পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ সুন্দরমূ” “নায়ুমাত্মা বলহীনেন লভ্যঃ” ৩৪শ ভাগ } ২য় খণ্ড পেীক্ষs ১৩৪২ } ৩য় সংখ্যা অচিন মানুষ । রবীন্দ্রনাথ ঠাকুর তুমি অচিন মানুষ ছিলে গোপন আপন গহন তলে কেন এলে চেনার সাজে ? তোমায় সাজ সকালে পথে ঘাটে দেখি কতই ছলে আমার প্রতিদিনের মাঝে । তোমায় মিলিয়ে কবে নিলেম আপন আনাগোনার হাটে নানান পাস্থদলের সাথে, তোমায় কখনো বা দেখি আমার তপ্ত ধূলার বাটে কতু বাদল-ঝরা রাতে। তোমার ছবি আঁকা পড়ল আমার মনের সীমানাতে আমার আপন ছন্দে ছাদ, আমার সরু মোট নানা তুলির নানান রেখাপাতে - তোমার স্বরূপ পড়ল বাধা । তাই আজি আমার ক্লান্ত নয়ন, মনের চোখে দেখা হ’ল চোখের দেখায় হীরা, দোহার পরিচয়ের ভরখানা বালুর চরে ঠেকা . সে অায় পায় না স্রোতের ধারা ॥