পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পোষ বাণীবন বালিক-বিদ্যালয় \రిషాNE ণের অঙ্কিত চিত্র ; দ্বিতীয় ইউরোপীয় চিত্রাবলী । নিম্নে কয়েকটি বিশিষ্ট চিত্রের সংক্ষিপ্ত পরিচয় বিবৃত হইল – ( ১ ) হুইস্টলারের 'মাদার’—ইহা ১,০০০,০০০ ডলারে বীমা করা হইয়াছে । ( ২ ) ‘হোয়াইট গলি?—অনেকে বলেন ইহা প্রথমটির অপেক্ষ ভাল হইয়াছে । ( ৩ ) এলগ্রোক্কোর—“ভার্জিন । ইহা বিখ্যাত স্পেনীয় শিল্পীর পরিকল্পিত | ( 8 ) এতদ্ব্যতীত সোভিয়েট গভর্ণমেণ্টের নিকট হইতে নিম্নলিখিত পাঁচটি চিত্র ক্রয় করা হয় । তাহাও এখানে প্রদর্শিত হইয়াছে — রেন্থ,"ণ্টের ‘জোশেফ এণ্ড পটিফারুস ওয়াইফ, টারবর্কের মিউজিক লেসন, ওয়াটিউ-এর ‘লে মেজেটিন, ফল্গগের 'লে কাফে দা নুইট', সেজেনের ম্যাডাম সেজেন ইন দি কনজারtভটরী ।” ( ৫ ) জুলেস বেটনের ‘দি সঙ অব দি লার্ক অতি সুন্দর হইয়াছে | (৬) ফ্রা এঞ্জেলিকোর ‘গ্রেবিয়েল’ ও ‘ভার্জিন’ও এখানে প্রদর্শিত হইয়াছে । প্রোচ্যকলারও বহু নিদর্শন এথানে আছে । তন্মধ্যে প্রথম খ্ৰীষ্টাব্দের রচিত গান্ধার-শিল্পের নিদর্শন-স্বরূপ এক খণ্ড প্রস্তর বিশেষ উল্লেখযোগ্য । ক্যাম্বোডিয়া এবং পারস্তের শিল্প-প্রতিভার নিদর্শনও এখানে আছে } এতদ্ব্যতীত আমোদ-প্রমোদের বহুবিধ ব্যবস্থা হইয়াছিল । নৃত্য-গীতাদির সমারোহ প্রত্যেক রাস্তায় দৃষ্ট হইয়া থাকে। বিভিন্ন দেশের অনুকরণে পরিকল্পিত যে ক্ষুদ্র গ্রামের প্রতিষ্ঠা এখানে হইয়াছে সেখানেও সেই-সেই দেশের প্রচলিত মৃত্যগীতাদিরও আয়োজন হইয়াছিল । ইহা ছাড়া শিশুদর্শকগণের মনোহরণের জন্ত শিশুসুলভ নৃত্যগীত এবং আমোদ-প্রমেীদেরও অনুষ্ঠান যথোচিতরূপে সম্পন্ন হইয়াছিল । এক কথায়, পদৰ্শনীকে সৰ্ব্বাঙ্গসুন্দর ও সাফল্যমণ্ডিত করিবার জন্য কর্তৃপক্ষ পৃথিবীর সর্বদেশের বিশেষ ও কৌতুহলোদ্দীপক দৃশ, সাজসজ্জা, নৃত্য-গীত ও বস্বনিচয়ের একত্র সমাবেশ করিয়াছিলেন । বাণীবন বালিকা-বিদ্যালয় ঞ্জীচিত্তরঞ্জন চক্রবর্তী, বি-এ, বি-টি গত কয়েক বৎসর যাবৎ বাংলা দেশে স্ত্রীশিক্ষার সঙ্গ যথেষ্ট প্রচেষ্টা চলিতেছে । সহ-শিক্ষার প্রবর্তনের দ্বারা ইহা আরও প্রসারলাভ করিয়াছে । কিন্তু এ-সমস্ত উদ্যোগই শহরবাসীদের চেষ্টায় ও তাঁহাদের জন্ত । গ্রামের দরিদ্র বালিকাদের জন্য এ-পর্য্যস্ত খুব কম আয়োজনই হইয়াছে। অথচ আমাদের দেশের বেশীর ভাগ লোকই গ্রামবাসী ও দরিদ্র । গ্রামে স্ত্রীশিক্ষা প্রচারের জন্ত যে-সমস্ত প্রতিষ্ঠান আজকাল কাজ করিতেছে তাহদের অধিকাংশই শহরে সংঘটিত ও গুক্তিপত্তিশালী ব্যক্তিগণের সাহায্যে উহাদের কার্য সাধারণে সুপরিচিত। আজ একটি বালিক-বিদ্যালয়ের বিবরণ আপনাদের নিকট ( అ == 'b উপস্থিত করিতেছি যাহা একটি নগণ্য গ্রামের অধিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হইয়াও গত চল্লিশ বৎসর যাবৎ বাংলা দেশে স্ত্রীশিক্ষ-পচু":ং যথেষ্ট সাহায্য করিতেছে । বাণীবন হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া মহকুমার একটি ক্ষুদ্র গ্রাম। উহা বেঙ্গল নাগপুর রেলওয়ের উলুবেড়িয়া ষ্টেশন হইতে এক মাইল উত্ত-র অবস্থিত । উলুবেড়িয়া কলিকাতা হইতে বিশ মাইল মাত্র দূরে। বাণীবন গ্রামটি ঐ বালিকা-বিদ্যালয়ের জন্তই প্রসিদ্ধি লাভ করিয়াছে। প্রায় চল্লিশ বৎসর পূৰ্ব্বে কয়েক জন ব্রাহ্ম কার্য উপলক্ষে এই গ্রামে আসিয়া বাস করিতে আরম্ভ করেন । তাহারা তাহীদের পুত্ৰকস্তাদের জন্ত নিজেদের