পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিলাতে দ্বারকানাথ ঠাকুরের সম্মান শ্ৰীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৮৪২ সনের ৯ই জানুয়ারি স্বনামধন্ত দ্বারকানাথ ঠাকুর প্রথম বার বিলাত যাত্রা করেন। তাহার বিলাত-প্রবাসের কথ সেকালের একখানি সাময়িক পত্রে যেটুকু বাহির হইয়াছিল এখানে তাহ উদ্ধৃত করিয়া দেওয়া হুইল । কাগজখানির নাম—‘বেঙ্গাল স্পেকুটেটর’। প্রধানতঃ রামগোপাল ঘোষ ও প্যারীচঁাদ মিত্রই ইহা পরিচালন করিতেন । ( বেঙ্গল স্পেক্টটর, ১ অক্টোবর ১৮৪২ ) আগষ্ট মাসীয় স্থলপথগামি ডাক -এতাসীর ১৭ দিবসে বেল ১• সাড়ে দশ ঘটিকার সময় আগষ্ট মাসের স্থলপথগামি ডাক আসিয়া পহছিয়াছে, তদ্বারা অবগত হওয়া গেল, শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ইংলণ্ড রাণী তৎপরিবার এবং লার্ড প্রভৃতি প্রধান ব্যক্তি ও অন্যাস্তু মান্ত ভদ্রলোকের নিকটে যথেষ্ট সম্মান প্রাপ্ত হইয়াছেন ; উক্ত বাবু এবং যুক্ত চন্দ্রনাথ ঠাকুর ইচ্ছাদিগকে লার্ড মেয়ার ভোজ দিয়াছিলেন এবং বাবু স্বারকানাথ ঠাকুর “রাজা দ্বারকানাথ ঠাকুর জমাদার” এই খান্তি প্রাপ্ত হইয়াছেন । উক্ত বাবু মহারাণীর সহিত অনেকবার ভোজন করিয়াছেন কিন্তু ঐ খাতি ইংলণ্ডেশ্বরী হইতে প্রাপ্ত হইয়াছেন কিনা তাহ আমরা বিশেষরূপে জানিতে পারি নাই ; আমরা শুনিতে পাই ঐ বাবু ইংলণ্ড এবং স্কটলণ্ডের মধ্যবৰ্ত্তি যে সকল গ্রামে শিল্পকর্মের প্রাচুর্য্য আছে তথায় অতিশীঘ্ৰ গমন করিবেন। ( cवक्रॉल cwकृtüüङ्ग, s*ल नावृचद्र »va२ ) শ্ৰীযুত বাৰু দ্বারকানাথ ঠাকুর আগষ্ট মাসে স্কটলও দেশ দশনার্থ যাত্রা করিয়াছিলেন ; এডেলবয় নগরের কৌন্সেলিরা এক মহাসভা করির উক্ত বাবুর যথেষ্ট অভ্যর্থনা করিয়াছেন এবং তত্রস্থ মাজিষ্ট্রট ও কৌন্সেলিরা নূতন পরিচ্ছদ পরিধান করি এবং লার্ড প্রবেষ্টি সাহেব ঐ বাবুর মুখ্যাতির বিষয়ে দীর্ঘ বস্তুত করিয়া উাহাকে নগরবাসির মধ্যে গণ্য করিয়াছেন এবং বামুও উত্তম বক্তৃত করিয়া উগ্ৰহাদিগকে উত্তর প্রদান করিয়াছেন, তিনি কহিয়াছেন যে আমার শ্রোতারা আমাকে যে সস্ত্রম প্রদান করিলেন ইহাই আমীর জঙ্গদেশের উপকারের চিহ্নস্বরূপ, এবং যাহাতে বাঙ্গালা দেশের প্রবৃদ্ধি হয় এতাদৃশ কৰ্ম্মে উহার উৎসাহী হইবেন, এমত যদি জানিতে পারি তবে আপনকারদিগের দত্ত এই সন্ত্রমকে অতিশয় কিন্মতীশ্নরূপে গণনা করিব । শুনা গেল যে উক্ত বাৰু সাধারণ উপকারজমক কর্মের মাধ্য নিষ্কর ভূমির বিষয়ে এক আবেদন পত্র তক্রন্থ প্রধান২ কর্তৃপক্ষ লোকদিগের নিকটে উপস্থিত করিয়াছেন। আমরা অবগত হষ্টয়া আল্লাস্থিত হইলাম যে ঐ বাৰু আক্টোবর মাসের জাহাজে ইংলও গত্যিাগ পূর্বক স্বদেশ প্রত্যাগমন কৱিৰেন্থ কারণ তিনি ক্ষার তাধিক দিম তখায় বাস করিলে সেখানকার "ীতে গুহায় श्ffकाङ्क्षिक *ीप्' इं अ वीसूनौ इहैड । ( বেঙ্গাল স্পেকুটেটর, ১ ডিসেম্বর ১৮৪২ ) খ্ৰীযুত