পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষ শিক্ষণগে বিশ্ব-প্রদর্শনী ফোড় মোটর কোম্পানীর প্রদর্শন-গৃহ । ২ ৩,০০,০০০ খানা অগ্রিম প্ৰবেশ-পত্র বিক্রয় হইয়াছিল ; এ-বৎসর অগ্রিম বিক্রয় হইয়াছিল ৪০,০০,০০০ খান । থত গ্রীষ্মকালে অধিবেশন আরম্ভ হয় : আমেরিকাবাসী দর্শকের দল গ্রীষ্মাবকাশে অস্ত্যত্র ভ্রমণ করিতে না গিয়া গৃহবাসী হইয়াছিলেন । এই কারণেই বর্তমান বৎসরে এত জনসমাগম হইয়াছে । এ-বৎসরের অধিবেশন গত বৎসরের অনুবৃত্তি মাত্র । সেইজন্ত এখানে গত বৎসরের প্রদর্শনীর কিঞ্চিৎ পরিচয় দেওয়া নিতান্ত অপ্রাসঙ্গিক হইবে না । ১৯৩৩ সালের অধিবেশন ১৭০ দিন স্থায়ী হইয়াছিল। তজন্ত কর্তৃপক্ষের ৪৭,৮৩,৮৩৯ ডলার ব্যয় হইয়াছে। স্থানীয় সরকার ও অষ্ঠাঠ প্রতিষ্ঠান প্রদর্শনীকে সাফল্যমণ্ডিত করিবার জন্ত যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন । র্তাহীদের 8sー)● ইহার-নিম্মাণকল্লে ২ • • • • • • ডলার ব্যয়িত হইয়াছে সম্মিলিত ব্যয়ের সমষ্টি ১,০০,০০,০০০ ডলার। গত বৎসরে প্রদর্শনীতে ২২,৫৬৫,৮৫৯ জন লোকের সমাগম হইয়ছিল। আমেরিকার কোনও প্রদর্শনীত পূৰ্ব্বে কখনও এত লোকের সমাগম হয় নাই । প্রবেশ-পত্র কিনিতে দর্শকগণের যাহা ব্যয় হইয়াছে তাহীর সমষ্টিগত পরিমাণ হইবে ৩,৭২,৭০,০০০ ডলার। প্রত্যেক প্রবেশ-পত্রের মূল্য ছিল প্রায় সওয়া-এক ডলার ( ১ ডলার ১৭ সেণ্ট ) । চুক্তিপত্রে সই করিয়া পরিচালকমণ্ডলী প্রতিঃনর উন্নতিকল্পে যে ঋণ গ্রহণ করিয়াছিলেন তাহার পরিমাণ ১,০০,০০,০০০ ডলার । ১৯৩৩ সালের নভেম্বর তারিখে তাহার ঋণের অৰ্দ্ধেক পরিশোধ করিয়াছেন । অন্তান্ত ঋণ প্রভৃতি পরিশোধ করিবার পরও ১৩ই