পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাম খাইবার-সীমান্ডে এই দুর্গ নিৰ্ম্মিত হয় । রণজিৎ সিংহের সেনানী হরিসিং লালবীর নামে এক সময়ে সীমাস্তবাসী ভয়ে কম্পমান হ’ত, এখনও এ-দেশের পাঠানজননী দুরন্ত শিশুকে ঘুম-পাড়াবার সময় “হরিয়া”র নাম করে, এইরূপ প্রবাদ অাছে । জামরুদ থেকে খfইবার-গিরিপথের প্রোরম্ভ ; সেই জন্ত দুর্গের প্রয়োজনীয়ত্ব অনুমেয় । উপর একটি এথলিকর সহজেই এইখালে পথের প্রকাণ্ড ফন্টক জামরুণ-দুর্গ ও পথের ফটক আছে—সন্ধ্যায় বন্ধ করা হয়, তার পর এ পথে যাওয়া-আসা নিযিদ্ধ । জামরুদে সরকারী কৰ্ম্মচারী আমাদের মাত্রার উদ্দেশ্য প্রভৃতি জিজ্ঞাস ক’রে ধীবর অনুমতি দিলে, ও fবকাল সাড়ে পাচটার ভিতর মে আমাদের অবস্থ ফেরা উচিত সে-বিষয়ে আমাদের সচেতন ক’রে দিলে । জামরুদ থেকে বাস ক্রমশঃ পাহাড়ের পথে ছুটি চলল, স্বাকবীক দুর্গম গিরি-বস্তু শৈলশিখরের গা বেয়ে চলে ছ। সে এক অভিনব দৃশ্ব । চারি দিকে একটা রহস্তপূর্ণ নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কাবুলগামী দু-একটি বাস পথের সেই মৌলগাম্ভীর্য ক্ষণেকের তরে ভেঙে দিচ্ছিল। পথের পাশে কখনও বা দূরে দেখা যায় খাইবার রে:লর লাইন মেখলার মত পাহাড়ের কটিতট ঘিরে রয়েছে । কয়েক মাইল চড়াই ওঠার পর সাহগাই-দুর্গ দেখা গেল । wo-l &ంన খাইবার-গিরিপথের একটি দৃশ এটি আধুনিক ব্রিটিশ দুর্গ, ইহাড়ে বৃহৎ সেনানিবাস আছে। কাছেই সহগাই রেল-ষ্টেশন, সেটিও একটি দুর্গবিশেষ ও তাঁর প্রাচীরগুলি সুরক্ষিত। এই স্থানটি সমুদ্রতীর থেকে প্রায় এক হাজার ফুট উচু । এর পর ক্রমশঃ পপ একে-বকে উপরে উঠছে—স্থলে স্থানে শৈলশিখরের ওপর ছোট ছোট সেলনিবাস । শোনা গেল, সেগুলির মধ্যে কয়েকটি পাস দীর-সৈন্ত কর্তৃক অধিকৃত ও বাকীগুলিতে ব্রিটিশ ফৌজ আছে । প্রত্যেক শিবিরে বেতার, টেলিগ্রাফ, টেলিফোনের ব্যবস্থা আছে ও তিন মাসের উপযোগ রসদ সৰ্ব্বদা ভৰ্ত্তি থাকে । এই ছোট ছোট কঁড়িগুলির দ্বারা পহুবর-গিৰিপথ আগাগোড়া রক্ষিত হচ্ছে, তা বলাই বহুল ! সহগাই ছাড়িয়ে আমরা বণিক ধর একটি উষ্ট্রবাহিনী দেখলাম,— অসংখ্য উল্প, বলদ, গ প্লভ প্রভৃতি মাল-বোঝাই হয়ে চলেছে মন্থরগতিতে পেশোয়ার অভিমুখে । মধ্যএশিয়ব বাণিজ্য-কেন্দ্র থেকে দব্যসামগ্রী তারা এমনি করে প্রাচীন যুগ হ’তে ভারতে বহন ক’রে অ{স.চ | শুনলাম সীমান্ত-প্রদেশে প্রবেশ করবার পূৰ্ব্বে নিদ্ধারিত স্থানে সরকারী নিয়মানুসারে বণিকদলকে নিজেদের অস্ত্রশস্ত্র বন্দুক প্রভৃতি জমা রাখতে হয়, তার পর তাদের জামুরুদ অতিক্রম করতে দেওয়া হয়। প্রত্যাবগুনের সময় তার সেগুলি ফেরত পায়। এখানে বলা অপ্রাসঙ্গিক