বাবু দ্বারকামাথ ঠাকুর স্কটলণ্ড দেশ ভ্ৰমণ করিতে গিয়াছিলেন, সেখানে যথেষ্ট সম্মান প্রাপ্ত হইয়াছেন ; উক্ত বাৰু কোন দিবস তথা হইতে ইংলণ্ড দেশে প্রত্যাগমন করিয়াছেন তাহার সংবাদ পাওয়া যায় নাই ! শুনা গেল যে তিনি ইংলেণ্ডের মহারাণীকে এক মহামূল্য শাল এবং প্রিন্স আলবটকে এক কিন্মতায় ছোয়া উপঢৌকন প্রদান করিয়াছেন, ঐ বাবু ৩• সেপ্টেম্বরে উইগুসর দেশের রাজপ্রাসাদে মহারাণীর সহিত সাক্ষাৎ করেন, তাহাতে মহারাণী ও প্রিন্স আলবটের নিকট যথেষ্ট সৎকার প্রাপ্ত হইয়াছেন, এবং ঐ স্থানেই মহারাণীর নিকট স্বদেশে প্রত্যাগমন করিবার বিদায় লইয়াছেন । অবগত হওয়া গেল যে ইংলণ্ডশ্বরী উক্ত বাবুকে আপনার ও প্রিন্স আলবর্টের এক প্রতিমূৰ্ত্তি প্রদান করিবার মানস প্রকাশ করিয়াছেন। ঐ বাবু ১৫ অক্টোবর পেরিস নগরে গমনার্থে ইংলণ্ড পরিত্যাগ করিয়াছেন, তৎস্থান হইতে মারসেলিস এবং আলেকজেক্রিয়াতে যাত্রা করিবেন। আমরা শুনিলাম, যে বাবু 'নাক্টট’ উপাধি গ্রাহ করেন নাই তিনি সুঞজে গত মাসের ২৫ পষ্টছিয়া থাকিবেন ও আগামি মাসের শেষে এতস্নগরে আসিতে পায়েন । ( বেঙ্গাল স্পেক্টটর, ১ জানুয়ারি ১৮৪৩ ) প্রযুত বাবু দ্বারিকানাথ ঠাকুর স্বদেশে প্রত্যাগমন করিবার নিমিত্ত মহারাণীর নিকট বিদায় গ্রহণের পর বোর্ড আব কষ্ট্রোলের সভাপতি লার্ড ফিঙজর লীগুের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন, ঐ সাহেব শ্ৰীমতী মহারাণীর আজ্ঞানুসারে উক্ত বাবুকে ইংলেণ্ডেশ্বরীর পরমামুগ্রন্থের চিহ্নস্বরূপ এক সুবর্ণ মিডেল প্রদান করিয়াছেন, এবং বাবুর প্রশংসা করিয়া এক বক্তৃত কল্পিয়াছেন। ২১ আক্টোবর কোট অব ডিরেক্টরের ঐ বাবুকে তস্কপ এক স্বর্ণমিডেল এবং তাহার সাধারণোপকারিত্ব গুণের প্রশংসাসূচক এক পয় প্রদান করেন, বাবুও অতিশয় সম্মান পুরঃসর তাহার প্রত্যুত্তর প্রদান করিয়াছেন । ২৮ অক্টোবরে তিনি ফ্রাঙ্গদেশে গমন করত” তথাকার রাজার নিকট ১৯থষ্ট অভ্যর্থনা পাইয়াছেন, বাদসহিদিগ্নেয়, যে সকল নিয়ম আছে তাহা পরিত্যাগ করিয়া ঐ রাজা বাৰুক্ষে স্বীয় পরিবারের মধ্যে উপবেশন করাইয়াছিলেন। এবং অন্তঃপুরে প্রবেশ করাইয়া রাণী ও অম্লান্ত রাজ! এবং রাঙ্গীর সহিত তাহার আলাপ পরিচয় করিয়া निग्रारश्न ; 4तः ॐांशग्न मयांनार्ष ब्राजषान्नै भाrशाकभग्न इश्झांझिण । আর রাজা বাৰুকে বাটীর সকল অংশ দেখাইয়াছেন, এবং তাহার সহিত ভারতবর্ষের অবস্থা ও তৎসস্বৰ্গীয় জারং বিষয়ে আলেক্ষ কথোপকথন করিয়াছেন এবং বাবুকে পুনর্কীয় তন্ধেঙ্গে ধাইৰায় নিমিত্ত অনুরোধ করিয়াছেল, বাবুও ১৮৪৩ শালে শীতকালে ধাইতে अशोकाङ्ग कब्रिाश्न । प्लेख शानु अरु बाजब्र ०० काथि এটলেন্টির জাহাজ দ্বারা রেখে উত্তীর্ণ হুইয়াজেন, এবং ধর্ম জানয়নের निबिउ शेफेब्र यांश्छ नामक cष बांशख़ cदtत्र cयन्तिड श्ब्राष्ट्र তা তিনি মাত্রাঙ্গ আসিবন, জামানুহ, জলিৰ এখানে श्रानिम्न छनश्ठि इश्वम ।