পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీNTR রোডের উপর বাটী নিৰ্ম্মাণ করাইয় তিনি গিরিডিতে স্থায়ী ভাবে বাস করেন। পরে ধরমপুর নামে একখানি মৌজাও ক্রয় করেন। একাদিক্ৰমে প্রায় চল্লিশ বৎসর এই স্থানে বাস করিবার পর পচাত্তর বৎসর বয়সে র্তাহার মৃত্যু হয়। তাহার পুত্র ত্রযুক্ত বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় এই স্থানের অন্ততম য়্যাডভোকেট ও স্থানীয় ছোটনাগপুর ব্যাঙ্কের অন্ততম ডিরেক্টর । শ্ৰীযুত রামলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রায় চল্লিশ বৎসর যাবৎ এইস্থানে বাস করিতেছেন । কলিকতা আহিরী উী জলপ্রপাত টোলায় ইহার আদিনিবাস । কিছুদিন পূৰ্ব্ব পর্যন্ত ইনি অলের ব্যবসায়ে লিপ্ত ছিলেন, কিন্তু কোন বিশ্বস্ত ব্যক্তি কর্তৃক প্রবঞ্চিত হওয়ায় ও ব্যবসায়ে ইহার দক্ষিণহস্তস্বরূপ একমাত্র উপযুক্ত পুত্র অকালে মৃত্যুমুখে পতিত হওয়ায় ইহার ব্যবসায়ে লোকসান হয় ও পরে ইনি অভ্রের কার্য্য ছাড়িয়া দেন। ইনি বহুকাল সাধারণ-ব্ৰাহ্মসমাজের সম্পাদক ছিলেন । ব্রাহ্মসমাজভুক্ত ব্যক্তিদিগের মধ্যে গিরিডিতে ইনিই সৰ্ব্বপ্রথম উপনিবেশ স্থাপন করেন । স্থানীয় বঙ্গশিশুবিদ্যালয় ও উচ্চ-ইংরেজী ব:লিকা-বিদ্যালয়ের ংস্থাপকদিগের মধ্যে ইনি ਯੇਮ | অতি অমায়িক s বিনয়ী পুরুষ ; ইহার বয়স এখন তিয়াত্তর বৎসর। , -"হোলষ্ট సానిES শ্ৰীযুক্ত শক্তিকণ্ঠ ভট্টাচাৰ্য মহাশয় ১৮৯০ খ্ৰীষ্টাবে এই স্থানে প্রবাসী হন । ইনি এক জন লব্ধপ্রতিষ্ঠ প্রধান - উকীল । পচম্বা-রোডের উপর শক্তিকণ্ঠ বাবুর বৃহৎ অট্টালিক ব্যবসায়ে ইহার সাফল্যের সাক্ষ্য দেয় স্বীয় গুণে ইনি প্রভূত সন্মান ও প্রতিপত্তি অর্জন করিয়াছেন । লোকহিতকর প্রায় সকল প্রতিষ্ঠানের সহিতই ইহার যোগ আছে । বৰ্ত্তমান সাধারণ-বাহ্মসমাজ-মন্দির স্থাপনার সময়ে ইনি সাহায্যকারীদিগের মধ্যে অন্ততম ব্যক্তি ছিলেন । উচ্চ-ইংরেজী বালক-বিদ্যালয়ের বাট-নিৰ্ম্মাণকল্পেও ইনি যথেষ্ট অর্থসাহায্য করেন । উকীল-লাইব্রেরী-প্রতিষ্ঠায় ইহার বিশেষ উদ্যোগ ছিল । ইনি গিরিডি মিউনিসিপ্যালিটীর প্রথম ভাইস-চেয়ারম্যান হইয়াছিলেন । ৮রাজকৃষ্ণ সাহানা মহাশয় বাঙালী অভ্রব্যবসায়ীদের মধ্যে সৰ্ব্বপ্রথম এই স্থানে আগমন করেন । ইহাদের অভ্রের খনি কোডাম্মায় অবস্থিত । ইহার ভ্রাতুপুত্র সত্যকিঙ্কর সাহান মহাশয় বঙ্গীয়-ব্যবস্থাপক-সভার সভা । ৬ রাজকৃষ্ণ বাবুর এই স্থানে অনেকগুলি বাড়িঘর আছে । ইহাদের বসতবাটী হাজারিবাগ রোডের উপর অবস্থিত। র্যাটুরে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠায় ইনি সাহায্য করেন । পুরাতন প্রবাসী বাঙালীদের মধ্যে ইনি অন্ততম | ভরাখালচন্দ্র তা মহাশয় প্রথমে রেলওয়ে কন্‌ট্রাক্টররূপে এই স্থানে আসেন ; পরে কয়লার ব্যবসায় কক্লিয়া যথেষ্ট অর্থ উপার্জন করেন। গিরিডিতে ইনি বাড়িঘর করিয়া গিয়াছেন । ‘লতাবৈহার’ নামে একটি মৌজাণ্ড ইনি ক্রয় করেন । ইহার পুত্রের একটি মুদির দোকান আছে। vগদাধরচন্দ্র রায় মহাশয় বাকুড়া হইতে আসিয়াছিলেন । কথিত আছে তাহার কাকা vপ্রসন্ন বাবু প্রথমে গরুর গাড়ী করিয়া বাঁকুড়া হইতে এই স্থানে আসেন। yগদাধর বাবুর কয়লার ব্যবসায় ছিল। গিরিডিতে তথন রেল-চলাচল হয় নাই । তিনি এই স্থান হইতে কুলি-মারফৎ ঈষ্ট-ইণ্ডিয়ান রেলের মেন-লাইনস্থিত লক্ষ্মীসরাই ষ্টেশনে কয়ল। চালান দিতেন । তৎকালে শ্রমিকদের পারিশ্রমিক এত কম ছিল যে, মাল-চালানের এইরূপ অসুবিধা সত্বেও তিনি এই ব্যবসায়ে প্রচুর অর্থ লাভ করেন । মকতপুরায় তিনি বাড়ি করিয়াছিলেন ।