পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জুয়াঙ্গ যুবক (১) নিকট ভারতবাসী চিরকৃতজ্ঞ থাকিবে, তথাপি স্বীকার করিতে হইবে যে প্রকৃতপক্ষে ভারতের প্রাচীন জ্ঞানভাণ্ডারের উদ্ধার ও সম্যক অর্থবোধ ও ব্যাখ্যান এবং নুতন বা অনাহৃত তথ্যের আবিষ্কার বা আহরণ দেশীয় জুয়াঙ্গ যুবকের (২) পাশ্বভাগ বিদ্বন্মগুলীর দ্বারা যেরূপ সন্তোষজনক ভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা, বিদেশীয় পণ্ডিতদের নিকট হইতে সেরূপ প্রত্যাশ করা যায় না । যে নব্য বিদ্বৎগোষ্ঠী বাংলা দেশে সাহিত্য ইতিহাস বিজ্ঞান প্রভৃতির গবেষণার নূতন যুগ প্রবর্তন করিয়াছেন, র্তাহীদের দৃষ্টি আজ এই ‘পাণ্ডববর্জিত’ ছোটনাগপুরের দিকে আকৃষ্ট হওয়ায় স্থানীয় সাহিত্যসেবীদের মনে বিশেয অশি'র সঞ্চার হইয়াছে। তাই আশা করি, বিজ্ঞান, প্রত্নতত্ত্ব ও সাহিতা সম্বন্ধে গবেষণার কিরূপ উপকরণ ছোটনাগপুরে পাওয়া ধাইতে পারে—এই প্ৰসঙ্গ এই অভিভাষণের অনুপযোগী হইবে না । তবে ভাষার দারিদ্রোর জন্ত ও যথাযথ ব্যাখ্যানের শক্তির অভাবে আমার এই অভিভাষণ হয়ত শ্রোতাদের ক্লেশদায়ক হইয়া পড়িবে। ছোটনাগপুরের ভূতত্ত্ব সম্বন্ধে সরকারী ভূতত্ত্ব-বিভাগের অনুসন্ধানের ফলে জানা গিয়াছে যে, ছোটনাগপুর ভারতের মধ্যে একটি সৰ্ব্বপুরাতন প্রদেশ । যখন পৃথিবীর অধিকাংশ বর্তমান স্থলভাগ সমুদ্রগর্ভেনিহিত ছিল তখনই ছোটনাগপুরের ভূপঞ্জর গঠিত হইয়াছে। যে-যুগে পৃথিবীতে জীবনের উন্মেষ trato, coe "FR (Archaean o Azoic) gol জুয়াঙ্গ যুবক ( s ) জুয়াঙ্গ যুবকের ( ১ ) পার্শ্বভাগ Gneiss, Granite, Quartzite s Epidiorite 2 şfs প্রস্তরে ছোটনাগপুর, বিশেষতঃ রাচি ও হাজারিবাগ জেলা, পরিপূর্ণ। আর কেবল কোন কোন অংশে পুরাতন জীব-যুগের ( Lower Paleozoic ) ftgfgfg 8 গেণ্ডোয়ানা শ্রেণীর প্রস্তর বর্তমান । এই একটি প্রাচীনতম প্রদেশে ভূবিদ্যার আলোচনা ও গবেষণার প্রচুর উপাদান পাওয়া যাইতে পারে। আর এখানে লৌহ-আল-কয়লা-চুণ প্রভৃতির অনেক খনি থাকাতে খনিজ-বিদ্যা সম্বন্ধেও গবেষণার সুযোগ আছে । উদ্ভিদ-বিদ্যা ও প্রাণিবিদ্যা সম্বন্ধেও অরণ্যবহুল ছোটনাগপুরে অনুসন্ধান ও গবেষণার বিস্তীর্ণ ক্ষেত্ৰ বৰ্ত্তমান। তারপর প্রাগৈতিহাসিক গবেষণার জঙ্গ ছোটনাগপুরে যেরূপ প্রচুর উপকরণ আছে, উত্তর-ভারতে সিন্ধু-নদের উপত্যক ছাড়া সম্ভবতঃ আর কোথাও সেরূপ নাই । যে-প্রদেশের ভূস্তর-সংগঠন ( land formation ) ভারতের বা পৃথিবীর মধ্যে প্রাচীনতমের একটি সেই স্থান যুগযুগান্তর হইতে মানবের আবাস-ভূমি হইয়া আসিতেছে, এ তথ্য কেবল অনুমানসাপেক্ষ নয়। পুরাতন প্রস্তর-যুগ, মধ্য-প্রস্তরযুগ, নুতন প্রস্তর-যুগ, প্রস্তর ও তামের মিশ্রযুগ, তাম্র-যুগ ও পুরাতন লৌহ-যুগ—ইহার নিদর্শন ছোটনাগপুরের মালভূমিতে পর্যাপ্ত পরিমাণে বর্তমান। কেবল অনুসন্ধানকারীষ্ম কোদালীর অপেক্ষা করিতেছে। আপনার সকলেই জানেন যে আদিমানবের বিশেষ সুতরাং ভারতের