পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছোটনাগপুরে সাহিত্যসেবার উপাদান শ্ৰীশরৎ চন্দ্র রায় $. ঐতিহাসিক যুগ পগৈতিহাসিক যুগের কথা ছাড়িয়া এইবার ঐতিহাসিক যুগের প্রত্নতত্বের আলোচনা করিব। সৰ্ব্বপ্রথমে আমরা ছোটনাগপুরের আর্যবংশসস্তৃত জৈনদের প্রভাবের কিছু নিদর্শন পাই। মানভূম জেলায় তেলকুপী, পাড়া, দলমা প্রভৃতি গ্রামে অনেকগুলি জৈনমূৰ্ত্তি পাওয়া যায় ; তাহদের কতক অটুট এবং কতক ভগ্ন । রাচি জেলাতে ও মানভূমে যে সরাক নামে জাতি এখনও বর্তমান তাহার। জৈন শ্রাবকদেরই যংশধর । রাচি জেলার এক গ্রামে একটি নগ্ন জৈনমূৰ্বি ভগ্নাবস্থায় পাইয়াছি । হাজারিবাগ জেলার পরেশনাথ পাহাড়ে জৈন-তীর্থঙ্কর পরেশনাথ তপস্ত ও সিদ্ধিলাভ করিয়াছিলেন ; ইহা বহুকাল হইতে জৈনদের একটি প্রধান তীর্থস্থান। সিংহভূম জেলায় বেণুদাগর গ্রামে বেণুসাগর নামে ঘে বধ বা দীর্ঘিকা আছে তাহার তীরে প্রত্নতত্ত্ব-বিভাগের ভূতপূৰ্ব্ব সুপারি টণ্ডেণ্ট কোলার ( Beglar ) সাহেব একটি জৈনমূৰ্ত্তি পাইয়াছিলেন ; তিনি এখানে একটি প্রস্তরমূৰ্ত্তিও পাইয়াছিলেন—তাহা জৈন কি বৌদ্ধ ঠিক নির্ণয় করা যায় না । বৌদ্ধ প্রচারকগণ যে বর্তমান মানভূম জেলায় আগমন করিয়াছিলেন তাহীর প্রমাণ আরও সন্তোষজনক ; সেখানে কয়েকটি গ্রামে কতকগুলি সমগ্র বৌদ্ধমূৰ্ত্তি ও অনেক বৌদ্ধ মূৰ্ত্তির ভগ্নাবশেষ পাওয়া যায় ; তাহদের মধ্যে একটি গ্রামের নামই বুদ্ধপুর । খ্ৰীষ্টীয় সপ্তম শতাব্দীতে বৌদ্ধ পরিব্রাজক frēta itę cn fg;sig={ ( Kio-lo-na Sufa-la-na) প্রদেশ পরিভ্রমণ করিয়াছিলেন সুবর্ণরেখা নদীর উপতাকা মানভূম জেলা তাহারই অন্তর্গত ছিল, কানিংহাম এরূপ অনুমান করেন ; কিন্তু এ-বিষয়ে তাহার পরবর্তী বিশেষজ্ঞগণ সন্ত মত প্রকাশ করিয়ttছন । 切o一年 ছোটনাগপুরের ওঁরাও জাতি যে ‘ধৰ্ম্মে’ বা ধৰ্ম্মদেবতার পুজা করে, ভগবানের সেই নাম সম্ভবতঃ বৌদ্ধদের নিকট হইতে গৃহীত। তযে ওঁরাওরা বিহার হইতে রেীহটস পাহাড়ের পথ দিয়া মুণ্ডাদের অনেক পরে পালামে হইয়া র"াচি জেলায় আগমন করে । সম্ভবতঃ বিহার হইতে এই ধৰ্ম্মে’ নামটি অসিয়াছিল। পালামে) শহরের অনতিদূরে চেরো রাজাদের নে পুরাতন কেল্লা দেখা যায়, তাহার পূৰ্ব্ব-তোরণে একটি বুদ্ধমুষ্টি ছিল। ঐ চেরো রাজারাও রেীহটসিগড়ের পথে ছোটনাগপুরে আসে । ছোটনাগপুরের সঙ্গে পুরাকাল হইতে বাহিরের যোগ ছিল, এসম্বন্ধে কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। তাম্রলিপ্তি বন্দর (আধুনিক তমলুক ) হইতে ময়ূরভঞ্জ রাজ্যের বামনঘাটি হষ্টয়া সিংহভূম জেলার পোড়াহাট পর্যন্ত বাণিজ্যের রাস্ত ছিল। পোড়াহাট পরগণা র"tfচ জেলার সংলগ্ন । ঐ বামনঘাটি গ্রামে অনেকগুলি স্বর্ণমুদ্রা পাওয়া গিয়াছিল ; তাহার মধ্যে কয়েকটি মুদা কন্সটানটাইন, গর্ডিয়ান প্রভৃতি রোমান সমাটদের সময়ের । চাইবাসার কয়েক মাইল দক্ষিণে গুলফা গ্রামে এক হাড়ি পুরাতন তাম্রমুদ্রা পাওয়া যায় । Gisfn #*ita-##ì (Indo-Scythian )-sfR## প্রত্নতত্ত্ব-বিভাগের কার্যবিবরণীর ত্রয়োদশ খণ্ডে এরূপ নির্দেশ করা হইয়াছে। খ্ৰীষ্টীয় দ্বিতীয় শতাব্দীতে কুশানসমাট ছবিষ্ক ও কনিষ্কের সময় ছোটনাগপুরের সঙ্গে উত্তর-ভারতের যে আদান-প্রদান চলিত, তাহার আরও প্রমাণ র"াচি জেলায় প্রাপ্ত কুশান-রাজাদের মুদ্র । রাচি জেলায় ভূবিন্ধের একটি স্বর্ণমুদ্রা পাইয়াছিলাম, তাহা এখন পাটনার যাদুঘরে আছে এবং আরও কয়েকট ইম্পিরিয়াল কুশান মুদ্র গ্রাম্য বালকবালিকার গলায় কবচস্বরূপ পরিহিত দেখিয়াছ-উদ্ধার করিতে পারি নাই। সবগুলিই মটি