনের দ্বাদশ অধিবেশন হইবে। আগেকার এগারটি অধিবেশন বঙ্গের বাহিরে নানা স্থানে হইয়া গিয়াছে । এবার বঙ্গের রাজধানীতে ইহার অধিবেশন হইবে বলিয়া বঙ্গের বাহির হইতে প্রতিনিধি অন্তান্ত বার অপেক্ষ সংখ্যায় অধিকতর হইবে। সেই জন্য উপযুক্ত আয়োজনও অধিকতর ব্যয়সাধ্য হইবে । বঙ্গের বাহিরের বাঙালী ভ্রাতাভগিনীরা এবার আমাদের অতিথি হইবেন । তহিদের যাহাঁতে কোন অসুবিধা না হয়, সেইরূপ বন্দোবস্ত করিতে হইবে । এই জন্ত সকলের আর্থিক ও অন্তবিধ সাহায্য পার্থনীয় । কলিকাতার অধিবেশনে সাধারণ সভাপতি হইবেন এলাহবাদ হাইকোর্টের ভূতপূৰ্ব্ব জজ ও অস্থায়ী প্রধান জজ স্তর লালগোপাল মুখোপাধ্যায়। তড়ির যে-যে শাখার সভাপতি এ পর্যন্ত মনোনীত হইয়াছেন তাহাদের নাম নীচে ८ sग्नां श्ल ! সাহিত্য-শ্ৰীযুক্ত কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, ঔপন্যাসিক ও গল্পলেখক । - বিজ্ঞান—শ্ৰীযুক্ত ডক্টর বিমানবিহারী দে, মাত্রাজ প্রেসিডেন্সী কলেজের রসায়নী-বিদ্যার অধ্যাপক । इंडिशन-डीयूङ ख्छेद्र दिछनब्रांछ कैश्रिीशां★, औब्राप्ने কলেজের ইতিহাসের অধ্যাপক । , নিবিজ্ঞান—শ্ৰীযুক্ত ডক্টর ভানুভূষণ দাসগুপ্ত, সিংহলের কোলোম্বো বিশ্ববিদ্যালয়ের লেক্চারার এবং তথাকার ব্যাংকিং কমিশনের সদস্ত । ললিতকলা ও শিল্প—শ্ৰীযুক্ত দেবীপ্রসাদ রায়চৌধুরী,মাজাজ স্কুল অৰু আর্টসের প্রিলিপ্যাল, এবং চিত্রকর ও মুৰ্বিকার l ----- ما لإكسسوجيا ৰিবিধ প্রসঙ্গ—মাদ্রাজে ও বিশাখপত্তনে রবীন্দ্রনাথের সম্বৰ্দ্ধন ৩০৫ শিক্ষাবিজ্ঞান—শ্ৰীযুক্ত ডক্টর সুবিমলচন্দ্র সরকার, পাটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-বিভাগের প্রধান অধ্যাপক ও পাটনার ট্রেনিং কলেজের ভূতপূৰ্ব্ব প্রিসিপ্যাল । মহিলা-বিভাগের সভানেত্রী হইবেন দিল্লীর শ্ৰীযুক্ত শৈলবালা দেবী। ইনি কবি ও দিল্লীর বাঙালী মহিলাদের অন্ততম নেত্রী। ইহার স্বামী শ্ৰীযুক্ত জ্ঞানদাকান্ত সেন দিল্লীর প্রথিতনামা ডাক্তার এবং পুত্ৰকস্তাগণ সকলেই কৃতবিদ্য । পণ্ডিত মদনমোহন মালধীয়ের উপর আক্রমণ গত ২০শে কাৰ্ত্তিক পণ্ডিত মদনমোহন মালীয় নাগপুরে বক্তৃতা করিতেছিলেন । কতকগুলা লোক র্তাহার উপর ইট-পাটকেল ছুড়িয়ছিল। সভা ভাঙিবার পর তিনি ও ডাক্তার মুঞ্জে এক গাড়িতে চড়িয়া সভা হইতে যাইতেছিলেন । পূৰ্ব্বোক্ত লোকের তাহদের গাড়ীও আক্রমণ করে। ইহা অসহযোগ বটে, কিন্তু অহিংস কিনা, তদ্বিষয়ে কিঞ্চিৎ সন্দেহ আছে । গত বার-তের বৎসর ভারতবর্ষে এক দলের ভারতীয়দের দ্বারা অন্ত দলের ভারতীয়দের উপর এইরূপ অক্রিমণ বাড়িয়াছে । কয়েক বৎসর ত এরূপ হইয়াছিল, যে, কংগ্রেসওয়ালা ভিন্ন বা কংগ্রেসের সহিত সহানুভূতিসম্পন্ন ব্যক্তি ভিন্ন প্রকাশু সভায় অল্প কাহারও বক্তৃতা করিবারই জো ছিল না । মান্দ্রীজে ও বিশাখপত্তনে রবীন্দ্রনাথের সম্বৰ্দ্ধনা মান্দ্রাজবাসীদিগের নিমন্ত্রণে রবীন্দ্রনাথ মন্দ্রিাজ গিয়াছিলেন, সঙ্গে বিশ্বভারতীর কতকগুলি ছাত্রছাত্রী ও শিল্পীরা ছিলেন । সেখানে নাগরিকদিগের পক্ষ হইতে বিপুল জনতা রেলওয়ে ষ্টেশনে তাহার সম্বৰ্দ্ধনা করে। পরে পৌরজনের প্রতিনিধিরূপে মেয়র মিঃ ডবৃলিউ লাডেন তাহাকে মানপত্র প্রদান করেন। ছাত্রসমাজ ও অন্ত কোন কোন সমিতিকর্তৃকও তিনি সন্ধিত হন। কয়েকটি বিষয়ে বক্তৃতা ছাড়া মাত্রাঙ্গে বিশ্বভারতীর শিল্পপ্রদর্শনীও হয়, এবং শাপমেচন" নামক ভগীতৰল नकिन्न अछिमग्न श्झ। विछझनाप्द्रब्र भर्शब्रागैर चामल्ल:१