পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وئ'وRو4R షో 2-dIE কিছু দিন পূৰ্ব্বে স্ত্রীলোকটি তার স্বামীর বিরুদ্ধে স্বামীর বেতনের এক-তৃতীয়াংশ ছেলেমেয়েদের ভরণপোষণের জন্ত ডিক্ৰী পেয়েছিল। এখন সেই স্বামীর বেতন অনেক বেড়েছে কিন্তু সে পুৰ্ব্ব বেতনেরই এক-তৃতীয়াংশ এখনও দেয়, তার দাবি বর্তমান বেতনের এক-তৃতীয়াংশ তাকে দেওয়া হোক । এই মোকদ্দমাটির দুই পক্ষের শুনানী হ’তে প্রায় পনের মিনিট লাগলো। এর পর বিচারকেরা পাশের ঘরে পরামর্শের জন্ত উঠে গেলেন । যাবার সময় এক জন বিচারক আমার গাইডকে ডেকে আমাকে তাদের কাছে নিয়ে যাবার জন্তে বললে । পাশের ঘরটি অপেক্ষাকৃত ছোট ; একধারে একটি টেবিল, তাতে কতকগুলো বই ও খ্যতাপত্রে ছড়ান, তার পাশে একটি চেয়ারে এক জন নারী সেক্রেটারী, আর খান-দুই চেয়ার ও একটি টুল ঘরটিতে ছিল । ঘরে কোন ছবি, ফুল বা সাজাবার আসবাব একটিও ছিল না। প্রথমে আমি কোথাকার লোক, কি জন্ত রাশিয়ায় এসেছি, বিচার কেমন দেখলাম ইত্যাদি তারা জিজ্ঞাসা করলেন । পরে আমি রাশিয়ার বিচার-বিভাগের গঠনপ্রণালী, আপীলের ব্যবস্থা, বিচারক-নিরোগের ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে একে একে প্রশ্ন করতে লাগলাম ঃ তারাও সানন্দে গাইড-মারফত তার জবাব দিতে লাগলেন । রাশিয়ার সৰ্ব্বনিম্ন আদালতের নাম পিপলস কোর্ট (People's Court), এর এলাকা ছোট হলেও ক্ষমত যথেষ্ট আছে । এই বিচারালয়ের বিচারের বিরুদ্ধে প্রভিলিয়াল বা রিজিয়ন্তাল আদালতে আপীল চলে। এইখানে রাশিয়ার রাষ্ট্র-বিভাগগুলি সম্বন্ধে কিছু বলা ভাল, নচেৎ এই আদালতগুলির এলাকা সম্বন্ধে সঠিক ধারণা করতে কষ্ট হবে । সসস্ত রাশিয়াটি ( U. S. S. R. ) সাতটি রিপাব্লিকে বিভক্ত। এই রিপাব্লিকগুলি প্রভিন্স বা রিজিয়ন অর্থাৎ নানা প্রদেশে বিভক্ত ; এই প্রদেশগুলি আবার জেলা ও গ্রামে বিভক্ত । কাজেই সাধারণ বিচারালয়ের আপীল প্রভিলিয়াল বিচারালয়ে হয় । তবে এই বিচারালয়গুলি শুধু আপীল-শোনা ছাড়াও প্রদেশের সমস্ত বিচু:র"মুণ্ঠ":নর কার্য্যকলাপের ওপর সজর রাথে এবং যে-সব ফুক্কহ প্রশ্নের আইনগত সমস্ত নীচের আদালতগুলি ক’রে উঠতে পারে না, সেগুলি এই আদালতের বিচারকেরা উাদের সাধারণ সভায় মীমাংসা করেন । এই সঙ্গে একটা জিনিষ উল্লেখ করা প্রয়োজন যে, রাশিয়ায় আমাদের মত ‘কেস-ল’ ( case laws ) মাই অর্থাৎ কবে কোন বিচারক একটা মোকদ্দমার কি বিচার ক’রে গেছেন সেই নৰ্জীরে পরবর্তী বিচারকদের বিচার করতে হবে এ ব্যবস্থা সেখানে নাই । তারা বলে এতে সাধারণ বিবেকবুদ্ধি ব্যাহত হয়। এটা যে বাস্তবিকই একটা ভুল ও অনিষ্টকর প্রথা তা আমরাও আমাদের দেশে দেখতে পাই । একই রকম মোকদ্দমার বিচার কলকাতা, মাদ্রাঞ্জ, বোম্বাই প্রভূতি বিভিন্ন জায়গার হাইকোর্ট ভিন্নরূপে ক’রে থাকে ; ঘেবিচারক যেমন বোঝেন তেমনি বিচার ক’রে থাকেন, কিন্তু যদি নিম্নআদালতগুলিকে অন্ধভাবে সেই সব নজীর মানতে হয় তা হ’লে সত্যই বিবেকবুদ্ধি ব্যাহত হয় । ওদেশে আইন শেখাবার জন্তে “ইনষ্টিটিউট অব সোভিয়েট ল’ আছে, সেখানে আইন ছাড়াও রাজনৈতিক অর্থনীতি, মনস্তত্ব-বিজ্ঞান, সমাজ-বিজ্ঞান প্রভৃতি শেখান হয়। বিচারক বিবেকবুদ্ধি নিয়ে বিচার করে আর আইন-মত তার ण७ cझ । প্রভিলিয়াল বা প্রাদেশিক আদালতগুলির ওপরওয়ালা রিপাব্লিকগুলির সুপ্রম-কোর্ট। প্রত্যেক রিপাব্লিকের সুপ্রম-কোর্ট স্বাধীন। সব রিপাব্লিকের সুপ্রম-কোট একমাত্র ইউনিয়ন অব সোতালিষ্ট সোভিয়েট রাশিয়ার ( U. S. S. R• ) সুপ্রীয-কোর্টের এবং সামরিক আদালতের অধীন । এই দুটি আদালত ছাড়া আরও একটি প্রতিষ্ঠান সমস্ত রাশিয়ার সর্বময়কৰ্ত্ত । তার নাম ‘গেপেয়ু যার हे<tब्रकी «धङिलक अांभद्रां छांनि G.P. U. ॥ ५ो1 cनtश्वब्र রাজনৈতিক গোয়েন্দা-বিভাগ । কাজেই সব রিপাব্লিকের ওপরই এর অপ্রতিহত ক্ষমৃতা এবং এর শাসনব্যবস্থা কেন্দ্রীয় সরকারের (U. S. S. R.) অধীন। রিপাব্লিকগুলির সুগ্ৰম-কোর্টের মোটামুটি তিনটি কাল্প—(১) আপীল-শোনা, (২) বিচার-বিভাগ (original) ও (৩) কঠিন আইনসমস্তীগুলির সমাধান করা । প্রভিলিয়াল বিচারালয়ের রায়ের বিরুদ্ধে এখানে আপীল শোনা হয় এবং এই