পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8వది {{প্রবাসী; :ఏరి8S গেল। ওঁর মামলাটা এবার আমাদের এজলাসেই —র্তাবেদারি? কার ? ছেড়ে দিন দাদামশাই ? শাস্তির ব্যবস্থা আমরাই —টুলির । করছি। তন্ত্ৰী শুমা’ । মন্দ কি ?--কিরীটিকে নিলজই বলিতে কিরীটির সব গোলমাল হইয় গেছে। দুরূহ রহস্ত ! মুখ তুলিয়া বক্রীর দিকে চাহিতে যাইবে, সন্মুখে অশ্বিনী ! ভদ্রলোকটির পিঠে হাত দিয়া বলিতেছে—আর না প্রতুল-দা, একটু দয়ামায়াও কি নেই আপনাদের ?...চল রে কিরীটি, উপরে চল । ও ---প্রতুল ত অশ্বিনীর বড় গুলিকের নাম । চেয়ারের পিঠ ধরিয়া কিরীটি সম্মুখের দিকে খানিকটা ঝু কিয়৷ পড়িল ।...সমস্ত বাড়িখানির মধ্যে তখন হাস্য-বৃষ্টি মুরু হইয়। গিয়াছে। দরজার ফাঁকে ফাকে, থামগুলির আড়ালে আড়ালে, পাতকুয়ার ওপাশে যেন হাজারো সংযত কণ্ঠ একসঙ্গে হাসির ঐকতান জুড়িয়া দিয়াছে –হাঁ-হাঁ, হো-হে, হি-হি। টুলির ছোটভাইটি, কি বুঝিয়াছে সেই জানে, অথবা দেখাদেখি, ছোট মাথাটিকে প্রবল ভাবে দোলাইয়া দোলাইয়া হাসিতেছে থিস্কৃথি–থি–খুধি । বসুমতী আশ্রয় দাও মা ! কিরীটির মস্তকের মধ্যে ঝন ঝন করিতেছে, কর্ণাভাস্তর হইতে যেন অগ্নি বাহির হইয়া আসিতেছে। চোখেও যাহা দেখা যায়, সব বিকৃত, যেন দাদামহাশয়, প্রতুল, অশ্বিনী, চেয়ার, মোড় সব গলিয়৷ এক স্থানে পিওঁীভূত । কিরীটি পলায়নের উদ্দেশ্রে সুটকেস গুছাইতেছে। অশ্বিনী প্রবেশ করিল।—কিরীটি ? —কেন ? —কিরীটি, শুনছিল ? —বলই না ছাই ? —তোর কি শাস্তি হয়েছে জানিস ? উদাস কণ্ঠেই কিরীটি বলিল,—ছ-মাস ফাপি! —ঠক অমনটি নয়। যাবজ্জীবন তাবেদারি । হয়। কহিল,—সত্যি, না এবার আবার কোন নতুন চাল ? তাহ’লে কিন্তু... ওষ্টাধরে তর্জন রাখিয়া অশ্বিনী বলিল—চুপ ! পাশ্ববর্তী কক্ষ নির্দেশ করিয়া মৃদুস্বরে কহিল—শুনতে পাচ্ছিস ? তথায় ললিতার কণ্ঠ শুনা গেল,—সব ঠিক । টুলি বলিল—হু ! —কি বুঝলি যে হু" বললি ? --যা তোমাদের ঠিক । —কি ঠিক বল, দিকি ? —তুমিই বল দিকি ? —তবে না-জেনেশুনে উত্তর দিস কেন ?--বিয়ের সব ঠিক । - —কা’র বিয়ে, অশ্বিনীবাবুর ? বাজালো গলায় উত্তর হইল,—এমন এক চড় লাগাব তোকে ! —তবে সোজাসুজি বললেই ত হয়, বাৰু! —তোর বিয়ে, তেীর তোর, মা গো, মেয়ে যেন শোনবাত্র জন্তে নিসপিস করছে! —তাই না কি ? কিছু নেই দিদি, নইলে মিষ্টি মুখ করাতাম তোমায়, এমন খবরটা--- —ইয়ারকি নয়, সত্যি । —কার সঙ্গে ? —কিরীটিশ্বরের সঙ্গে । —ৰয়েই গেছে ওই জোচ্চোরটাকে বিয়ে করতে । —তা হ’লে মান ক’রে দিচ্ছি গে ? —বা রে! শেষটায় আমার ঘাড়ে দোষ চপাতে চাও? ফিক্‌ করিয়া টুলি হাসিয়া ফেলিল ।