পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԾՀնա করেছেন । আপনার হয়ত অনেকেই জানেন না যে, পাৰমা জেলার সাহজাদপুর, এনায়েতপুর, মীয়া জেলার শাস্তিপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, ঢাকা জেলার কুমারভৌগ, কাজিরপাগলা ইত্যাদি স্থানের বয়নশিল্পের আজকের এই অপ্রত্যাশিত সাফল্য শিল্প-বিভাগের একান্ত চেষ্টারই ফল। শিঙ্গবিভাগের ভ্রাম্যমাণ (perpetitie) বয়ন-বিদ্যালয়গুলি ঐ সব স্থানে গিয়ে অনেক দিন ধ’রে কুটীর-কৰ্ম্মীদের উন্নত প্রণালীর তাতে কাজ এবং বৈজ্ঞানিক ভাবে রং-করা শিক্ষণ দিয়েছে। তাই কিছুদিন আগে যেখানে অতি সেকেলে ধরণের কয়েকটা হাতের তাত চলত আজ সেখানে শত শত উন্নত প্রণালীর তীতে (flyshuttle er Jacquarda ) atril GtoR Ffoiș sta *বাংলার বাজার ছেয়ে ফেলছে । গত দেড় বছরের মধ্যে শিল্প-সংক্রান্ত কাজে আমাকে অনেকবার পাকা জেলায় যেতে হয়েছিল। পাবনার শিল্পকেন্দ্রগুলি—বিশেষ ক’রে বয়নশিল্পের কেন্দ্রগুলি, এবং তাদের কৰ্ম্মপদ্ধতি আমি একাধিকবার পরিদর্শন করেছি। গৃহের আবেষ্টনের মধ্যে নিজের পরিবারের লোক নিয়ে কুর্টর-শিল্পের কাজে এবং যন্ত্রপরিবেষ্টিত একঘেয়ে কারখানার কাজে কি পার্থক্য । ইউরোপের অনেক বড় বড় কারখানা দেখবারও সুযোগ আমার হয়েছিল। জাৰ্ম্মেনীর কুপ, ম্যানচেষ্টারের কাপড়ের কলগুলি, রঙের কারখানা, ফোর্ডের শাখা-কারখানা, পোর্ট সানলাইটের সাবানের কারখানা, ইত্যাদি অনেক দেখেছি । সে-সব কারখানায় একত্তি বিশেষজ্ঞতা প্রতিযোগিতার ক্ষেত্রে বিশেষ কার্যকরী হলেও কৰ্ম্মীকে শিল্পের সমগ্রতার সৌন্দর্য্য ও আনন্দ দিতে পারে না । ফোর্ডের কারখানায় জিজ্ঞাসা ক’রে জানলাম গত দশ বছয় হ’ল একটা লোক মোটর গাড়ীর স্থানবিশেষে কেবল ছুই টিপে দিচ্ছে স্কুটেপার ব্যাপারে সে হয়ত অতিপূর্ণতা লাভ করেছে, কিন্তু কর্থের যে আনন্দ আছে, এ ধরণের কাজে তা পাওয়া যায় ব’লে স্বনে হয় মা ! ফোর্ডের কারখানায় মানুষকে একেবারে যন্ত্ৰ ক'রে তোলার সাফল্য দেখে মনটা এত নামে গিয়েছিল, ভাঙ্গার কি বলব। একঘেরে কাজের বৈচিত্র্যহীলঙ্কার' জন্যই মনে হয় কারখানার কৰ্ম্মদের মন ও རྩ་བ་རྒྱུ་བཅས་ ૧હ્ય કારાત્રા છેક এত অভাব। পাবনা জেলার কুটার-কাঁদের মধ্যে সেই স্বাস্থ্যের প্রাচুর্য্য দেখলাম । কিছুদিন আগে থেকেই টুইট ভ্রাম্যমাণ বয়ন-বিদ্যালয় উক্ত জেলায় কাজ করছিল। তাদের সাফল্য অভূতপূৰ্ব্ব । বর্তমানে সমস্ত জেলায় প্রায় বিশ হাজার তীত চলছে। কেউ কৃষিকার্য্যের অবসরে তঁত চালায়, কারও বা তাতের কাজই একমাত্র অবলম্বন । এই বিশ হাজার তীতের মধ্যে Ènz Grofą šis (fly-shuttle gqe Jacquard ) est; পাচ হাজার এবং তাঁর সবগুলিই শিল্প-বিভাগের চেষ্টায় প্রবর্তিত হয়েছে। সাহজাদপুরে হোসেন আলী নামে একটি লোক কয়েক বছর আগে শিল্প-বিভাগের ভ্ৰাম্যমাণ বয়ন-বিদ্যালয় থেকে উন্নত প্রণালীর কাজ শিখে প্রথমে মাত্র দুইখানি তাত নিয়ে কাজ আরম্ভ করে। আজ চার-পাঁচ বছরের মধ্যে সে প্রায় দুই শত র্তীতের মালিক হয়েছে। বাংলা দেশে এখনও এরূপ বহু হোসেন আলীর স্থান আছে। এই আর্থিক ছুদিনেও পল্লীতে পল্লীতে কারিগরদের মুখের হাসি ও মাথায় তেলের প্রাচুর্য্য তাদের ব্যবসায়ের সমৃদ্ধি জ্ঞাপন করছে। এখানে ম্যাঞ্চেষ্টার, বোম্বাই, আমেদাবাদ, কলকাতা, এমন কি জাপানও হার মেনেছে। কুীির-কঙ্গীরা অনেকে এখনও মহাজনের হাত থেকে রক্ষা পায় নাই বটে, কিন্তু বর্তমানে বোম্বায়ের মিলওয়ালাদের মত ধৰ্ম্মঘটের ভয়ও তাদের নাই । ভ্ৰাম্যমাণ বয়ন-বিদ্যালয় ছাড়া বাংলা-সরকার মধ্যবিত্ত শিক্ষিত যুবকদের বেকার-সমস্তার যথাসাধ্য সমাধানের জন্ত উন্নত প্রণালীর কুচীয়-শিল্প প্রচলনের যে পন্থী অবলম্বন করেছেন তাতেও আট প্রকমের ভ্রাম্যমাণ শিল্পবিদ্যালয় গত দেড় বছর হ’ল বাংলার বিভিন্ন কেন্দ্রে কাজ रुद्रप्श् । हडिमरशरे बश् त्रिक्रिड नशक्डि दूषक ७श् नद বিদ্যালয়ে ছয় মাস থেকে এক বছর পর্ঘ্যৰ বিনা-বেতনে বিশেষজ্ঞদের কাছ থেকে নানা শিল্প শিক্ষা ক'রে নিজের ছোটখাট কারখানা করেছে এবং স্থায়দিক থেকেই তাঁদের কাজের সাফল্যের কথা শোনা যাচ্ছে। এই সম্পর্কে আপাততঃ ৰে আটট শিল্প শিক্ষা দেওয়া হচ্ছে তাদের দাম — 0S BBB DDDS DgSBBBBB BB BBB BB नख नशंनtब्रग्न ठचांदेवरिन। :ि**************