পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 fio ৯৫ প্রবামনী ; ఏన8S প্রযুক্ত কেদারনাথ বন্দ্যোপাধ্যায় প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের সাহিম শাখার সভাপতি, ২৬শে বঙ্গীয়-সাহিত্য-পরিষদ মন্দিরে আচর্যা প্রফুল্লচন্দ্র : রায় প্রদর্শনীর দ্বার উদঘাটন করিবেন । ইহার পর আর চারি দিন সম্মেলনের পূর্ণ অধিবেশন ও শখ সভার অধিবেশনগুলি কলিকাতার টাউন হলের দ্বিতলে হইবে । প্রতিনিধিদিগের অভ্যর্থনীর জন্ত কয়েকটি প্রীতিসন্মিলনীর ব্যবস্থা করা হইয়াছে । যাহারা ইহার ভার লইয়াছেন, অভ্যর্থনা সমিতি র্তাহীদের নিকট বিশেষ কৃতজ্ঞ। একটি প্রীতি-সন্মিলনীর ভরি লইয়াছেন কলিকাতার মেয়র ঐযুক্ত নলিনীরঞ্চন সরকার । আর একটির ভার লইয়াছেন ডক্টর শ্ৰীসত্যচরণ লাহা তাহার আগরপাড়াস্থিত বাগান-বাড়ি ও চিড়িয়াখানায় । তিনি সেখানে প্রতিনিধিদিগকে তাহার পোষা পার্থী সব দেখাইবেন এবং পক্ষিতত্ত্ব সম্বন্ধে কিছু বলিবেন । তৃতীয় সন্মিলনীটি হইবে ষ্টীমারে । কলিকাতার মিলনী ক্লাব ইহার ভার লইয়াছেন। চতুর্থ প্রীতি-সম্মিলনী বঙ্গীয় সাহিত্য-পরিষদ মন্দিরে পরিষদের উদ্যোগে ও কর্তৃত্বে হইবে। কেবল মহিলা প্রতিনিধিদের জন্ত ডাঃ স্তের নীলরতন সরকারের সহধৰ্ম্মিণী শ্রীযুক্ত লেডী:নিৰ্ম্মল: সরকার প্রীতি-সম্মিলনীর ঐযুক্ত শৈলবালা দেবী প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের মহিল!-বিভাগের সভানেত্রী । ভার গ্রহণ করিয়াছেন । তদ্ভিন্ন রবীন্দ্রনাথের “তপতী” নাটকের অভিনয়েরও ব্যবস্থা হইতেছে। এই দ্বাদশ অধিবেশনের উদ্বোধন করিবেন কবিসাৰ্ব্বভৌম রবীন্দ্রনাথ ১১ই পৌষ ২৭শে ডিসেম্বর। প্রবাসী বাঙালী সাহিত্যানুরাগীদিগের সহিত বঙ্গের মনীষীদিগের সাক্ষাৎ পরিচয় জন্ত এই সাধারণ উদ্বোধন এবং প্রত্যেক শাখার উদ্বোধনের বন্দোবস্ত হইয়াছে। এ পর্য্যন্ত এইরূপ স্থির হইয়াছে, যে, বিজ্ঞানশাখার উদ্বোধন করিবেন আচাৰ্য্য জগদীশচন্দ্র বসু ; মহিলা-বিভাগের উদ্বোধন করিকেন র্তাহার সহধৰ্ম্মিণী লেডী শ্ৰীমতী অবলা বসু ; সাহিত্যশাখার উদ্বোধক হইবেন ত্রযুক্ত প্রমথ চৌধুরী ; ইতিহাসশাখার প্রযুক্ত স্তর যদুনাথ সরকার ; শিক্ষাবিজ্ঞান-শাখার ঐযুক্ত স্তর দেবপ্রসাদ সৰ্ব্বাধিকারী ; , ধনবিজ্ঞান-শাখার :

    • ്.