পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

今さ.8 &প্রবাসী; ఏరి8S প্রতিম নিশ্চয় তখন ঘুমায় নাই । তাহার এত রাতজাগা উচিত নয় । গৃহদ্বারের নিকট আসিয়া অরুণ গুলিতে পাইল, প্রতিমা এক ঘরে বসিয়া আপন মনে উচ্চ স্বরে হাসিতেছে । মাথ৷ খারাপ হইল নাকি! ঘরে ঢুকিয় অরুণ দেখিল, প্রতিমা নিবিষ্ট মনে কি বই পড়িতেছে ; ও ডস্কুইবাট । —দীদ, কি মজার বই, তুমি আমায় এত দিন দাও নি! —টুলি, কি মজা ? খুব চেচিয়ে হাসছিস ত ! –এই তোমার ডল্‌কুইক্সটি গো । —ওতে হাসবার কি আছে ? —ব, হাসবার নেই ? অ’চ্ছা, উইণ্ডমিলগুলোর সঙ্গে কি বলে যুদ্ধ করতে যায় : শোন, আমি একটা কবিতা লিখেছি, তোমার কবিবন্ধু এমন লিখতে পারবে না, ছন্দ মিলেছে— ‘ ডনৃকুইকসোটের’লাগল চোট রক্ত ঝরিল বক্ষে আমন কাও হতেই হবে দেখে ন যারা চক্ষে দু-চার লাইনে বাঙ্গ-কবিতা রচনা করিতে প্রতিমা সুনিপুণ । অরুণ হাসিয়া বলিল--তুই গল্পটা কিছুই বুঝিস নি, ও কত বড় আইডিয়ােল নিয়ে বাহির হয়েছে। —মাথায় থাক অমন আইডিয়াল, ওর ত বই পড়ে পড়ে মাথা খারাপ হয়েছে । আচ্ছা, তোমার বন্ধু কি সব বাজে কবিতা লেখেন, এই গল্পট কবিতায় অনুবাদ করতে বলে । —টুলি, যা বুঝিস না তাই নিয়ে ঠাট্টা করিম না । —ব আমি ত সিরিয়সলি বলছি । অরুণ ভাবিল, পৃথিবীর ডস্কুইক্সোটদের মেয়েরা কি চিরকাল পরিহাস করিবে, তাহাদের আদর্শ বুঝিয়া ভালবাসিবে না? - —দাদা, তুমি বড় গম্ভীর হয়ে যাও। কিন্তু তোমার কবিবন্ধুটিকে সাবধান ক’রে দিও। আমাদের স্কুলের গাড়ীর ঘোড়াটি ওই উইণ্ডমিলের চেয়েও বেগবান ও সজীব । —কেন কি হয়েছে ? —কfধটি আর একটু হ’লে ঘোড়া-চাপ পড়তেন, একেবারে আকাশের দিকে চেয়ে ইটেন । —যা, বঙ্গে বকিস না, এখন বই বন্ধ ক'রে গুয়ে পড় । বেশ পড়লে কি অবস্থা হয়, দেখছিস, ভ ডনকুইক্সোট— —সেটি তুমিও মনে রেখো। আমি বাপু গল্পটি শেষ না ক’রে গুচ্ছি নে । —আচ্ছ, আর আধঘণ্টা। —ও, ভুলেই গেছলুম, এই নাও দাদা সেই গানটা । গানের কাগজখানি লইয়া অরুণ নিজের ঘরে গেল না । সিড়ি দিয়া নামিয়। বাগানে বাহির হইয়া গেল । মুঞ্জরিত রক্তকরবীকুঞ্জের মৰ্ম্মর বেদিকায় ধীরে বসিল । জ্যোৎসা-নিশীথের নৈঃশব্দ দক্ষিণ সমীরণে ক্ষণে ক্ষ.৭ মৰ্ম্মরিত হইয়া উঠিতেছে । সুপ্তসৌধ মহানগরী যেন কোন সুদূরে । এই প্রাচীন পরিত্যক্ত উদ্যানে ঝরা-পাতার গন্ধময় রহস্তন্ধিকারে, ঝুরিনামা বটগাছের পুঞ্জীভূত স্তব্ধতায় অরুণ তাহার জীবন-কল্লেীলময় বেদনাপূর্ণ পৃথিবীর মধ্যে একটি শাস্তির আশ্রয় লাভ করে ; এই নিভৃত নির্জনতায় তরুরেখাবেষ্টিত যে খণ্ডিত আকাশ দেথা যায়, সেই নীলকান্তপ্রভ মুনিৰ্ম্মল আকাশটুকু তাহার নিজস্ব ; এই আকাশের স্বর্যোদয়, স্বৰ্য্যাস্তে চুনি-পাল্লা-গলানো আলো, চন্দ্রমার স্বপ্নময় শুভ্রতা, তারালোকের অসীমতা, নীহারিকার জ্যোতিৰ্ম্ময় বস্তধারা, এ আলোক অন্ধকার কেবল মাত্র তাহারই। এ গুমিল বিজনতার আকাশটুকু তাহার একমাত্র সঙ্গী । আজ কিন্তু সেই পরিচিত নীল যবনিকার নিঃসঙ্গতা রহিল না, নিভৃত আশ্রয়ে নানা গানের সুর ভিড় করিয়া আসিল । 5#確博 S% ( ক্রমশ: )