পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8оо প্রবাসী; ఎ98ు বাংলা দেওয়া হয় নাই ; দুই জায়গায় মডার্ণ রিভিউয়ের প্রসঙ্গকে নির্দেশ করা হইয়tছ, কিন্তু কোন বৎসরের কোন সংখ্যা তাহা কিছু বলা হয় নাই । আশা করি পরবত্তী সংস্করণে লেখক এই সকল বিষয়ে অবহিত হইবেন । শাস্তি-সোপান বা পান্থ প্রদীপ—অনুবাদক ও প্রকাশক পান বাহাদুর মৌলবী চৌধুর কাজেমুদ্দীন আহমদ সিদিক, জমিদার, বলিয়াদী (ঢাকা ) । প্রাপ্তিস্থান-প্রকাশক, ঢাকা, অথবা ইসলামিয় লাইব্রেরী, পাটুয়াটুলী, ঢাকা । মূলা ২। ও । শাস্তি-সোপান, হজরত এমাম গাজীলা প্রণীত মেদ হাজাল আবেদিন ও ছোরাঞ্জেtছ ছালেকিন নামক গ্রন্থের অনুবাদ । পুস্তকের উদেষ্ঠ তরুণ ইসলাম সমাজকে প্রকৃত ধৰ্ম্মশিক্ষা দান কবিয় তাহাকে তথাকথিত নেতা ও ছদ্মবেশী মৌলানদিগের নিকট হইতে আত্মরক্ষা করিতে শিখান । পুস্তকপানি সঞ্চৈব আক্ষরিক অনুবাদ নহৈ, ইহার আলোচনী সরস করিবার চেষ্টাও হইয়াছে । ধৰ্ম্ম, প্রায়শ্চিত্ত, সাধনভজনের সংসারাদি বিপ্ন, অন্ন-চিন্তাদি প্রতিবন্ধক, সাধন-ভজনের নিমিত্ত কারণ, অকপটতা, ভগবানের স্তব-আরাধনা প্রভৃতি বিষয় লইয়া আলোচনী পাঠক ইহাতে পাইবেন । ইহার উপদেশাবলী ধৰ্ম্মজীবনের পক্ষে সহায়তা করিবে ; গ্রন্থের ভিত্ত্বি সংযমের উপর কিরূপ প্রতিষ্ঠিত তাহ দুইটি উপদেশ হইতে বুঝ। যাইবে । (১) “অনাক্সায় সুন্দর যুবতী রমণীর প্রতি দৃষ্টি নিক্ষেপ কর। শয়তানের বিষ-নিষেবিত একটি তস্ব শরবিশেষ !” (২) “সৰ্ব্ব কাজ ও সূৰ্ব্বপ্রকার সঞ্চবিষয়ে তুমি তোমার নিজের জন্য যাহা পছন্দ কর ও ভালবাস, অন্তের জন্যও তাঁহাই পছনা করিও, ও ভালবাসিও, এবং নিজের পক্ষে যাহা বাঞ্ছনীয় মনে কর না, বা পছন্দ কল্প না, অষ্ঠের পক্ষেও তাঁহা বাঞ্ছনীয় মনে করিও না বা পছন্দ করিও না ।” যে-সমাজের হিতসাধনের জন্য পান-বাহাদুর বৃদ্ধ বয়সেও “অক্লান্তভাবে মোট চারি শত পঞ্চান্ন ঘণ্টা” পরিশ্রম করিয়৷ এই পুস্তক অনুবাদ করিয়াছেন, ইহা পীঠে সেই সমাজের উন্নতি অবধারিত । পুস্তকের ভাষা প্রাঞ্চল ও অনার, এবং ইহাতে বাবহৃত আরবী পারসী শব্যের অর্থ পরিশিষ্ট্রে দেওয়া হইয়াছে, হতরাং