পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গবর্ণমেণ্ট আট স্কুলসমূহে চিত্রকলা-প্রদর্শনী কলিকাতা গবর্ণমেণ্ট আর্ট স্কুলে চিত্রকলা-প্রদর্শনী— কলিকাত গবৰ্ণমেন্ট আর্ট স্কুলে চিত্রকলা-প্রদর্শন প্রতি বৎসর হইয়া থাকে। আর্ট ফুলের শিক্ষক ও ছাত্রগণের অঙ্কিত চিত্র এখানে প্রদশিত হয়। এবায়েও গত ডিসেম্বর মাসে এই প্রদর্শনী হইয়া গিয়াছে । এবারকার প্রদর্শনী একটি বিষয়ে বিশেষ স্মরণীয়। স্কুলের তিন শত vাত্রের আঁক ছুই হাজারের অধিক চিত্র এখানে প্রদর্শিত হইয়াছিল । আর একটি বিষয়ের উল্লেখ এখানে অপ্রাসঙ্গিক হইবে না । এই স্কুলের ছাত্রদের ভারতীয় রীতিতে তাক প্রায় পঞ্চাশখানি চিত্ৰ লণ্ডনের বেলিংটন হাউসে প্রদশিত হইয়া বিশষ প্রশংসা লাভ করিয়াছে । এ-বৎসরের স্থানীয় প্রদর্শনীটিও বিভিন্ন ধরণের চিত্র-সমাবেশে সকলের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। কলিকাতা প্রদর্শনী চিড়িয়াখানার একটি পৃষ্ঠ । মাটির কাজ )—শ্ৰীহৃষিকেশ ঘোষ আর্ট স্কুলের শিক্ষকগণের চিত্রাবলী একটি বিশেষ স্থানে প্রদর্শিত ইষ্টয়াছিল। বলা ৰাহুল্য, এগুলি প্রদর্শনীর সৌষ্ঠৰ যথেষ্ট বাড়াইয়াছে . ছাত্ৰগণের চিত্রগুলি কয়েকটি বিভাগে বিভক্ত হইয়া বিভিন্ন প্রকোষ্ঠে *"५ श्झेब्राझिल ।। ७भ्रष्ठौम्न ब्रौछिाठ पठकिङ फ़ेिजएक थषभ इॉन (*७ब्र शा। जबूठ रेग्नू इऋिउद्र थाछौद्र-न्निज क्रिडाकर्षक श्ब्रांश्णि । ఫ్ఫె=bt এই বিভাগে প্রযুত হশীল সেন, খ্ৰীযুত পুর্গেদু বন্ধ, খ্ৰীযুত তারক বন্ধ, শযুক্ত নিৰ্ম্মল মুখুঙ্গে, শ্ৰীযুত ত্রিপুরেশ্বর মুখুজ্যে, শ্ৰীযুত সত্য মজুমদার, -3 মাদ্রাজ প্রদর্শনী উপরে : ক্লাস্তি—শ্ৰীপ্ৰবোধ দাশগুপ্ত, নিম্নে : মুখোস—ঐকাৰ্ত্তিকেয় শ্ৰীযুত মাণিকলাল বাড়ুজ্যে ও মৌলবী আব্দুল মৈমর চিত্রাবলীও বিশেষ উল্লেখযোগ্য । কমার্শাল জার্ট ও কাঠখোদাই চিত্র বিভাগও সাধারণের দৃষ্ট আকর্ষণ করিয়াছিল । ব্যবসা-বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনকলারও চর্চা আরম্ভ হইয়াছে। কোন্‌ জিনিষের কিরূপ বিজ্ঞাপন দিলে সহজে সাধারণের দৃষ্টি আকৃষ্ট করা যায় তাহা কলা-বিভাগের একটি বিশেষ শিক্ষণীয় বিষয়। ইংরেজীতে ইহাকে কমার্শাল আট বলে। আর্ট স্কুলের ছাত্রগণ এৰিষয়ে শিক্ষা লাভ করিতেছেন। ছাত্রগণ কাঠ-খোদাই বিভাগেও বিশেষ কৃতিত্ব অর্জন করিয়াছেন। আর্ট স্কুলের শিক্ষক মৌলবী আব্দুল মৈন এবিষয়ে সকলেরই ধগুবাদার্থ , কারণ উtহারই ঐকাস্তিক চেষ্ট-যত্বে ছাত্রগণ এ-বিভাগে বিশেষ সাফল্য লাভ করিয়াছেন।