পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ම්දා. প্রবাসী >Nご8> লাভ করেন । উক্ত বিদ্যালয়ের বায়াম-শিক্ষক স্ত্রীযুক্ত শিশিরকুমার চক্রবর্তী ও তাহার হযোগ্য ছাত্র প্রমান জ্যোতিষ খাস্তগীরের জাপানী যুযুৎসুও বিশেষ উল্লেখযোগ্য । কিন্তু সৰ্ব্বাপেক্ষ উপভোগ হইয়াছিল বালিকাদের মৃতা ; ছোটদের নমস্কার ‘হে স্বাধ্যমাম' এবং কিশোরীদের বর্ষামঙ্গল' নৃতাটি সকলের ভাল লাগিয়াছিল। খ্ৰীমতী অন্নপূর্ণ সান্ন্যালের ‘স্বপ্নভঙ্গ’ মৃত্যটি সকলের মনে সৰ্ব্বাপেক্ষ বিস্ময় উৎপাদন করে । পরে পুরস্কার বিতরণ ও শ্রদ্ধেয় যতীশরঞ্জন দাসেরপ্রতিকৃতি প্রভৃতি উন্মোচন করা হয় ; অর্থনৈতিক প্রসঙ্গ জয়েণ্ট-পালামেন্টরী রিপোর্ট ও ইঙ্গ-ভারত বাণিজ্য সম্পর্ক— ভারতবর্ষকে পূর্ণ স্বায়ত্ত শাসন দেওয়া হইলে আশঙ্ক আছে যে, (ক) ভারতে ব্রিটনীয় বাণিজ্য-স্বার্থের বিরোধিতার এবং (খ) ইংলণ্ড হইতে ভারতে আমদানী সম্পর্কে আইনগত ও শাসনগত বৈষম্যের স্বষ্টি হইতে পারে। সুতরাং জায়ণ্ট-পালামেণ্টরী কমিটি ভারতে ংলণ্ডীয় বাণিজ্য-স্বার্থ রক্ষার জন্ত কতিপয় সুপারিশ করিয়াছেন— (১) যুক্তরাজ্য ( ইংলগু, ওয়েলস, স্কটল্যাও ও উত্তর আয়ল্যাণ্ড ) হইতে ভারতে যে সকল পণ্যদ্রবা আমদানী হইবে তাহায় বিরুদ্ধে আইনগত কিংবা শাসনগত বিধান নিরোধ করিবার ক্ষমত। গবর্ণর-জেনারেলের থাকিবে । ভারতীয় কোন আইন পরিষদ কিংবা কোন সরকারের অধিকার খৰ্ব্ব করিবার জন্ত এই বিশেষ ক্ষমতা দানের প্রস্তাব নাই । যদি এমন অবস্থা দাড়ায় যে, কোন আইনের উদ্দেশ্য ভারতের স্বাৰ্থ বৃদ্ধি বা রক্ষা নহে, যুক্তরাজের স্বার্থহানি, বেই এই বিশেষ ক্ষমতার প্রয়োগ করা হইবে । (২) যুক্তরাঞ্জোর অধিবাসী কোন "ব্রিটিশ প্রঞ্জার ভারতবর্ষে প্রবেশ কৰিবার অধিকার খৰ্ব্ব করিয়া কোন আইন পাটিবে না , তবে কোন অবাঞ্ছনীয় ব্যক্তিকে বহিষ্কার করিবার অধিকার ভারতীয় কর্তৃপক্ষের থাকিৰে । (৩) বাসস্থল, স্বদেশ, বাসকাল, ভাষা, জাতি, ধৰ্ম্ম বা জন্মভূমি ইত্যাদির উপর ভিত্তি করিয়া কোন সত্ত্ব বা নিষেধমূলক কোন আইন যুক্তরাজাবাসী কোন ব্রিটিশ প্রজার উপর ট্যাক্স, ভ্রমণ, বাস, বিত্তরক্ষা, চাকুরী, ব্যৰস বা বৃত্তি সম্পর্কে প্রযোজ্য হইবে না। (৪) যুক্তরাজ্যে যে সকল যৌথমণ্ডলী গঠিত হইয়াছে বা হইবে, সেগুলি ভারতে যদি ব্যবসা কাৰ্য্য রত হয় তবে ডাইরেক্টর, অংশীদার, এজেণ্ট ও কৰ্ম্মচারীদের