পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

站及Sa • ক্ষে প্রবাসী ধী ‘SSBS একটা বই পড়ছি, যা বললে আজ যে তুই তোর মাষ্টারের কাছে গেলি নে বড় ? তাই এলুম, মাষ্টীর মশায় । আমি বললাম—ত বেশ ত, গল্পের বই পড়লেই পারতে । মা না বলে দিলে,ত অীজ আসতে না ? কথাটা বলতে গিয়ে নিজের অলক্ষিতে একটা অভিমানের সুর বার হয়ে গেল—হিরন্ময়ী সেটা বুঝতে পেরেছে অমনি ! এমন বুদ্ধিমতী মেরে এইটুকু বয়সে —বললে—নি, আর রাগ করে না । ভেবে দেখুন, আপনিই না আমায় এখানে এল তাড়িয়ে দিতেন আগে আগে ? দুঃখিত ভাবে বললাম-ছিঃ ও-কথা বলে না হিরণ, তাড়িয়ে আবার তোমায় দিয়েছি কবে ? ও-কথাতে আমার भइन कप्ट cन७म्नो इग्न । হিৱষ্মী মুখে কাপড় দিয়ে খিল্‌ খিল্‌ ক’রে উচ্ছসিত ছেলেমামুৰী হাঁসির বন্ত এনে দিলে। ঘাড় ছলিয়ে দুলিয়ে বলতে লীগল-না—না দেন নি ? বট ? একদিন—সেই— তাড়ালেম মা ! আজি আবার বলা হচ্ছে—পরে আমার কুরের নকল করতে চেষ্টা করে—‘ওতে আমার মনে কষ্ট দেওয়া হয়?--কি মানুষ আপনি !—হি-fহ-fহ-হি— আমি মুগ্ধদৃষ্টিতে ওর হাসিতে উদ্ভাসিত স্বকুমার লাবণ্যভর মুখের দিকে চেয়ে রইলাম—চোখ আর ফেরাতে পারি নে—কি অপূৰ্ব্ব হাসি ! কি অপূৰ্ব্ব চোখ মুখের ঐ ! , ৰখন চোখ নামিয়ে নিলাম-তখন সে আমার বেলুনটা তুলে নিয়ে ক্ষটি বেলতে বসে গিয়েছে। সেদিন ও যখন চলে যায়, ঝোঙ্কের মাথায় অগ্র-পশ্চাৎ না ভেবেই ওকে আবার বললাম-এ রকম আর এস না, হিরণ। না সত্যি বলছি তুমি আর এল না। মনকে খুব দৃঢ় ক'রে নিয়ে কথাটা বলে ফেলেই ওর মুখের দিকে চেয়ে আমার বুকের মধ্যে যেন একটা তীক্ষ তীর খচ ক'রে বিধলো। দেখলাম ও বুঝতে পারেনি আমি কেন একথা বলেছি—কি বোধ হয় দোষ কৰে ফেলেছে ভেৰে ওর মুখন্থিবৰ্ণ হয়ে গিয়েছে উদ্বেগে ও ভয়ে । ...}. মুখামার মুখের দিকে একটুখানি চেয়ে ধরি খেয় ভাবে কারণ কিছু বুঝতে পাঞ্জে পেরে খাবার সময় দেখলাম শুষ্ক বিবর্ণ মুখে বললে-শামায় জড়িয়ে দিলেন না ? এই দেখুন—ভাড়ালেন কি না । , '; সবাই অল্প খাবস্থা কঙ্গে নিক্তে পারে। ছুঃখে আমার বুক ফেটে যেতে লাগল। নিমগাছটার তল দিয়ে ও ওই যাচ্ছে, এখনও বেশী দূর যায় নি, ডেকে ছুটে মিষ্ট কথা বলব, ছেলেমানুষকে একটু সাধনা দেব ?--- ডাকলুম শেষটা না-পেরে।—শোনো ও হিরণ-শোনে— ও দাড়াল না—শুনেও শুনলেন, হনহৰু করে ছেটে বাড়ি চলে গেল। পরদিন খুব সকালে উঠে বারানাতে বসে ব্ৰাউলিঙের A Soul’s Tragedy orgfè–fềzo szM #fga বললে—কি কচ্ছেন ?—এস, এস হিরণ । কাল তোমাকে ডাকলাম রাত্রে, এলে না কেন ? তুমি বড় একগুঁয়ে মেয়ে— একবার শোনা উচিত ছিল না কি বলছি ? মুখরা বালিকা এবার নিজমূৰ্ত্তি ধরলে । বললে— আমি কি কুকুর না শেয়াল, দূর দূর করে তাড়িয়ে দেবেন, আবার তু ক’রে ডাকলেই ছুটে আস্থ ? আপনি বুঝি মনে ভাবেন জামার শরীরে ঘেন্না নেই, অপমান নেই—ন ? আমি বলতে এলাম সকালবেলা যে আপনার পাঠশালায় আমি পড়তে আগব ন—ম অনেক দিন আগেই বারণ করেছিল—তবুও আসূড়াম, তাদের কথা না-গুনে। কিন্তু যখন আপনি কুকুর-শেয়ালের মত দূর করে তাড়িয়ে— ওর চোখে জল ছাপিয়ে এসেছে—অথচ কি তেজ ও দপের সঙ্গে কথাগুলো বললে সে । আমি বাধা দিয়ে বললাম— আমায় ভুল বুঝে ন ছি: হিরণ—আচ্ছা, চেচিও না বেশী, কেউ শুনূলে কি ভাববে। আমার কথা শোন–রাগ করে না ছিঃ ! হিরণ দাড়াল না এক মুহূৰ্ত্ত । জতটুকু মেয়ের রাগ দেখে যেমন কৌতুক হ’ল, মনে তেমনই অত্যন্ত কষ্টও হ’ল। কেন মিথ্যে ওর মনে কষ্ট দিয়েছিকাল ? আহ, cवठान्नैौ दफू झ:श é श्रीवांठ cभरङ्गाङ्ग १ श्रांगांद्र खान थाब्र হৰে কবে? ছেলেমাকৃষকে ও-কথাটা e-ভাবে বলা আমার আদৌ উচিত হয় নি । , | भन चअछ थाम्नान श्रब cभन-अबनाष, ७ थाप्रुद्र ना**ाणा फूण ऋिग्न थञ्चज वाकरे ॥ ७क्tिकश्विभऔe আর আমার পাঠশালাঞ্চে জাল না । মাসের বাকী জাটটা দিন পড়িয়ে নিয়ে পাঠশালাখুলে যে ঠিক করে ফেললাম। সবাইকে বলেও রাণীৰ কৰাট। আগে থেকে খাতে

    • {छमन:}