অন্য সমাজের ধৰ্ম্মশীল পাঠকদেরও বোধ-সৌকর্য্য হইবে । শ্রপ্রিয়রঞ্জন সেন আকাশ-পাতাল— শ্লথগেন্দ্রনাথ মিত্র | প্রকাশক শসলিলকুমার মিত্র, ১২ নরিকেল বাগান লেন, কলিকাতা । পৃষ্ঠাসংখ্যা ১৪ ; মুল্য w• । কৈশোরের প্রথম দিকে ছেলের রোমাঞ্চকর কাহিনী পড়িতে ভালবাসে। দুঃখের বিযয়, বাংলা ভাষায় এরূপ কাহিনীর সংখ্যা বিরল । গ্রন্থফর সেই অভাব দূর করিবার উদ্দেশ্বে গ্রন্থপনি লিপিয়াছেন। আকাশে, পাতালে, খনিগর্ভে ও সমুদ্রের তলদেশে প্রকৃতির সহিত যুদ্ধ করিতে গিয়া মানুষ যে রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করিতেছে তাঁহাই অবলম্বন করিয়া গ্রন্থকার এই কাহিনীচতুষ্টয় রচনা করিয়াছেন । বাংলা দেশের ছেলেদের পক্ষে চিত্তাকর্ষক করিবার জ্বল্প লেখক চারিটি বাঙালী ছেলেকে এই গল্পগুলির নায়করূপে কল্পনা করিয়াছেন। গ্রন্থকারের উদেষ্ঠ সাধু, কিন্তু দুর্ভাগ্যক্রমে বর্তমান গ্রন্থে তাহার উদ্দেষ্ঠ সফল হয় নাই। চেষ্টাঃশ্বও তাহার কাহিনীগুলি একান্ত অবাস্তব ও কষ্টকল্পিত হইয়াছে। ঐান্ত বিষয়বস্তুর উপর দেয দেওয়া চলে না । গ্রন্থকার ইংরেজী ভাষায় অনুরুপ গ্রন্থ পড়িয়া দেখিতে পারেন, সেখানে কেমন করিয়া অতি সহজে রোমাঞ্চকর ও বাস্তবের • প্রকাশক--শাদীনেশচন্দ্ৰ বৰ্ম্মণ, অtয্য মিলনসাধন করা হইয়াছে। তাহ ছাড়া গ্রন্থের ভাষা অসংযত ও গুরুচণ্ডালী দোষদুষ্ট । “উস্তুরীয়” ও “মগড়াল” একসঙ্গে চলে না। শিশু-পরিচর্য্যা—সুন্দরীমোহন দাস, এমৃ. বি. প্রণীত । পূঃ ৩২, মুল্য ;০ । প্রাপ্তিস্থান—৫৭, ১১এ রাজা দীনেশ্র স্ট্রট, কলিকাতা । যে বাংলা দেশে বাৎসরিক - ৩ লক্ষ শিশুর মধ্যে এক বৎসরের মধ্যেই শুধু "পেটের অমুখেষ্ঠ” অন্ততঃ পনরটি শিশু মায়ের কেলি শূন্ত করে, সে-দেশে শিশুপালনের যে বিষম ক্রটি আছে, তখ স্বতঃসিদ্ধবৎ মনে হয়, এবং এই শিশুমেধ দেখিয়া প্রবীণ চিকিৎসক শ্রদ্ধেয় ডাক্তার দাগ যে চঞ্চল হইবেন, তাঁহাতে বিচিত্ৰত কি ? তাহার মত শিশু ও প্রস্তুতি কল্যাণে একনিষ্টব্ৰতা অৰ্দ্ধ শতাব্দীর ভূয়োদশণের ফল যে-ভাবে উক্ত পুস্তিকায় সহজ ভাযায়, সুন্দর ভঙ্গীতে, বিভিন্ন “অধিকার" ( হেডিং-এ ) সজাইয় প্রকাশিত করিয়াছেন, তজ্ঞস্য বঙ্গাল মাত্রেই তাহার নিকট কৃতজ্ঞ। পুস্তকখানি ক্ষুদ্রকলেবর হইলেও অমূল্য। আশা করি, ঘরে ঘরে মায়ের এক পণ্ড রাখিয়। অনেক বিপদ বালাইয়ের হস্ত হইতে নিজ নিজ শিশুদিগকে রক্ষ করিতে পরিবেন। শ্রীরমেশচন্দ্র রায় নারীজীবন ও প্রস্থতি-পরিচর্য্যা—ডাক্তার অভয়প্রমাণ সরকার, এম-বি, ডি-পি-এইচ প্রণীত ৷ ৩২৫ পুণ্ঠ | প্রাপ্তিস্থান, দাসগুপ্ত কোম্পানী, ৫s৩ কলেজ ষ্ট্রীট। মুল্য ২২ । গ্রন্থকার ফরিদপুরের হেলথ অফিসার । আলোচিত বিষয় ৩২টি ; বিষয় বুঝাইবার জন্য স্থানে স্থানে কতিপয় চিত্র আছে । বিবাহ ও ‘দম্পতি জীবন সম্বন্ধে অনেক জ্ঞাতব্য বিষয় সন্নিবিষ্ট হইয়ttছ ; বাংলা দেশে বাল-বিধবার সংখ্য উল্লেখ করিয়া গ্রন্থকার দেথাইয়াছেন প্রায় ৭ লক্ষ বালিক। ১৯২১ সালে সমাজের গলগ্ৰহস্বরূপ ছিল । তন্মধ্যে ১ বৎসরের কম বয়স্কের সংখ্যা ছিল ২৮৩ । শ্ৰীসুন্দরীমোহন দাস বিংশ শতাব্দীর সেরা সাহিত্যিক—ঞ্জমনোরঞ্জনচক্ৰবৰ্ত্ত । পাবলিশিং কোং ২৬ নং কর্ণওয়ালিশ ষ্ট্রীট, কলিকাতা । মূল্য এক টাকা চারি আনা । যে-সকল লব্ধপ্রতিষ্ঠ বিশ্বসাহিত্যিক বিগত ১৯৩১ সাল পর্য্যস্তু বিশ্ববিখ্যাত 'নোবেল প্রাইজ’ লাভ করিয়াছেন তাহাদের জীবন-ফথ ও সাহিতাস্মৃষ্টির সংক্ষিগু বিবরণ এই পুস্তিকায় প্রদত্ত হইয়াছে। বিশ্বের বিশাল সাহিতা-ভাণ্ডার বাঙালীর নিকট এখনও একরূপ অম্লযুক্ত রহিয়াছে। আশা করা যায়, এই জাতীয় আলোচনী-গ্ৰন্থ ক্রমে বাঙালীর চিত্তে বিশ্বের শ্রেষ্ঠতম সাহিত্যিক নিদর্শনের সহিত পরিচয় লাভ করিবার আকাঙক্ষ জাগাইয়া তুলিবে । স্থানে স্থানে ভাষার জড়তা ও বর্ণাশুদ্ধি এই পুস্তিকাকে কথঞ্চিত কলঙ্কিত করিয়াছে সতা, তবে ইহার মধ্যে নানা জ্ঞাতব্য বিষয়ের সমাবেশ হওয়ায় আমর ইহার স্বস্থল প্রচার কামনা করি এবং আশা করি, ভবিষ্যৎ সংস্করণে ইহ সম্পূর্ণ কলঙ্কমুক্ত হইবে । প্রাচীন ভারতীয় বৌদ্ধ বিদ্যাপীঠ—অধ্যাপক প্রযুক্ত বেণীমাধব বড় স্থা, এমৃ-এ, ডি-লিট লিখিত ভূমিকাসহ। স্ত্রধরচত্র বড় স্থা প্রণীত। প্রকাশক-গ্রীমৎ ভিক্ষু উত্তম, মহাবোধি সোসাইটি, ৪, ১ নং কলেজ স্কোয়ার, কলিকাতা ।