পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাগুন লাভষ্ট্রোক ግo© KBD BBBS BBBS DD BB BBB B BBB BB BBSBBS BDDD DD BBB BBS BS DDS হাতেও তা । বুড়ো মানুষের কথাটা মনে রেথ—এ বয়স খাটবার আর —কেন দেওয়া যাবে না ? এই আমি এখনই দিয়ে দিচ্ছি,—বলিয়া শ্বশ্রামীতা উদারতার পরকাষ্ঠ দেখাইলেন । মাসের শেষে বিদায় লইতে গিয়া মণিমালার ছল ছল চোখ দুটি দেখিয়া মনে বড় ব্যথা পাইলাম। হাতখানি বুকে টানিয়া লইয়া বলিলাম,—প্রিয়তমে, কেন ? তুমি ত তোমার কথা রেখেছই,—একটি মাস বেশ কেটে গেল । এখন আসি ! তোমার শিক্ষাতেই ত এমন অভিনয় করতে পারলাম ।” —ধ্য, আসবে বইকি ? একটি মাস বইত নয়?—আচ্ছ, কথা দাও,—যত দিন তোমার ওখানে বাসা তৈরি না হয়, তার মধ্যে আর অন্ততঃ একবার এসে বেড়িয়ে যাবে। বল, F에 Its! হঠাৎ শ্বশুর-মহাশয়ের অভিমত ও হাবভাব মনে পড়িয়া গেল, রাগিয়া উঠিয়া বলিলাম,–কথা দিতুম বইকি ? কিন্তু তোমার বাবা ত ভুলেও আর খরচ পাঠাবেন না, আর এমনি এলে অভ্যর্থনা যে কেমন করবেন তা’ত দেখলেই – ব্যথিত সুরে মণিমালা কীনের কাছে মুখটি আনিয়া বলিল—তবে সে সময়ও আসবে না ? শ্বশ্রীমাতার নিকট বিদায় লইয়া আসিয়া এবার শ্বশুরমহাশয়ের সমীপে উপস্থিত হইলাম। তিনি থড়ম পায়ে দিয়া র্তাহার ঘরের মধ্যে পাইচারি করিতেছিলেন, বোধ করি আমি অবশেষে বিদায়ই লইতেছি সেই সুথে ! আমি প্রণাম করিলাম। তিনি হাসিয়া বলি.লন,—বেঁচে থাক বাবা, উপার্জনের। একনিষ্ঠ হ'য়ে এবার কাজে লাগবে ।--আর তোমায় আমরাও বিরক্ত করছি না— —আজ্ঞে, ই, আর শীগগীর ছুটিও মিলবে না ! তবে— —ও চিঠিপত্রে খোঁজখবর নেবে ও দেবে। এখান থেকে বেশী দুরও ত নয় ? —না ভাবছি কি—তবে, মণিমালার ডেলীভারির সময়টায় একটু বিশেষ যত্ন নেবেন। ঐ ডাক্তারই ওর . স্ত্রীকে নিয়ে এসে দেথে যাবেন। আমি ওখান থেকে থে জি নেব । চমকিয়া—না, না, রসে, একটু ভেবে দেখছি—বলিয়া খানিকক্ষণ চোখ মুদিয়া রহিলেন, বলিলেন-না, তবে বাবা, তুমিই এসে পড়ে। ব্যাপারটা ত কিছুই নয়। ভবে কি জান ? ভয় করি এ রোগ-টোগের । আবার দেখলে ত? প্রিয়বাবুর পেটেণ্ট ওষুধগুলির দাম ? তা বাবা, তুমিই হিসেব রাখবে ভাল ভেব না, অৰ্দ্ধেক খরচ ত আমিই দেব। বোঝাপড়াটা কেবল ঐ ডাক্তারের সঙ্গে, তুমিই না-হয় সবটা কর । মনে থাকে যেন আবীর এসে । —আজ্ঞে, তবে আসাই যাবে। এখন আসি । —আচ্ছা বাব, এস, রজনী ও রজনী, আমার জামাটা দে ত । ষ্টেশনে ওকে দিয়ে আসি । ষ্টীমার বাশি দিয়া ছাড়িয়া দিল। শ্বশুর-মহাশয় তথনও পাড়ে দাড়াইয়া রুমাল ঘুরাইয়া বলিতে লাগিলেন— মনে থাকে যেন । আবার ছুটি নিয়ে এস গে—এসে •••