পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬৪ J." রেখার গতি সুমুখগামী হওয়া উচিত, কেননা, তাহলে লেখনী একটি অক্ষর থেকে অন্ত অক্ষরে সহজে অগ্রসর হতে পারে। যদি অক্ষরগুলির শেষ-রেখার গতি সম্মুখের দিকে না হয়ে পশ্চাতে, নীচে বা উপরে হয়, তবে প্রতি লিপিচিয় V v„ প্রবাসী ;

es l & .凯# . }. i i अज़ अबबल्ले পদে লেখা বfধা পাবে এবং যত সীমান্ত ভাবেই হোক না কেন লেখার অগ্রগতি ক্ষুণ্ণ হবে। তৃতীয়তঃ, আদর্শলিপির অক্ষরগুলি এমন তবে গঠিত হবে যে, প্রত্যেক অক্ষয়ের tङ्गवब{श्रृंद्रौ यांश्ल তেলুগু ইংরেজী ఏ98S সহজে ও বিনা জটিলতায় যুক্ত হ’তে পারবে, অর্থাৎ লেখার ক্রমের অবাধ গতি থাকবে অথচ পাঠে কোন বিঘ্ন হবে না । এ গুণ না থাকলে লেখনী দ্রুত অগ্রসর হতে পারে না এবং এক অক্ষর থেকে অন্ত অক্ষরে সহজে যাওয়া যায় না। চতুর্থ কথা, আদর্শলিপিতে এক-একটি অক্ষর লিখতে লেখনী বার-বীর উঠাতে হবে না, অথবা একএকটি ধ্বনিসমষ্টি বা wordএর মাঝখানে লেখনী তুলিবার প্রয়োজন হবে না। লেখনী বীর-বার উঠান দরকার হয়ে পড়লে অলক্ষ্যে হাতের বৃথা পরিশ্রম বাড়ে, কেননা, যতবার আমাদের লেখনী উঠাবার প্রয়োজন হয় ততবারই হাতের কিছু কিছু ক'রে পরিশ্রম হয় এবং লেখনী বাধা পায়। প্রথমে ব্যাপারটি সামান্ত মনে হ’তে পারে, কিন্তু লেখার সময়ে মনোযোগ করলে এ-কথার যথার্থ সহজে উপলব্ধি করা যায়। শেষ কথা, প্রত্যেকটি অক্ষর অল্প পরিসরে স্পষ্ট হওয়া প্রয়োজন । মুদ্রসং-ব্যবসীং জানেন যে সকল ভাষার অক্ষর সমান ছোট মাপের হয় না ; কোন কোন লিপির অক্ষর খুব ছোট মাপের ব্যবহার করা যায়, কিন্তু অন্তগুলির অক্ষর অত ছোট মাপের ব্যবহার করা চলে না, কেননা, অক্ষরগুলি স্পষ্ট হয় ন এবং পাঠে অসুবিধা হয়। এই সকল গুণ বে-লিপিতে পাওয়া যাবে তাঁকে আদর্শলিপি বলা যেতে পারে। এখন আদর্শলিপির লক্ষণানুসারে দেবনাগরী ও তদুসস্থত লিপিগুলির বিচার সাধারণ ভাবে করা যাক এই প্রবন্ধের লিপি-চিত্রখনিতে দেবনাগরীসভূত কয়েকীি লিপিমালার গঠন তুলনার জন্ত দেওয়া গেল এবং এ-থেকেই বক্তব্য বিষয়ের দৃষ্টান্ত সহজেই পাওয়া যাবে; অষ্টান্ত দৃষ্টান্ত আমরা বাংলা লিপি থেকেই গ্রহণ করিব । প্রথমতঃ অসংযুক্ত অক্ষর—দেবনাগরী ও তার বংশজ লিপিগুলির অসংযুক্ত অক্ষরগুলিকে জটিলতাহীন একেবারেই বলা যেতে পারে মা ; অনেক স্থলেই সরল ও বক্ররেখার প্রাচুর্ঘ্যে এবং আবৰ্ত্তন-বিবর্তনে অক্ষরগুলি জটিল হয়ৈ পড়েছে এবং তার জন্তে সহজপাঠ্য না হয়ে এদের বর্ণপরিচয়চেষ্টাও সময়সাপেক্ষ হয়ে পড়েছে। মনে হয়, দেবনাগরী থেকে লিপিগুণালী যত দূরে গিয়েছে অক্ষরগুলি শেষরেখা পরের অক্ষরের প্রথম রেখাপাতের সঙ্গে ক্রমশঃ তত বেশী জটিল হয়ে উঠেছে, যেমন, উড়িয়ঃ