পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী ; ఏ98S স্নবর্ণরেখা নদীর দক্ষিণ তার হইতে গৃহীত আলোকচিত্রে কারখানার সাধারণ দৃষ্ঠ । এরিয়াল রোপ ওয়ের দুইটি টাওয়ার ও ঝুলন্ত বাকেটগুলি দেখা যাইতেছে । পরিমিত স্থানের খনি-স্বত্ব কেপ কপার কোম্পানীর নিকট হইতে কর ডবা কপার কোম্পানী কিনিয়া লয় । পরে এই বৎসরেরই ২১শে জুলাই তারিখে এই কোম্পানীটির পুনর্গঠন হয় “দি ইনডিয়ান কপার করপোরেশন লিমিটেড” এই নামে, প্রায় উনত্রিশ লক্ষ বিরাশী হাজার টাকা মূলধন লইয়। এই নুতন কোম্পানী সেই সঙ্গে সেই একই সময়ে “দি নর্থ অনন্তপুর গোল্ড মাইনিং কোম্পানীর এবং “দি ওরিগামূগোল মাইনিং কোম্পানী”র নিজস্ব সম্পত্তি সিদ্ধেশ্বর পাহাড় ও খরসোয়ান নামক স্থান কুইটির খনি-স্বত্বও কিনিয়া লইয়াছিল। এই নব-গঠিত কোম্পানীর কাজ মেষিীবনী অঞ্চলেই এত দিন নিবন্ধ ছিল এবং খনিটি কার্যকরী করিয়া তুলিবর কাৰ্য্য পুরা দমে চলিয়াছিল ১৯২৭ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত । এই সময় ইহার পূর্ণ পরিচালনের ভার “দি এ্যাংলো ওরিয়েণ্টাল এণ্ড জেনেরাল ইনভেষ্টমেণ্ট ট্রাষ্ট লিমিটেড”-এর হস্তে অর্পিত হয় । তার পর উপরি উক্ত মূলধনের উপর পুনরায় প্রায় ছেচল্লিশ লক্ষ আট ত্রিশ হাজার টাকা ঋণ গ্রহণ করা হয়, স্বতন্ত্র ভাবে কোম্পানীর নুতন কারখানা খুলিবার জন্য। এই কারখানাটি ঘাটশিলার নিকট সুবর্ণরেখা নদীর উত্তর তীরে স্থাপিত ; এখানে যে-সকল যন্ত্রপাতি নিৰ্ম্মিত হইয়াছে তাহীর মধ্যে পাওয়ার প্ল্যাণ্ট, কনসেনৃট্টেশান্‌ মিলু, স্মেল্টার এবং রোলিং মিল বিশেষ উল্লেখযোগ্য । যাহা হউক, ১৯২৭ সালেই বিশেব ক্ষিপ্রতার সহিত উক্ত যন্ত্রগুলির পত্তন আরম্ভ হয় এবং পর বৎসর নভেম্বর মাসে ঐ সকল যন্ত্রের নিৰ্ম্মাণ-কাৰ্য্য শেষ হইয়া ডিসেম্বর মাসের মধ্যেই এই কোম্পানীর প্রথম তাম্র-প্রজনন ক্রিয়ার স্বত্রপাত হয় । এই এত বড় বৃহৎ ব্যাপার এত অল্প সময়ের মধ্যে কার্যকরী করিয়া তোলার জন্ত যদি কেহ যশ-গৌরবের প্রার্থী হয় তাহা হইলে সৰ্ব্বাগ্রে এই কোম্পানীর তিনটি প্রতিভাবান লোকের উপর সর্বসাধারণের মনোযোগ আকর্ষণ করিতেছি । প্রথম এই কোম্পানীর বড়সাহেব, রাসেল বি, ওক্স ( R. B. Woakes ) ; ইনি এই কোম্পানীয় জন্মদাতা বলিলেও অত্যুক্তি হয় না । দ্বিতীয়, কারখানার ম্যানেজার, এইচ. সি. রবসন ( H. C. Robson) । ইনি এক দিন গৰ্ব্ব করিয়া বলিয়াছিলেন, “যদি