বাসস্থল, ভাষা, জাতি, ধৰ্ম্ম, জন্মস্থান কিংবা মণ্ডলীয় গঠনস্থান সম্পর্কে ভারতীয় আইন মান্ত করা হইয়াঢ়ে বলিয়া গণ্য হুইবে । (৫) ভারতে যে সকল যৌথমগুলী গঠিত হইয়াছে বা হইবে, যুক্তরাজ্যবাসী ব্রিটিশ-প্রজা যদি তাহাদের ডাইরেক্টর, অংশীদার, এজেন্ট বা কৰ্ম্মচারী হয় তবে ঐ সকল সম্পর্কে ভারতীয় আইলে নিদিষ্ট সৰ্বগুলি পূরণ করা হইয়াছে ধরিতে হইবে। - দি নিউ ইণ্ডিয়া এসিওরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১শে মার্চ ১৯৩৪ এই কোম্পানীর পঞ্চদশ বৎসর পূর্ণ হইল। এই বৎসরের জন্ত বিবরণী প্রকাশিত হইয়াছে । “অগ্নি”-শাখায় আলোচা বর্ষে নিট প্রিমিয়ামের পরিমাণ মোট ৩৪,৭৯,৪১ My- আনা, পূৰ্ব্ব বৎসর অপেক্ষ ৯,৫৯,৭৫৮ ys পাই কম। ব্যয়ভার পূর্ব বৎসরের প্রিমিয়াম আয়ের শতকরা ৪ ৯ ভাগ হইতে বাড়িয়! ৪৫, ১ ভাগ হইয়াছে। কিন্তু এই বিভাগের সর্বপ্রকার রিজার্ভ ফাণ্ড নিট প্রিমিয়ামের পূর্ব বৎসরের শতকরা ৭৯-৮ হইতে বাড়িয় ৯৮০ হইয়াছে। "সমুদ্র"-বিভাগে নিট প্রিমিয়াম পূৰ্ব্ব বৎসরের অপেক্ষ ১,৩৫,৩-৮/১১ পাই কমিয়া ১৯,৩৬,০২৬g৭ পাই দাড়াইয়াছ ! ব্যয়ভার প্রিমিয়াম-তায়ের ১৬.১ ভাগ হইতে বাড়িয়া ১৭.৭ ভাগে উঠিয়াছে। মোট তহবিল পূৰ্ব্ব বৎসর ছিল প্রিমিয়াম-আয়র শতবর ১১৩-৫ ভাগ, আলোচ্য বর্ষে ১২৮১ ভাগ । “দুর্ঘটনা"বিভাগে নিট প্রিমিয়াম পূর্ব বৎসর অপেক্ষ ৩,৪৪৭%y• বাড়িয়ী ,ে৪১,৯৪৯॥২ পাই দাড়াইয়াছে । বয় প্রিমিয়াম-আয়েয় শতকর ৩৭৮ হইতে ৪১৪ উঠিয়াছে। ইহার রিজার্ভ পূৰ্ব্ব বৎসরে ছিল প্রিমিয়াম-আয়ের শতকরা ৮৮২, এবার শতকরা ৯° ৩ । “জীবন’বিভাগে আলোচাৰযে ১,৪২,৯৯,৭c • টাকার পরিমাণে ৬,৬১৪ প্রস্তাব আসিয়াছে। পূৰ্ব্ব বৎসরের বকেয়া প্রস্তাব ও এ-বৎসরের প্রস্তাব হইতে মোট ৫,৩৯ • “পলিসি” হইয়াছে, টাকার পরিমাণ ১,১১,৬৬,৪•• মাত্র। এতদ্ব্যতীত ২,০০০ টাকার ছুটি এমুয়িটি বণ্ড ও ২,• •, • • • টাকার একটি "লাজহোল্ড রিডেম্পশন পলিসি” হুইয়াছে । S X,*** সংখ্যক সাধারণ পলিসি আলোচ্যবর্ষে বলবৎ, দাবির পরিমাণ ২,৮৪,২৫,৮৩৪ - মাত্র । কোম্পানীর সর্বপ্রকার মোট তহবিলের পরিমাণ ১,৬৫,৯৪,৯৫,৭৮৪ পাই মাত্র । আলোচ্যবর্ষের কার্য্যদ্বার তহবিলের পরিমাণ ৯,০৩,৯৬৪uv৯ পাই বাড়িয়া"ছ। ভারতীয় বীমা মণ্ডলীর মধ্যে নিউ ইণ্ডিয়া এসিওরেন্স কোম্পানী লিমিটেড অল্প সময়ের মধ্যেই বেশ উচ্চস্থান অধিকার করিয়াছে।