পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిసెస్రి, .oeist:uo; ఏ98St দ্বারাই সৰ্ব্বত্র প্রচারিত হইয় আসিতেছে । তাহারা সুশিক্ষা ও বাণীবন বালিক-বিদ্যালয়-উীতের ঘর যাওয়া হয় । ঘেরা-পুষ্করিণীর মধ্যে বালিকাগণ সাতার শিক্ষণ করে। তাহারা ইচ্ছানুযায়ী সঙ্গীত ও নানা-প্রকার বাদ্যযন্ত্র শিক্ষা করিতে পারে । লিথিবীর ও বলিবার শক্তি বিকাশের জন্ত ছাত্রীদিগের স্বারা পরিচালিত একটি জ্ঞানদায়িনী সভা’ আছে এবং একটি স্বন্দর হস্তলিখিত মাসিক পত্রিকা আছে। ইহা ছাড়া,চ * নৈতিক জীবনের উন্নতির জন্ত একটি নীতিবিদ্যালয় আছে। এই বিদ্যালয়ের মুখ্যাতি “ছাত্রীনিবাসের ছাত্রীদের চরিত্র গুণে সৰ্ব্বত্রই সমাদর লাভ করিতেছে অনেকেই উচ্চশিক্ষণ লাভ করিয়া শিক্ষয়িত্রীর ও নানা প্রকার সমাজসেবার কাজে ব্যাপৃত আছে। প্রেসিদ্ধ নৃত্যকুশলা অমলা নন্দী ও অনুপমা রায় এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী । গত বৎসর এই বিদ্যালয়ের একটি ছাত্রী মধ্যইংরেজী বৃত্তি পরীক্ষায় বদ্ধমানবিভাগে প্রথম স্থান অধিকার করিয়াছে । এই বিদ্যালয়ে অবনত শ্রেণী, বিশেষতঃ নমঃশূদ্র জাতি, বিশেষ সহানুভূতি ও সাহায্য পাইয়। আসিতেছে । কয়েক বৎসর পূৰ্ব্বে একটি নমশুদ্র বিবাহিত বালিকা ৷ বৃত্তি-পরীক্ষায় বদ্ধমান ও প্রেসিডেন্সী উভয় বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করিয়া মধ্যইংরেজী বৃত্তি পাইয়াছে । আরও দুইটি নমঃশূদ্র বিবাহিত বালিকা মধ্য-বাংলা বুত্তি পাইয়াছে । এক হিসাবে দেখিতে গেলে এই বিদ্যালয়টি বাংলা দেশে একক । কারণ একমাত্র এই মধ্য-ইংরেজী বালিকা-বিদ্যালয়েরই সংলগ্ন ছাত্রীনিবাস আছে, অন্তর কোথাও তাঁহা নাই । এই সব নানা কারণেই এক জন ডিষ্ট্রক্ট ইন্সপেক্টর ইহাকে ‘ইউনীক ইন্সটিটিউশ্যন” ( unique institution) বলিয়া উল্লেখ করিয়াছেন । বহু কমিশনার, ম্যাজিষ্ট্রেট, স্কুল-ইন্সপেক্টর ও ইন্সপেক্টেস এবং ডিষ্ট্রক্ট বোর্ডের সভাপতি অকুষ্ঠিত চিত্তে এই বিদ্যালয়ের উচ্চ প্রশংসা করিয়াছেন এবং যথাসাধ্য সাহায্যও করিয়াছেন । এই বিদ্যালয়ের একটি নিজস্ব দ্বিতল সুন্দর অট্টালিক |