পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষ শিকাগে। বিশ্র-প্রদর্শনী গ্যাস ও পরিার সাহাধ্যে এক অভিনব গ্যাস • থাম্মেমিটার রচিত হষ্টয়াছে। শব্দ, আলোক ও বিদ্যুতের পরীকৃষ্ঠাও এই সৌধে প্রদর্শিত হইয়াছে । তৎপরে এক পার্শ্বে শত বৎসরের মধ্যে রসায়নশাস্ত্র, চিকিৎসাবিদ্যা ও ভূবিদ্যার কিন্ধপ উন্নতি কষ্টয়াড়ে তাহ{ও প্রদর্শিত হইয়ছে । বিজ্ঞান-সৌধের অতি সন্নিকটে ‘সমাজ-বিজ্ঞান-সোপ ( lTall of Social Sciences &foatsá হিন্দু পুরাণ হইতে নানা দেব-দেবীর সৃষ্টি খচিত হইয়। ছ। তাহরণ গলো, অন্ধকার, ঝটিকা ও সপ্পির অধিষ্ঠাত্রী দেবতা । লিয়ে সি লাণ্ডার নামক সুবিখ্যাত ভাস্কর এই শে}ভন কার্য সম্পন্ন করিয়াছেন । প্ৰাচীন সভ্যতার প্রথম নিদর্শন সপসী দেশের ম্যাগনন-গুহার চিত্র দেওয়ালে অঙ্কিত রহিয়াছে । আমেরিকার ইণ্ডিয়ানগণের তিন যুগের কৃষ্টির পরিচায়ক স্তুপাকৃতি গুহ, বৃহৎ বানর ও আদিম মানবের মাথার খুলি ও অন্তান্ত নানাবিধ “তত্ত্বের কাহিনী এই আটালিকায় প্রদর্শিত হইয়ছে । “সাধারণ প্রদর্শনী-গৃহে” সালে স্থাপিত জাৰ্ম্মানীর যোহানেস গুটেনবুর্গের প্রথম ছাপাখানা প্রদর্শিত হইয়াছে । তৎকালোচিত হাও মেশিন এবং গুটেনবুর্গ টাইপও সাধারণের দৃষ্টি আকর্ষণ করে। গুটেনবুর্গ প্ৰকাশিত প্রথম বাইবেলের প্রথম পৃষ্ঠাও প্রদর্শনীর সম্পদ আনক বৃদ্ধি করিয়াছে। অঙ্গ একটি গৃহে নানাবিধ মূল্যবান ও অধুনা-স্থপ্রাপ্য মণি-মুক্তার সমারোহ বসিয়াছে। মেক্সিকোর সম্রাট মাক্সিমিলিয়ানের একটি প্রকাও নীল হীরকখও, দক্ষিণ S 8ථ!) প্রদর্শনীসংলগ্ন উদান-বাটিকা—বিভিন্ন লতা ও বৃক্ষের সমারাহ আফ্রিকার বহু মণি-মুক্ত ও হীরকখণ্ড, হীরক প্রস্থ কীঙ্গালির ত্ৰিশ টন ওজনের নীল মৃত্তিক প্রভৃতি এখা ন প্রদর্শিত হইয়াছে । অল্প এক কক্ষে চারি শত মহিলার মূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে । এতদ্বারা অতীত কাল হইতে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন দেশের বিভিন্ন জাতির নারীগণের পোষাকপরিচ্ছদের পরিচয় পাওয়া বায় । শিকাগো-বিশ্ববিদ্যালয়ের শ্ৰীযুক্ত মিনা. এম. স্কিমট ইহার পরিচালন-ভার গ্রহণ করিয়াছেন। ভারতের পদ্মিনী, মীরা বাঈ, মুমতাজ, বাসীর রাণী এবং তরু দত্তের মূৰ্ত্তি এই কক্ষে স্থান পাইয়াছে।