পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঠির রাজা রামচন্দ্ৰ ভঞ্জ দেও ২৫ পরিচয় নাই, কম সামর্থ্য জানা নাই, তাকে রাজকোষ হ’তে লক্ষ টাকা দেওয়া উচিত হবে না । তিনি ঠিক লিখেছেন । ভরতকার আমাকে এত টাকার কথা বলে নি । দুঃখের বিষয়, এর বছরখানেক পরে ভরতকার হঠাৎ মারা যায় । আর এক কাজে রাজা আমার পরামর্শ চে য়ে ছি লে ন । আমি প্রকারাস্তরে নিরস্ত হ’তে বলেছিলাম, কিন্তু তিনি শুনেন নি । সাল মনে প’ড়:ছ না । এক দিন সকালবেলা দেখি, যোগেশ উপস্থিত । তার পুরা' নাম অবিকলে আমার নাম । যোগেশ বাজার সঙ্গে পড়ত, পরে রাজার এক প্রোইভেট সেক্রেটরী হয়েছিল । পদের ওড়িয়া নাম ব’লতে হ’লে, ছামুবেবত (সম্মুখ ব্যবহৃত ) ৷ ‘কেন এসেছ ?’ ‘রাজা তাতীশালা খুলবেন, সেথানে কি শেখানা উচিত, ক মাসে শেথাতে পারা যাবে, ইত্যাদি জানতে আপনার কাছে পাঠিয়েছেন ।’ আমি অবস্থা বুঝলাম । ‘রাজা বেশ লোকের কাছে পাঠিয়েছেন ! আমি তাত-ট"ত জানি না । চিঠি লিখলে এত কষ্ট করে আসতে হ’ত না ।” যোগেশ এত স্পষ্ঠ কথা মানলে না | প্রত্যহ আসতে লাগল, মনে ক’রলে আমার অবসর হ’লে আমি শিক্ষাক্রম লিখে দিব । এক দিন শনিবার, সন্ধ্যার পর আসতে ব’ললাম । নিকটে মধুসুদন , রাও-মশায়ের বাসায় ছিল, সন্ধ্যার পর এল। আমি বললাম, দেখ যোগেশ, আমার বিশ্বাস, মন্ত্রণাটি রাজার নয়, তোমার। তোমাকেই জিজ্ঞাসা করি। আচ্ছ, বল, ময়ূরভঞ্জে কত তাতী আছে ? তারা কি কাপড়, কত রকমের কাপড় বুনে ? কাটতি কেমন ? দুঃখ কিসের ? ওড়িষ্যায় এমন তাতী আছে, যাদের পায়ের ধুলা নিতে ইচ্ছা হয়। তুমি তাদিকে কি শেখাবে ” {j উত্তর শুনে বুঝলাম, যোগেশের কোন স্পষ্ট ধারণা নাই। সে মন্ত্র চায়, যে-মন্ত্র জপ করলে ময়ূরভঞ্জের তাতী লক্ষীমন্ত হ’তে পারবে । কিন্তু সে ছাড়লে না । পরদিন রবিবারে দুই বৎসরের ও অতিরিক্ত আর এক বৎসরের শিক্ষাক্রম স্বগীয় মহারাজ স্ত্রীরামচন্দ্ৰ ভঞ্জ দেও বাহাদুর লিখে দিলাম। লিখন পঠন গণন চিত্ৰ-লিখন বয়ন-বিদ্যা বয়ন-কলা প্রথম দুই বৎসর। পরে যে ইচ্ছা করবে, স্থত। রঙ্গতে শিখবে । ওড়িষ্যায় তাতী নিজে স্থত রঙ্গাত । মাস দুই পরে রাজার সঙ্গে দেখা হ’ল। কটক রেল-ষ্টেশনের কাছে । এক রাজপুরুষের আগমনে সম্মান দেখাতে যেতে হয়েছিল, রাজাও এসেছিলেন । পথে দেখা, দুই এক কথা