পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য্যালয় আছে। ইহার ডিরেক্টরের সকলেই বাঙালী ; তন্মধ্যে ভ্ৰযুত বিধুভুষণ সিংহ মহাশয় স্থানীয় অভ্র-ব্যবসায়ী। মিঃ এন. এল. রায়, এম-ই ( কর্ণেল, ইউ. এস. এ ) ইহার প্রধান ইঞ্জিনিয়ার ; ইহা ভিন্ন সাত জন বিচক্ষণ বাঙালী ফোরম্যান ও এক জন বাঙালী সহকারী এঞ্জিনিয়ার বিদ্যুৎউৎপাদন ও অপিস-সংক্রাস্ত সকল কার্য্যের তত্বাবধান করেন । কোম্পানী ক্রমশঃ উন্নতির পথে অগ্রগর হইতেছে । গিরিডির অদূরবর্তী স্রষ্টব্যস্থানসমুহের কথা উল্লেখ করিতে হইলে বারগও হইতে সাত-আট মাইল দূরস্থ উগ্র জলপ্রপাতের কথাই প্রথমে মনে উদিত হয়। বর্ষার শেষে অথবা শরৎকালের প্রারম্ভে, জলপ্রপাত দেখিতে যাওয়াই প্রশস্ত । উচ্চ পৰ্ব্বতশীর্ষ হইতে অজস্র ফেনশুভ্র উচ্ছলিত জলধারার সশস্ত্ৰ পতন ও শূন্তোৎক্ষিপ্ত ধুমাভ বারিবিন্দুর উপর কুৰ্য্যকিরণপাতে সপ্তবর্ণের বিচিত্র লীলা সত্যই মনোরম ৷ গিরিডি হইতে সাতাশ-আটাশ মাইল দূরে ঐ অঞ্চলের সৰ্ব্বোচ্চ পৰ্ব্বত পরেশনাথ। পূৰ্ব্বে রেলযোগে গিরিডি গিয়া পুস্পুস অথবা গোবানে এই দীর্থপথ অতিক্রম করিয়া পরেশনাথ ঘাইতে হইত ; ইহা ভিন্ন অন্ত পথ ছিল না । এখন অবশ্য পরেশনাথ ষ্টেশনে নামিয়া যাইবার সুবিধা হইয়াছে । গিরিডি হইতে যাইতে হইলে এখন সকলে মোটরকারে অথবা মোটরবাসে ঐ স্থানে গমনাগমন করিয়া থাকেন। পরেশনাথ প্রসিদ্ধ জৈনতীর্থস্থান । গিরিডির ঔপনিবেশিক বাঙালী এবং ব্যবসা-বাণিজ্য ఇలిగి গিরিডি হইতে প্রায় আটচল্লিশ মাইল দূরে তোপচাচি নামক স্থানে ঝরিয়া ওয়াটার ওয়ার্কলও অনেকে দেখিতে যান। এই স্থানের নৈসর্গিক দৃশ্য অতি রমণীয়। বর্ধার সময়ে চারি ধারের সুউচ্চ গিরিগাত্র হইতে যে বারিধারা নামিয়া আসে, স্থাপত্যকৌশলে এক দিকে দীর্ঘ বাধ দিয়া সেই বারি সঞ্চিত করা হয় ও পরে তাঁহাই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শোধন করিয়া ঝরিয়া প্রভৃতি স্থানে মলের সঞ্চ দিয়া সরবরাহ করা হয়। ফলে এই স্থানে মনোহর প্রাকৃতিক পরিপাশ্বের মধ্যে প্রায় সাৰ্দ্ধ তিন মাইল দীর্ঘ ও সাতষটি ফুট গভীর একটি কৃত্রিম হ্রদের স্বাক্ট - হইয়াছে। . গিরিডির শ্মশানের বিষয়ে কিছু না-লিখিলে, প্রবন্ধ अनन्थूल थांकिब्र बांद्र । खैवै नर्मौब्र ऊँौरङ्ग uहे श्र*ांम অবস্থিত । শ্মশানঘাট নিৰ্ম্মাণ করাইয়া দেন প্রসিদ্ধ মঞ্জব্যবসায়ী প্রযুক্ত কুমারকৃষ্ণ মিত্র মহাশয় । স্মশানঘাট*wton (Burning Ghat Improvement Trust) বিহারী ও প্রবাসী বাঙালীদের সহযোগিতায় গঠিত হইয়াছে। এই সঙ্গ শবান্নগামী ব্যক্তিদের জন্ত এই স্থানে একটি বিশ্রামগৃহ নিৰ্ম্মাশকল্পে অর্থসংগ্রহের চেষ্টা করিতেছেন । এ-পর্য্যন্ত প্রায় সাত শত পচাপ্তর টাক সংগৃহীত হইয়াছে। তন্মধ্যে প্রযুক্ত বীরেন্দ্রনাথ দে প্রদত্ত পাঁচ শত টাকা ও নিউ-বারগণ্ডীর অবসরপ্রাপ্ত ডাক্তার ঐযুক্ত সুরেন্দ্রনাথ দত্ত প্রদত্ত দুই শত পঞ্চাশ টাকা উল্লেখযোগ্য ।