পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৫২ শাথার উদ্বোধন, তাহার সভাপতির অভিভাষণ ও প্রবন্ধপীঠ। ডক্টর প্রযুক্ত সত্যচরণ লাহর উদ্যান ও পক্ষিনিবাসে প্রতিসন্মিলনী ও পক্ষিতত্ত্বের আলোচনা । মহিলা-সভার উদ্বোধন, তাহার সভানেত্রীর অভিভাষণ, প্রবন্ধপাঠ এবং স্ক্রযুক্ত দেবীপ্রসাদ রায় চৌধুর, প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের ললিতকলা ও শিল্প-শাখীর সভাপতি ঐযুক্ত লেডী নিৰ্ম্মলা সরকারের মহিলাদের জন্ত প্রতিসম্মিলনী । বিযঃ-নিৰ্ব্বাচন সমিতির অধিবেশন । ১৪ই পৌষ ৩০শে ডিসেম্বর শেষ দিবস ধনবিজ্ঞান-শাখার উদ্বোধন, তাহীর সভাপতির অভিভাষণ, ও প্রবন্ধ পাঠ । সঙ্গীত-শাখার উদ্বোধন, তাহীর সভাপতির অভিভাষণ ও প্রবন্ধপীঠ । মূলসভার অধিবেশনে প্রস্তাবাদির আলোচনা ও গ্রহণ, এবং ধন্তবাদ প্রদান । বঙ্গীয়-সাহিত্য-পরিষদ মন্দিরে প্রতিসম্মিলনী । “তপতী” অভিনয় । খ্ৰীযুক্ত শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে বিদায়-বাসর। বিদায়-ভোজ । 戏 دSOSDBS একই দিনে কতকটা একই সময়ে দুই শাখার অধিবেশন যে-যে স্থলে হইবে, তাহা টাউন হলের দ্বিতলের ভিন্ন ভিন্ন কক্ষে হইবে । বাংলা-সাহিত্যের ও বঙ্গীয় সংস্কৃতির অনুরাগী বাংলা দেশের ও বঙ্গের বহিরের বাঙালী সুধীবৃন্দকে এই সম্মেলনে যোগ দিবীর জঙ্গ অভ্যর্থনা-সমিতি সদর ও সুনয় আহবান করিতেছেন । অধ্যাপক দ্বিজদাস দত্ত কুমিল্লার অধ্যাপক দ্বিজদাস দত্ত ৮২ বৎসর বয়সে দেহত্যাগ করিয়াছেন । তিনি শেধ পর্য্যস্ত কৰ্ম্মিষ্ঠ ছিলেন । কলিকাতা-বিশ্ববিদ্যালয়ের এম্-এ পরীক্ষায় উত্তীর্ণ হইবার vদ্বিজদাস দত্ত পর তিনি কৃষিবিদ্যা শিখিবার জন্ত সরকারী বৃত্তি লইয়া ইংলণ্ডে যান। ফিরিয়া আসিয়া তিনি ডেপুটী কালেক্টর নিযুক্ত হন। পরে তিনি শিবপুর এঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপক হন। তিনি চাষীদের পরম হিলৈ- ছিলেন, .