পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- মুছে যাক সেই ছবি—চেয়ে থাকা পথপানে, কথা কানে কানে, মৌনমুখে হাতে হাত ধরা, রজনীগন্ধায় সাজি ভরা, চোখে চোখে চাওয়া, ঠুরু ঢুরু বক্ষ নিয়ে আসা তার যাওয়া । যে-খেলা তাপনা সাথে সকালে বিকালে --- সে খেলার ঘর হতে --**- হ’ল আসিবার বেলা বাহির আলোতে। ভাঙিব মনের বেড়া কুসুমিত কাটলতা ঘেরা, যেথা স্বপনেরা মধুগন্ধে মরে ঘুরে ঘুরে গুন-গুন স্বরে । নেব আমি বিপুল বৃহৎ আদিম প্রাণের দেশে তেপান্তর মাঠের সে-পথ সাত সমুদ্রের তটে তটে, যেখানে ঘটনা ঘটে, নাই তার দায়, যেতে যেতে দেখা যায়, শোনা যায়, দিনরাত্রি যায় চলে নানা ছন্দে নানা কলয়োলে । থাক্ মোর তরে আপঙ্ক ধানের ক্ষেত অম্ৰাণের দীপ্ত দ্বিপ্রহরে ; সোনার তরঙ্গ-দোলে মুগ্ধ দৃষ্টি যার পরে ভেসে যায় চলে কথাহীন ব্যথাহীন চিন্তাহীন স্মৃষ্টির সাগরে, যেথায় অদৃশ্ব সার্থী লীলাভরে সারাদিন ভাসায় প্রহর যত খেলার নৌকার মতো। ’