পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

もミ。 ড 並構 尋 উন্নত প্রণালীর জ্যাকা (২) জুতা প্রস্তুত করা–চৰ্ম্ম-পারদর্শ ক্রাক্ত বিরাজমোহন দাস মহাশয়ের তত্ত্বাবধানে । (৩) নকশাদার পশমী কাপড় বয়ন করা । (৪) পাট রং-করা এবং তা থেকে নানা প্রয়োজনীয় দ্রব্য বয়ন করা—বয়ন-পরিদর্শক শ্ৰীযুক্ত হরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে । (৫) ছাতা তৈরি করা । (৬) ছুরি কঁচি ইত্যাদি ইস্পাতের জিনিষ তৈরি করা । (৭) পিতল-কাসার জিনিষ তৈরি করা । (৮) উন্নত চাকে মাটির জিনিষ তৈরি করে উন্নত পোয়ানে বা পাজায় পুড়িয়ে নেওয়া । এই শেষোক্ত চারটি শিল্প এঞ্জিনিয়র শ্ৰীযুক্ত সতীশচন্দ্র মিত্র মহাশয়ের তত্ত্বাবধানে শিক্ষা দেওয়া হচ্ছে । উক্ত wo উন্নত প্রণালীর ঠকঠকি উতি আটটি কুটর-শিল্পের মধ্যে দুইটি বয়ন-শিল্প এবং জুতা প্রস্তুত করা বাদে বাকী পাঁচটি শিল্প কলিকাতার কেনাল সাউথ রোডে শিল্প-বিভাগের গবেষণাগারেও শিক্ষা দেওয়া হয় । বিশেষ গবেষণা দ্বারা এই সব শিল্প বাংলা দেশে লাভজনক ব’লে বিবেচিত হয়েছে এবং এই আটটি শিল্পের প্রত্যেকটি শিক্ষা দেওয়ার জন্ত চার জন ক’রে শিক্ষক-দল নিয়ে ভ্ৰাম্যমাণ বিদ্যালয় গঠন করা হয়েছে। আধুনিক বৈজ্ঞানিক প্রণালীর উপর এই সব শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রসঙ্গে শিল্প-বিভাগের এঞ্জিনিয়ার শ্ৰীযুক্ত সতীশচন্দ্র মিত্র মহাশয়ের নাম বিশেষ উল্লেখযোগ্য। র্তার উদ্ভাবিত ছাতার বাটে নানরূপ চিত্র করার কল, মাটির জিনিষ তৈরি করার উন্নত চাক এবং কাসার পরিবর্তে সেই গুণেরই অথচ সস্তা একটি নুতন মিশ্র-ধাতুর প্রবর্তন কুটর-শিল্পে বিশেষ দান ।