পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(r\రిశ్రి তিন অঙ্কের একটি সামাজিক নাটক। বইখানি বেশ ভাল লাগিল। সব চরিত্রগুলি বেশ স্বাভাবিকভাবে ফুটিয়া উঠিয়াছে, কোথাও কষ্টকল্পনা পীড়া দেয় না। সমস্ত নাটকটির পটুভূমিকা দেশচর্য্য, তাছারই মধ্যে তিনটি হৃদয়ের প্রেমের কাহিনীটি সুন্দর ভাবে ফুটিয়া উঠিয়াছে। লেখকের স্বল্প অনুভূতিও আছে এবং প্রকাশের ভাষাও সাবলীল । শেষের দিকে এক সন্ন্যাসীর অবতারণ করা হইয়াছে ; এমন কিছু দোষের কথা নয়, তবে সন্ন্যাসী আসিলেই যেন মনে হয় সব দিকট সীমলাইয়া লইবেল ; ইহাতে পাঠকের স্বাভাবিক উৎকণ্ঠ নষ্ট হয় । এ-যুগে ওঁদের ছুটি দেওয়াই ভাল । ঐবিভূতিভূষণ মুখোপাধ্যায় বৈষ্ণবপদাবলী ( চয়ন )—ক্ষীনেশচন্দ্র সেন শ্ৰীখগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত । কলিকাতা প্রকাশিত মূল্যের উল্লেখ নাই । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদিগের জন্য সংকলিত তালাচা পদসংগ্রহগ্রন্থটিতে ভূমিকাংশ /* পৃষ্ঠ হইতে ১ - পৃষ্ঠা এবং পাদটীকা সমেত মূলাংশ ১৯১৫- পৃষ্ঠা । গৌরাঙ্গ-বিষয়ক পদ, প্রার্থন, বাল্যলীল ও কালীয়দমন, পুর্বরাগ, অভিসার, মিলন, বংশীশিক্ষা নৃত্য ও মান, আত্মনিবেদন, মাথুর, মিলন ও ভাবসন্মিলন--এই কয়টি শীর্ষকে মূলাংশে সৰ্ব্বসমেত ১২টি পদ সংগৃহীত হইয়াছে । ইহার মধ্যে একটি দাশরথি রায়ের গান এবং একটি কৃষ্ণকমল গোস্বামীর তুঙ্ক বা আগরসমষ্টিও আছে। পুস্তকটির কাগজ, ছাপা ও বাধাই উত্তম। শ্ৰীমুকুমার সেন বার্ষিক শিশুসাথী—as বর্ষ ১৩৪১ সাল। সম্পাদক শত্রুবিনয় স্বায়চৌধুরী। প্রকাশক--আশুতোষ লাইব্রেরী, কলিকাতা ও ঢাকা মূলা দেড় টাকা । বার্ষিক শিশুসাথী, শিশুসাথী নামক মাসিকপত্রের বাধিক সংস্করণ। বইখানি প্রকাণ্ড । সুন্দর কাগজ, ছাপা অতি পরিপাট, ছবিও বিস্তর । ছেলেমেয়েদের শিক্ষনীয় বিষয় এতে অনেক অ'ছে। গল্প ও কবিতাগুলি থেকে তাঁরা আমোদও পাবে প্রচুর। কিন্তু বইখানি নামে শিশুসাথী হলেও, শিশু বলতে যাদের বোঝায়, ঠিক তাদের উপযোগী হয়েছে ব’লে মনে হয় না। অনেক প্রবন্ধ ও গল্পের ভাব ও ভাষা দুৰ্ব্বোধ্য ; কোন-কোন স্থলে প্রাদেশিকতা-দোষে দুষ্ট। শিশুদের কি ৰিষয় দিতে হবে, আর কি ভাবেই বা তা দিতে হবে, এই এক মস্ত সমস্ত রয়েছে লেখকদের সামনে। এই বইখানির বহুস্থলে তার সমাধানের অভাব রয়েছে ব’লে মনে হয় । ঐযামিনীকান্ত সোম বৈজ্ঞানিক ভোজ-ডক্টর স্ত্রীকুশীলচত্র মিত্র প্রণীত, ২৭১ কড়িয়াপুকুর স্ট্রট, কলিকাতা হইতে প্রকাশিত। মুল্য। • ইহা একখানি শিশুপাঠ্য গল্পের বই ; ইহাতে সৰ্ব্বপ্নদ্ধ চারিটি গল্প সন্নিবিষ্ট হইয়াছে,--বৈজ্ঞানিক বরযাত্রী-সশ্বৰ্দ্ধনা, অচেনা সই, ভাবী রায়-বাহাদুর ও ফুলের পরী । শেষোক্ত গল্পটি একটি জাপানী রূপকথার ছায় অবলম্বনে লিখিত। গল্পগুলি বেশ সহজ সরল ভাষায় এবং বালক-বালিকাদের মনোরঞ্জনের উপযোগী করিয়া লিখিত, উহাতে হাস্যরস ও বৈচিত্র্য উভয়ই আছে । ইহাদিগের মধ্যে “বৈজ্ঞানিক ভোজ” গল্পটি একেবারে মৌলিক এবং বিশেষ আমোদপ্রদ ; ছাপা, কাগজ ও বাধাই বেশ সুন্দর । - এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক ং প্রবাসীস্ট SS8) মহামানুষ মুহসিন—মোহাম্মদ ওয়াজেদ আলী প্রণীত । ২৩ ক্রেমেটেরিয়াম ষ্ট্রীট, কলিকাতা, বুলবুল পাবলিশিং হাউস হইতে প্রকাশিত। মূল্য বারে আন । হাজী মুহম্মদ মুহসিন বাংলা দেশের একজন বরেণ্য সন্তান, শ্রেষ্ঠ ত্যাগী ও দানবীর ; তাহার ত্যাগ, সন্ন্যাস ও দানশীলতা, উাগর পরদুঃখকাতর নিরহঙ্কার চিত্ত, ধাৰ্ম্মিকতার সহিত অপূৰ্ব্ব উদার দৃষ্টি, উহার বিদ্যা, জ্ঞান ও ভূয়োদশন—সকলই উহাকে চিরস্মরণীয় করিয়া রাখিয়াছে। সুতরাং হাজী মুহম্মদ মুহ সিনের একটি বিশদ জীবনীর বিশেষ প্রয়োজন ছিল, ওয়াজেদ আলী সাহেব সেই অভাব পূর্ণ করিয়াছেন। লেখকের ঘটনাসন্নিবেশ ও বর্ণনার ক্ষমতা অতি সুন্দর, ভাষা সরল ও সতেজ, সমস্ত পুস্তকপানি পাঠ করিতে একটুও ক্লেশ হয় না। ওয়াজেদ আলী সাহেব বাংলা ভাষার এক জন লব্ধপ্রতিষ্ঠ লেখক, এই গ্রন্থ রচনায়ও তাহার সেই যশ অনুর রহিয়াছে। বাংলা দেশের হিন্দু-মুসলমান বালক ও যুবকগণ এই পুস্তক পাঠ করিয়া বিশেষ উপকৃত হইবেন বলিয়! আমাদের বিশ্বাস। পুস্তকখানার ছাপ, কাগজ ও বধাই বেশ সুন্দর। ছুতোরের ছেলে রাজা—প্রদীনেশচন্দ্র চক্রবর্তী প্রণীত এবং গ্রন্থকার কর্তৃক কাশীধাম হইতে প্রকাশিত। মূল্য নয় তান । ইহা আমেরিকার যুক্ত-রাজ্যের ভূতপূৰ্ব্ব সভাপতি এরাহাম লিঙ্কলনের sitasfir* , q* *graffà W. M. Thayer &* & *Abraham Lincoln And How Ho (;ecame President" of 3783. সাহায্যে লিখিত। কিরূপে দুঃখদারিদ্র্যের সহিত সংগ্রাম করিয়াপ্ত নিজের চেষ্টা ও অধ্যবসায়ের গুণে মানুষ বড় হইতে পারে লিঙ্কলনের জীবনী তাহার শ্রেষ্ঠ নিদর্শন । বাংলা ভাষায় উাহীর জীবনী প্রকাশ করিয়া লেখক মহাশয় বাংলা দেশের বালক ও যুবকদিগের বিশেষ উপকার সাধন করিয়াছেন । পুস্তকখানি বেশ সুখপাঠা হইয়াছে। ভাষা সরল, বর্ণনাবাহুলা নাই ! জীবনের মূল ঘটনাগুলি সহজভাবে বিবৃত করা হইয়াছে । এই পুস্তকের বহুল প্রচার বাঞ্ছনীয় কাগজ ও ছাপা সুন্দর | মায়াপ্রদীপ—প্রছেমচন্দ্র বাগচী । পি, সি, সরকার এও কোং, ২ খ্যামাচরণ দে ষ্ট্রীট, কলিকাত । ইহা একখানি শিশুপাঠ্য গল্পপুস্তক ; ইহাতে সৰ্ব্বযুদ্ধ পাঁচটি গল্প আছে--তপনকুমারের একরাত্রি, পাগ লা জগাইয়ের কাহিনী, একাদশী দাদা, গোল সিড়ি ও ফকিরের ভিটে। গল্পগুলি বালক ও কিশোরদের জন্য লিখিত হইলেও দুই একটি গল্প প্রবীণদেরও ভাল লাগিবে, বিশেষতঃ গোল সিড়ি ও ফকিরের ভিটে এই দুইটি গল্পে বেশ নূতনত্ব আছে। গল্পগুলি সহজ ও সরল ভাষায় লিখিত এবং বালকবালকাদিগের মনোরঞ্জন করিতে পারিবে । শুধু একাদশী দাদা গল্পটি মাঝে মাঝে অবাস্তুর কথার অবতারণায় তেমন জমিতে পারে নাই । মোটের উপয় পুস্তকথানি মুখপাঠ্য হইয়াছে । কাগজ, বাধাই, ছাপা হুন্দর। শ্ৰীমুকুমাররঞ্জন দাশ (১) হায়দার আলী, (২) টিপু সুলতান— শ্ৰীআবদুল কাদের। প্রকাশক-ইতিকথা বুকডিাপা, ৩৮ কাড়য়া রোড, কলিকাতা। প্রত্যেকখানির মূল্য ॥৮ • ।