পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎంeు সংস্পর্শে ও সম্ভবতঃ আংশিক সংমিশ্রণে সভ্যতার সাতিশয় উৎকর্ষসাধন করিয়াছিল, মহেঞ্জোদাড়ে ও হারাগার ংসাবশেষ হইতে এরূপ অনুমান হয় । তারতের অfরও পূৰ্ব্বে অর্থাৎ গঙ্গা, যমুনা, তপ্তী, নৰ্ম্মদ প্রভৃতি নদীর । উপত্যকায় যে মেডিটারেনিয়ন জাতির দলের বসবাস করিয়াfছল তাহদের সংঘর্ষে অপেক্ষাকৃত অসভ্য বকর , মুণ্ডা-জাতিগুলি ( জুয়াঙ্গ, বিরহোড় প্রভৃতি ) পাহাড়-পৰ্ব্বতে আশ্রয় লইল ; কেবল মুণ্ড, শবর, সাওতাল প্রভৃতি কয়েকটি অপেক্ষাকৃত শক্তিমান মুণ্ডা-গোষ্ঠীয় ‘কোলজাতি শোণ, গঙ্গা, যমুনা প্রভৃতি নদনদীর উপত্যকীয় স্থানে স্থানে নিজেদের প্রভাব কোন রকমে বজায় রাখিতে সমর্থ হইল এবং কালে আশপাশের অযুর জাতিদের সঙ্গে তাহাদর কতক কতক সংমিশ্রণও হইল । মুণ্ডাগোষ্ঠীয় জাতির ভারতে আগমনের বহু কাল পরে এবং সম্ভবতঃ দ্রাবিড়-ভাতীয়দের আগমনের কিছু পরে ককেসীয় জাতির আরও একটি শাখা ভারতে আসিয়াছিল এরূপ অনুমান হয়। ইহারাই বাঙালী, গুজরাট, মহারাষ্ট্রয় ! প্রভৃতি জাতির-পূৰ্ব্বপুরুষ । পুরুষ-পরম্পরা আল্পস্ পৰ্ব্বতশ্রেণীর মালভূমিতে সুদীর্ঘকাল অবস্থিতি করায় ইহীদের গোলাক্কতি মস্তক এবং দৈহিক গঠনের আরও কয়েকটি বৈশিষ্ট্য জন্মে ; সেই জন্ত ইহার এবং ইহাদের জ্ঞাতিজাতির। আলপাইন জাতি নামে পরিচিত । সম্ভবতঃ উত্তর-ভারত অসুর ও মুণ্ডা-গোষ্ঠীর জাতিদের প্রাচুর্ভাব ও প্রাধান্ত দেখিয়া ভারতে আগত এই আলপাইন জাতির এক চিত্র-পরিচয় i ( উপর হইতে ) । ছোটনাগপুরের প্রাগৈতিহাসিক "অম্বর’-ধ্বংসাবশেষে প্রাপ্ত প্রস্তুর-নিৰ্ম্মিত বৃষ । ২ । ছোটনাগপুরে প্রাগু নব-প্রস্তর-যুগের কুঠার-ফলক । ( বাম হইতে দ্বিতীয়টি ‘স্কন্ধ-যুক্ত ) ৩ । ছোটনাগপুরে প্রাপ্ত তাম্র-অস্ত্র । ৪ । ছোটনাগপুরে প্রাপ্ত পুরাতন-প্রস্তয়-যুগের অস্ত্র । ৫ । ছোটনাগপুরের ‘অঙ্কুর’-ধ্বংসাবশেষে প্রাপ্ত দগ্ধ মৃত্তিকায় (terra cotia) MTTfff ! frFhgfð f...AR EITHF 1 |