পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Qや ఏSD8S ও অনেক দুঃখ সহিয়াছিলেন । তিনি অনেক গরিব লোকের পক্ষে বিনা পারিশ্রমিকে ব্যায়িষ্টরী করিতেন । জানকীনাথ বস্থ কটকের ভূতপূৰ্ব্ব গবন্মেণ্ট উকীল শ্ৰীযুক্ত জানকীনাথ বহু প্রায় ৭৫ বৎসর বয়সে দেহত্যাগ করিয়াছেন। মৃত্যুর সময় র্তাহার অন্ত সকল সন্তান নিকটে ছিলেন, কেবল শ্ৰীযুক্ত সুভাষচন্দ্র বসু ভিয়েনা হইতে এরোপ্লেনে আসিয়াও ঠিক সময়ে পৌছিতে পারেন নাই। বাল্যকালেই জানকীনাথের পিতৃবিয়োগ ঘটে। কিন্তু তিনি নিরুৎসাহ না হইয়া জ্ঞানলাভে ব্যপৃত থাকেন। কেশবচন্দ্র সেন মহাশয় তাহার শিক্ষার অনেক সীত্ব ফ্য করেন । বি-এ পাস করিবার পর জানকীনাথ জেনার্যাল এসেমূন্ত্ৰীজ, ইনষ্টিটিউশ্যনে ইতিহাসের অধ্যাপক নিযুক্ত হন। ইহা এক্ষণে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত । অতঃপর তিনি বি-এল পাস করিয়া কটকে ওকালতী আরম্ভ করেন। তাঁহাতে তাহীর খুব পসার ও প্রভূত অর্থাগম হয়। গবন্মেণ্ট তাহকে সরকারী উকিল নিযুক্ত করেন ও পরে রায় বাহাদুর উপাধি দেন । অসহযোগ-আন্দেলনের সময় তিনি ঐ উপাধি পরিত্যাগ করেন। তিনি কয়েক বৎসর হইতে হৃদরোগে ভুগিতেছিলেন । গত বৎসর যখন আমরা রামমোহন শতবার্ষিকী উপলক্ষ্যে কটক গিয়াছিলাম, তখন তিনি অসুস্থতা সত্ত্বেও সেই উৎসবে যোগদান করিয়াছিলেন । র্তাহার পুত্রেরা সকলেই কৃতী । তাহার মধ্যে রাজনৈতিক কশ্মিষ্ঠতার জন্ত শরৎ চন্দ্র ও সুভাষচন্দ্র সমধিক বিখ্যাত । রাখালচন্দ্র সেন আলিপুরের অতিরিক্ত দায়রা জজ ঐযুক্ত রাখালচন্দ্র সেনের অকালে নিউম'নিয়া রোগ মৃত্যু হইয়াছে । তিনি বিদ্বানু ও সাহিত :ং গ ছিলেন। কবি শ্ৰীমতী কামিনী রায়ের মৃত্যুর পর তিনি তাহার গ্রন্থাবলীর সুন্দর সমালোচনা করিয়াছিলেন । ত্রযুক্ত বিজয়চন্দ্র মজুমদারের নূতন বাংলা বছি “জীবনবাণী"র যে ইংরেজী সমালোচনা তিনি করিয়াছিলেন, তাহ তাহার গুণগ্রহিতা ও নানা বিদ্যায় পারদর্শিতার পরিচায়ক । হাউস অব কমন্সে রক্ষণশীলদের জয় এখন ইংলণ্ডে যে গবন্মেণ্ট চলিতেছে, তাহাকে ন্যাশঙ্গাল গবন্মেণ্ট অর্থাৎ সমগ্রজাতীয় গবন্মেণ্ট বলা হয়, কারণ তাহতে রক্ষণশীল, উদারনৈতিক ও শ্রমিক তিন দলেরই কিছু কিছু লোক আছে এই দাবি করা হইয়া থাকে। কিন্তু বস্তুতঃ ইহা রক্ষণশীল দলেরই গবন্মেণ্ট, ঐ দলের সভ্যই হাউস অব কমন্সে খুব বেশী । উদারনৈতিক দলের একঅtধ জন মন্ত্ৰীসভায় থাকিতে পারেন, কিন্তু তাহীদের খুব বড় এক জন রাজনীতিজ্ঞ মিঃ লয়েড জর্জ এই গবন্মেন্টের বিরোধী। প্রধান মন্ত্ৰী মিঃ রামজে ম:ক.ড়ঙ্গ; নামে শ্রমিকদলের, কিন্তু বাস্তবিক তিনি নিজের পদটি বজায় রাখিবর জন্য বহুরূপী । হাউস অব কমন্স ভারত-সচিব স্তর সামুয়েল হোর এই মৰ্ম্মের প্রস্তাব উত্থাপন করেন, যে, জয়েণ্ট পীলেমেণ্টারী কমিটির রিপোর্ট অনুমোদিত হউক এবং ভারত-শাসন আইনের তদনুযায়ী একটি পাণ্ডুলিপি পালেমেণ্টে পেশ করা হউক । শ্রমিকদলের সভ্যেরা ইহার বিরোধিতা করিয়া অনাস্থাস্থচক একটি প্রস্তাব উপস্থিত করেন। সবাই জনিত, আমরাও জানিতম, শ্রমিকদল পরাজিত হইবেন । র্তাহীদের প্রস্তাবের পক্ষে ৪৯ এবং বিরুদ্ধে ৪৯১ জন পালেমেণ্ট-সভ্য ভোট দেন। স্তর সামুয়েল হোরের মুল প্রস্তাব গৃহীত হয়। ইহার পক্ষে ৪১০ ও বিরুদ্ধে ১২৭ জন ভোট দেন । তিন দিন ধরিয়া এই যে সাড়ম্বর তর্কবিতর্কের অভিনয় হইল, এ-বিষয়ে আমাদের বিশেষ কোন কৌতুহল না-থাকায় রয়টার বক্তৃতাগুলির যে চুম্বক টেলিগ্রাফ-যোগে পাঠাইয়াছেন, আমরা তহ্য এ-পর্যন্ত পড়ি নাই। পারি ত অবসরমত পড়িব । হাউস্ অব লর্ডসের তর্কবতর্ক ভিনয়ের পরিসমাপ্তির খবর জদ্য ২৮শে অগ্রহায়ণ তারিখের প্রাতঃকালীন খবরের কাগজে পাওয়া যায় নাই । < *.