পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতের লিপিসমস্যা অধ্যাপক শ্রীনিরঞ্জন নিয়োগী, এম-এ ভারতবর্ষের নানা সমস্তার মধ্যে ভাষা ও লিপিসমস্ত। একটি প্রধান, কেননা, আমাদের দেশে জাতি ও ধৰ্ম্মের বৈচিত্রা মেন, ভাষা ও লিপির বিভিন্নতা তা থেকে কিছু কম নয়। কাশ্মীর থেকে কুমারিকা এক কুষ্টির অন্তর্গত হ'লেও এই ভূমিখণ্ডে প্রায় ১৬০টি মূলভাষা ও ১০০টি উপভাষা বা dialects আছে। লিপিসম্বন্ধেও এই বৈচিত্র্য কতকটা পাওয়া যায়, যদিও প্রধানত: লিপির দুটি ধারা এখন প্রচলিত—একটি, দেশীয়, দেবনাগরী, ও অন্তটি বিদেশীয়, আরবীসদ্ভূত ফার্সালিপি। ভাষার ইতিহাসে যেমন, আমাদের দেশীয় লিপিমালার ইতিহাসেও তেমনি দেখা যায় যে এক মূল লিপি থেকে ক্রমাগত পরবর্তিত হয়ে ভিন্ন ভিন্ন প্রকারের লিপির উদ্ভব হয়েছে, যথা, দেবনাগরী থেকে উদ্ভূত হয়েছে হিন্দী, মারাঠি, গুজরাতী, গুরুমুখী, কায়ের্থী, মৈথিল, বাংলা, উড়িয়া ইত্যাদি, এবং দেবনাগরী দ্বারা প্রভাবান্বিত হয়েছে তামিল, তেলুগু, সিংহলী প্রভৃতি লিপি। কিন্তু এই সকল লিপি প্রণালী মূলতঃ এক পরিবারের হলেও এই পরিবর্তনের ফলে তারা পরস্পরের নিকট সম্পূর্ণরূপে অপরিচিত হয়ে পড়েছে। এই ভাবে ভাষা-বৈচিত্রোর স্তীয় লিপি-বৈচিত্রাও ভারতবর্ষে এক মহা সমস্তার স্বষ্টি করেছে এবং নানা ভাবে ভারতের জাতীয়তার আস্তরায় হয়ে দাড়িয়েছে। লিপি প্রণালীগুলির নানা পরিবর্তন সূক্ষ্মভাবে বিচার করলে একটি কথা হস্পষ্ট হয় যে ভাষা ও লিপির পরম্পরের সঙ্গে কোন ঘনিষ্ঠ বা স্বাভাবিক যোগ নেই। একই ভাষা নানা লিপিতে লেখা যেতে পারে, তাতে মূল বস্তুর তাব বা চিন্তার কোন পরিবর্তন মা বিকৃতি ঘটে না, কারণ ভাষার প্রাণ “ধ্বনি" অক্ষর বা লিপি নয়। এক একটি ধ্বনিসমষ্টি বা “শৰো”র (word) সঙ্গে আমাদের डि ब ভাব গ্রথিত, কিন্তু লিপির সঙ্গে ভাব বা চিন্তার 'কেল্পিও অচ্ছেদ্য যোগ নেই, কেন, লিপি ধ্বনির প্রতীক ( symbol ) মাত্র, তার নিজের কোন বৈশিষ্ট্য নেই, কেবল “ধ্বনি”কে দৃশুতঃ প্রকাশ করাই তার কাজ । এইজন্ত একই ভাষা নানা লিপিতে স্বচ্ছন্দে লেখা যেতে পারে এবং লেখা হয়েও থাকে । সকল দেশের লিপিপ্রেণালী সম্বন্ধেই এ-কথা খাটে, যদিও সকল লিপি প্রণালীর প্রকৃতি কিছু এক নয়। এক-এক প্রণালীর এক-একটি বিশেষত্ব আছে, কেননা, সরলরেখা, বক্ররেখা ও বিন্দুর নানা সমাবেশ ও আবৰ্ত্তন-বিবর্তনের উপর লিপির বৈশিষ্ট্য নির্ভর করে। এই সকলের আধিক্যে কোন অক্ষরমালা নিতান্ত জটিল ও কঠিন হয়ে দাড়িয়েছে, আবার এদের সংযত ব্যবহারে কোনটি বা সরল ও সহজ হয়েছে। নানা দেশের লিপিমালা তুলনা করে দেখলেই লিপি বা অক্ষরের সাধারণ প্রকৃতি, বিভিন্ন প্রকার লিপিমালার গুণাগুণ বা সুবিধা-অসুবিধা সহজেই বিচার করা যায়, এদের মধ্যে কোনটি শ্রেষ্ঠ ও কোনুটি অপেক্ষাকৃত নিকৃষ্ট, কিংবা লিখন ও মুদ্রণ বিষয়ে কোনটি আদর্শস্থানীয় তা নির্ণয় করা যায়। অবশু পক্ষপাতশূন্ত হয়ে বিচার করা প্রয়োজন, নইলে নিজের নিজের লিপি মালাই প্রত্যেকের কাছে ভাল, সহজ ও সুবিধাজনক ব’লে মনে হবে। frç zbristi?« (ideal script) r: fr কি ? প্রথমেই বলা যেতে পারে যে, এই লিপির প্রত্যেকটি অক্ষরের রেখাচয় যথাসম্ভব আবৰ্ত্তন-বিবর্তনবর্জিত হবে অর্থাৎ অক্ষরগুলি স্পষ্ট ও জটিলতাহীন হবে, যাতে সহজে তাদের পরিচয় পাওয়া যায় ও সহজে লেখা যায় । এই গুণটি লিপি সম্বন্ধে সর্বপ্রধান। ধ্বনিকে প্রকাশ করাই ग्रंथन अजरब्रव्र कांछ, उर्थन अभद्र हेक्रांमठ जझ्या व छाँ$ण করা যেতে পারে । কিন্তু মনে রাখতে হবে যে অক্ষরকে अनर्षक छाँछैण कब्रांtङ ¢कांनः ८शौनक बां कडिर cनहे? হবে, অর্থাৎ প্রত্যেকটি অক্ষরের জন্তরেখাপাত বা শেষ