পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

బ్రరిణి প্রাচীনপন্থীরা জানেন, কণুমুনির আশ্রমে পালিত শকুন্তলার সর্থী যেমন অনস্বয়া ও প্রিয়ংবদা ছিলেন, তেমনি সতীর্থ ছিলেন শঙ্গিধর ও শারদ্বত । শকুন্তলা কিন্তু ইছাদের কাহারও প্রণয়পাশে বদ্ধ হন নাই—হইয়াছিলেন দুষ্মন্ত নামক এক অগিস্তকের। বঙ্গে নুতন ট্যাক্সের প্রস্তাব ভারত-গবন্মেণ্ট বঙ্গদেশে সংগৃহীত রাজশ্বের খুব বেশী ংশ শোষণ করায় বাংলা-গবন্মেণ্ট বরাবরই দরিদ্র। সেই দারিদ্র্য কিঞ্চিৎ দূর করিবার জন্ত গোটা চার পাচ নুতন ট্যাক্স বসিবে শুনা যাইতেছে। যথা—(১) যত বৈদ্যুতিক শক্তি গৃহস্থলীতে ব্যবহৃত হয়, তাহার একক (unit ) প্রতি অতিরিক্ত মুল্য আদায় ; (২) থিয়েটার সিনেমা সার্কাস প্রভৃতির এক টাকার কম মুলোর টিকিটেরও উপর আমোদ-কর ; (৩১) প্রে:বেটস্ট্যাক্স বৃদ্ধি ; (৪) কোটকী বৃদ্ধি ; (৫) তামাক ইত্যাদি বিক্রীর জন্ত লাইসেন্স ফী। যাদবপুর যক্ষা-হাসপাতাল যাদবপুর যক্ষ্মা-হাসপাতালে এ-পর্য্যন্ত ৬১৩ জন রোগী ভৰ্ত্তি করা হইয়াছে। চিকিৎসার ফলে প্রায় ২০০ অর্থাৎ প্রায় এক-তৃতীয়াংশ আরোগ্য লাভ করিয়াছে। ইহার দ্বারা ইহার উপকারিতা বুঝা যাইতেছে । ইহাতে মোট ৭৫টি শয্যা আছে, তাহার মধ্যে ২৫টির জন্ত রোগীদের কাছ থেকে টাকা লওয়া হয় না। সঙ্গতিপন্ন লোকের সাহায্য করিলে ইহার দুই রকম শয্যারই সংখ্যা বাড়িতে পারে। বাড়া অবিশ্বক ও উচিত। ডাঃ স্তর নীলরতন সরকার মহাশয় ইহার পরিচালক-সমিতির সভাপতি ।

স্বভাষ বাবুর কয়েকটি মন্তব্য প্রবাসী ; ఏ98ఏ' ভারতীয় রাষ্ট্রনীতি লম্বন্ধীয় কোন কোম বিষয়ে নিজের মত প্রকাশ করিয়াছিলেন । পুলিস তাঁহাতে বাধা দেয় লাই। তাহাতে বুঝা যায়, তিনি তখন রাজবন্দী ছিলেন না। মহাত্মা গান্ধীর রাজনীতিক্ষেত্র হইতে জবসরগ্রহণ সুভাষ বাবু কাৰ্য্যতঃ প্রকৃত অবসরগ্রহণ মনে করেন না । কারণ, কংগ্রেস তাহার নির্দিষ্ট কাৰ্য্যতালিকা গ্রহণ করিয়াছেন, তাহারই গোড়া অনুচরেরা এখন উহার কাৰ্য্যনিৰ্ব্বাহক সমিতির সভ্য, তাহাতে ভিন্নমতাবলী কংগ্রেসওয়ালীদের স্থান হয় নাই, এবং কংগ্রেসের কার্য্যনিৰ্ব্বাহক সমিতির প্রধান কৰ্ম্মীরা এখনও গান্ধীজীর পরামর্শ গ্রহণ ও অনুসরণ করেন এবং তিনি পরামর্শ দিয়া থাকেন । সুভাষ বাবুর মস্তব্য ভিত্তিহীন বলা যায় না । তিনি বলিয়াছেন, জাতীয়তার লীর বস্তু বাদ দিয়া ঐক্যস্থাপনের বা ঐক্যের কোন মূল্য নাই। জাতীয়তার উপর দাড়াইয়া যদি একতা পাওয়া যায়, তাহা হইলে তাহা বাঞ্ছনীয়। বাস্তবিক, সাম্প্রদায়িক বীটোয়ারা কাৰ্য্যতঃ মানিয়া লইয়া ঐক্যস্থাপনের কোনই মুল্য নাই । সুভাষ বাবুর অন্তান্ত কথাও মুল্যহীন নহে । মডার্ণ রিভিয়ুর উনত্রিংশ বৎসর আমাদের ইংরেজী মাসিকপত্র মডার্ণ রিভিযুকে ভারতবর্ষের বাহিরে, ভারতবর্ষের অনেক প্রদেশে, এমন কি বাংলা দেশেও অনেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ মাসিকপত্র । বলেন। আমেরিকার ভারত-বন্ধু সাগুলোও সাহেব ত | বলিয়াছেন, এত ভিন্ন ভিন্ন বিষয় সম্বন্ধে উৎকৃষ্ট প্রবন্ধ ও আলোচনায় পূর্ণ ইহার মত মাসিক কাগজ আমেরিকায় নাই, ইংলণ্ডেও নাই । . এই সব প্রশংসায় আমাদের আনন্দঃ रुद्ध न बगि:ण क् िक्गा श्हट्रय ना । हेशंछ। গ্রাহকসংখ্যাও কম নয় । কিন্তু ইহ1, যেরূপ বহর ७ यश्थंझमृtप्ला, ठांहtद्ध हेक्षंङ्ग. अंश्कम९१# वेि४* इहेश: श्ञव BB DDBB DDDD DD BBD DDDDS DD DDD DDD DD SSSSSS BBB ২৯শ বৎসরে জাহাজে উঠৰাৱ পূৰ্ব্বে সংবাদিকদিগের প্রশ্নের উত্তরে जन्मन्तान्लग्नज्नम्नजन्तळनरूब्क्ळ्नन्नक्कजन्नाला পড়িয়াছে।