পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায় - প্রবাসী-বঙ্গসাহিত্য-সম্মেলন গোরখপুরে প্রবাণী-বঙ্গসাহিত্য-সম্মেলনের অধিবেশন 1ম্বন্ধে আমরা গত বৎসর ফাঙ্কনের প্রবাসীতে একটি প্রবন্ধ ন থিয়'ছিলাম। এ-বৎসর কলিকাতায় যে অধিবেশন হইয়া গল, তাহার সম্বন্ধেও অনেক কথা লিখিবার অাছে। কিন্তু এখনই তাহ লিখিতে পারিতেছি না, পরেও সব কথা পারিব কিনা বলিতে পারি না। তাহার কারণ, এবাব প্রবাসীর ম্পাদককে অভ্যর্থনা-সমিতির সভাপতির কাজ করিতে হইয়াছিল, সুতরাং দোষ গুণ উদঘাটন, এবারকার অধিবেশন ধ-ভাবে হইয়া গেল তাহার জন্ত দায়ী নহেন এমন কোন লোকের দ্বারা হইলেই ভাল হয় । বাংলা দেশের বাহির হইতে র্যাহারা আসিয়াছিলেন, তাহাদিগকে বঙ্গে যাহারা বিদ্যা ও কৃষ্টির নানা বিভাগে কৃতী তাহাদিগকে দেখিবার ও র্তাহীদের কিছু কথা শুনিবার হুযোগ দিবার চেষ্টা করিয়াছিলাম। র্তাহীদের কয়েক জন কোন-না-কোন অধিবেশনে আসিয়ছিলেন । তদ্ভিন্ন বঙালীদের কলিকাতার কোন কোন প্রতিষ্ঠান দেখাইবার চষ্টাও করিয়াছিলাম। এরূপ সব প্রতিষ্ঠান দেখাইবার ও দখিবার সময় ছিল না। প্রবাসী বাঙালী ও বঙ্গর অধিসীিদের মধ্যে যে আত্মীয়তার সম্বন্ধ আছে, এই বোধটি উজ্জ্বল করিবার অভিপ্রায়ও আমাদের ছিল । ব্ৰহ্মদেশবাসী ভারতীয়দের দাবী জয়েন্ট পালেমেণ্টারী কমিটির রিপোটে পরিষ্কার rরিয়া বলা হইয়াছে, যে, ব্ৰহ্মদেশকে ভারতবর্ষ হইতে থিক করা হইবে ও পৃথক দেশ বলির শাসন করা হইবে। তাহার সঙ্গে ইহাও বলা হইয়াছে, যে, ব্রিটিশ সম্রাটের ব্রটিশ-বংশীয় প্রজারাবাব্রিটেনের স্বামী অধিবাসী অস্তপ্রজার মবাধে ব্ৰহ্মদেশে যাইতে বসবাস করিতে ও তখার কোন গকী কলায় বা অস্ত কাজ করিতে পাধিৰে । তাছাতে রাখা হয় এরূপ কোল আইন ব্ৰহ্মদেশের ভবিষ্যৎ ব্যবস্থাপক गड cभक्लब कब्रिटङ गाब्रिएव मा। क्रुि छांद्रउँौझनब्र সম্বন্ধে উক্ত রিপোটে তাছাদের স্থার্থরক্ষার জন্ত এরূপ কিছু বলা হয় নাই, বরং বল হইয়াছে;য়ে স্ত্রখের গৱৰ্ণয়ের সম্পত্তি বিবিধ প্রসঙ্গ—লণ্ডনে ভারতীয় ললিতকলা প্রদর্শনী GSత লইঙ্গা ভারতীয়দের ব্রহ্মদেশ-প্রবেশে বাধাজনক আইনের খসড়া ব্ৰহ্মদেশীয় ব্যবস্থাপক সভায় উপস্থাপিত হইতে পারিবে। বলা বাহুল্য, ব্রহ্মদেশের গবর্ণর হইবেন জন্টে পালেমেণ্টারী কমিটির সভ্যদের জাতভাই ইংরেজ । সুতরাং কমিটি ভারতীয়দের প্রতি যেরূপ স্তায়পরায়ণতা ও সহানুভূতি দেখাইয়াছেন, গবর্ণর তাহ অপেক্ষা বেশী পরিমাণে ঐ দুটি গুণের পরিচয় দিবেন, আশা করা যায় না—তিনি ওরূপ আইন ব্যবস্থাপক সভায় পেশ করিবার অনুমতি সহজেই দিবেন। আমরা এরূপ একচোখে মুপারিশের সম্পূর্ণ বিরোধী। ভারতবর্ষের লোকদের ব্রহ্মদেশে এবং ব্ৰহ্মদেশের লোকদের ভারতবর্ষে যাতায়াত, বাস, ব্যবসা-বাণিজ্য, চাকরী প্রভৃতি করার সম্পূর্ণ ও অবাধ অধিকার থাকা উচিত। ব্ৰহ্মদেশের আয়তন ২,৩৩,৪৯২ বর্গ-মাইল, লোকসংখ্যা মাত্র ১,৩২,১২,১৯২ । অর্থাৎ তথায় প্রতি বর্গ-মাইলে ৫৬ জন করিয়া লোক বাস করে। সুতরাং এরূপ বিরলবসতি বৃহৎ দেশে আরও অনেক লোকের জায়গা হইতে পারে। অব্যবহিত নিকটেই ঘনবসতি ভারতবর্ষ-বঙ্গদেশ ও আসাম | ব্রহ্মের ধৰ্ম্ম ও কৃষ্টি ভারতবর্ষ হইতে তথায় গিয়াছে। ভারতবর্ষের অনেক অর্থ ব্রহ্মদেশে ব্যয়িত হইয়াছে ও খাটিতেছে। ব্ৰহ্মদেশ শীতপ্রধান দেশ নহে, যে, সেখানে কেবল ইউরোপীয়রাই উপনিবেশ স্থাপন করিতে পারে। সুতরাং আইনের জোরে ভারতীয়দিগকে ব্রহ্মে যাইতে নাদেওয়া বা তাহাদিগকে সেখানে অতিষ্ঠ করিয়া তুলিয়া তাড়ান অত্যন্ত অন্তার ও অস্বাভাবিক হইবে। ব্ৰহ্মদেশবাসী ভারতীয়ের গত খ্ৰীষ্টমাসের সময় কন্‌ফারেন্স করিয়া রিপোটের প্রতিবাদ করিয়াছেন, এবং ব্ৰহ্মদেশে ভারতীয়দের স্বার্থরক্ষার্থ যে যে ব্যবস্থা হওয়া উচিত তাহাও বলিয়াছেন। আমরা এই কনফারেজের প্রস্তাবগুলি স্থায়সঙ্গত মনে করি । আশা করি ভারতীয় দৈনিক কাগজগুলিতে সেই সকল প্রস্তাষের সমুচিত জালোচনা ও সমর্থন হুইৰে । লগুনে ভারতীয় ললিতকলা প্রদর্শনী

  • ण७rन इसिद्र cनांनाशं भाभक अर्का गनिङि जांश् ।