পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీఫిష్ని লাগল, ল্যকককে বার-বার দেখতে লাগল, কিন্তু তার বাক্যস্থলুরণ হ’ল না । “সে কি হের পেটি টু, ভয় হচ্ছে ? চারি দিকে এই সব সতর্ক সেপাইদের নজর এড়িয়ে, ঐ কামান বন্দুকের জঙ্গল ভেদ ক’রে, অমন দুর্ভেদ্য কাট-তারের বেড়ায় দরজা ফুটিরে এই গভীর রাত্রে, এই দারুণ শীতে একা এসেছিলেন ফরাসীবাহিনীর প্রধান সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করতে,

  • f;—”

হঠাৎ লাকক বলে ফেলল, “এক নয় লিয়াৎন, ওর সঙ্গে আরও দু-জন ছিল ”ি “তারা কোথায় ?” “আমারই বোকামিতে তারা পালিয়ে গেছে লিয়াৎনা P “পালিয়ে গেছে ?” রোধক্যায়িত নেত্রে লেফ্‌টনেণ্ট, ল্যকক্-এর দিকে তাকালেন, “পালিয়ে গেল ?” ক্রোধে র্তার মুখ আরক্ত হ’ল । কষ্টে আত্মসংবরণ ক’রে বললেন, “হ্যা —মহাশয়ের এতখানি বুকের পাট হয়েছিল, আর নাম বলতে গিয়ে সেই বুক কেঁপে উঠল ?” “আমার নাম—সীগৃফ্রীড ।” “সীমূখ্রীড, অ্যা : মহাবীর সীগ ফ্রীড ?—বা ! সেই ড্রাগন-বিজয়ী জাৰ্ম্মান বীর পুনর্জন্ম নিয়ে এসেছেন, র্ত্যা ?-- চমৎকার! কিন্তু, সীগন্দ্রীড কী ?” “ঐট জিজ্ঞাসা করবেন না।” “ঐট জিজ্ঞাসা করব না ?—কেন ?” “অনুরোধ করি ঐট জিজ্ঞাসা করবেন না।” “আ —ঐট সম্পূর্ণ নিম্প্রয়োজন, যদি অবত হের পেটিয়টু বলে দেন, মহাশয় কোন দলের লোক, কোন মহৎ উদ্দেশ্য নিয়ে প্রধান সেনাপতির সন্ধান করছিলেন, আর যে-সব মহামতি পেটি,টুদের সঙ্গে এসেছিলেন তাদের কি নাম—” “আমি বিশ্বাসঘাতক নই।” “এই খবরটুকু দিলে মহাশয়কে নাম জিজ্ঞাসা ক’রে আর বিরক্ত ত করবই না, বরং প্রচুর পুরস্কার দিয়ে এখুনি খালাস ক’রে দেব ।” ۹عه. “আমি বিশ্বাসঘাতক নই!” { .#

  • &প্রবামী;}

-ञ्चह्न SS8ు “জা –হের পেটিয়ট অকারণ ভয় পাচ্ছেন ! কেউ জানবে না এ-সব খবর আমরা কোথায় পেলাম।” “সেটা বড় কথা নয়।” “সেইটাই আসল কথা ! লোক জানলে সব মাটি, নাজানলে আপনি ত নিষ্কলুষ স্বদেশহিতৈষী থেকেই যাবেন । চাই কি রটিয়ে দেবেন, এথান থেকে বহু ফরাসী-সৈন্ত খুন ক’রে পালিয়েছেন, আমরাও তার কোন প্রতিবাদ করব না, ফলে হবে আপনার স্বদেশে অশেষ খ্যাতি, আর আমাদের প্রচুর ' অর্থ নিয়ে অদৈর্শ স্বদেশ-সেবক হিসাবে—” “বুথ। বাক্যব্যয় করবেন না !” “অ্যা –আ ! হের শুধু পেট্রিয়ট নন, ভীষণ আদর্শবাদী, র্তা ? কিন্তু দুঃখের সহিত জানাতে হ’চ্ছে, এ খবর না দিলে মহাশয়ের কিছু বিপদ হবে । হয়ত বা প্রাণদণ্ড দেওয়া আমাদের অপ্রিয় কর্তব্য হবে ।” “জানি।” “তৰু কিছু বলবেন না ?” “না ?—আ! আদর্শবাদের পরিমাণটা কিছু বেশী। ভাল!—স্তের্জ ল্যকক, এই ভদ্রলোকের জন্তে উত্তম বিশ্রামের ব্যবস্থা হোক :” “যে আজ্ঞে, লিয়াৎনা, কোথায় ?” “জেলে, আবার কোথায় ! কিন্তু সাবধান, কেউ যেন ওঁর বিশ্রামের ব্যাঘাত না করে ” “যে আজ্ঞে লিয়াৎন’ ’ “হ্যা, কাল সকালে আবার দেথা যাবে। আউফভিদারসেনৃ* হের পেট্রিয়টু। আশা করি রাত্রে ভাল ঘুম হবে, তার পর মাথা ঠাণ্ডা হ’লে এই অনাবগুক আদর্শবাদের বোঝা থেকে নিস্কৃতি পাবেন।” লেফটেনেণ্ট, প্রস্থান করলেন । এর পর আরও এক সপ্তাহ অতীত হ’ল, সে যুবক কিছুই প্রকাশ করল না। সুসভ্য বৈজ্ঞানিক যুগে স্বীকার করানোর যত উৎকৃষ্ট উপায় আবিষ্কৃত হয়েছে তার সব কিছু ঐ তরুণের ওপর প্রয়োগ করা হ'ল, কোন

  • «ft fest. A ( Aufwiedersehen ! :-offkrs TR প্রচলিত শব্দ, অর্ধপুনর্দশনায়। -