পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊՆՅ বসাক মহাশয় । উত্তরকালে পুরুষ-শিক্ষকের অপেক্ষ মহিলা-শিক্ষয়িত্রী নিয়োগ অধিকতর সমীচীন বিবেচিত হওয়ায় কলিকাতা বেথুন কলেজিয়েট স্কুলের বর্তমান প্রধান শিক্ষয়িত্ৰী শ্ৰীমতী হিরন্ময়ী সেন উক্ত বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষয়িত্রী নিযুক্ত হন । বর্তমান বিদ্যালয়-বাট পুৰ্ব্বে কবি vকামিনী রায়ের অধিকৃত ছিল ; সেই সময়ে তিনি ঐ বাট এক বৎসর বিনা-ভাড়ায় বিদ্যালয়ের জন্ত ছাড়িয়া দিয়াছিলেন । স্তর নীলরতন সরকার মহাশয় তাহার বাটত ছাত্রী-আবাস-স্থাপনের অনুমতি দিয়াছিলেন ও ভাড়া-বাবদ তাহার প্রাপ্য প্রায় দুই সহস্র মুদ্রা তিনি ছাত্রীরা রন্ধন করিতেছে অনুগ্রহ করিয়া গ্রহণ করেন নাই। মিঃ পি. এন. দত্ত মহাশয় বিদ্যালয়ের কার্য্যনিৰ্ব্বাহক সমিতিকে তের শত টাকা ঋণদান করিয়াছিলেন ; তিনিও ঐ অর্থ গ্রহণ করেন নাই। ৮এমূ. এন. দত্ত মহাশয় বহুদিবসাবধি বিদ্যালয়কে মাসিক এক শত টাকা অর্থসাহায্য করিয়াছিলেন । এতদ্ভিন্ন শ্ৰীযুত গৌরীকান্ত রায়, ঐযুত সত্যানন্দ বসু প্রভৃতির নিকট হইতেও অর্থসাহায্য লাভ করিয়া স্কুল-কমিটি উপকৃত হইয়াছিল। বিহার-গবর্ণমেণ্টের নিকট হইতেও বিভিন্ন সময়ে মাসিক.তিন শত পঞ্চাশ টাকা হইতে পাঁচ শত টাকা পৰ্য্যন্ত অর্থসাহায্য পাওয়া গিয়াছে। ১৯২৭ সালে নানা কারণে বিদ্যালয়টি অতিশয় শোচনীয় অবস্থায় নীত হয়। তৎকালে ছাত্রীর সংখ্যা ক্রমশঃ হ্রাস হইতে হইতে মাত্র আটত্রিশ জন হয় ও গবর্ণমেণ্টের নিকট হইতে প্রাপ্য পাচ শত টাকা অর্থসাহায্য বন্ধ হইয়া যায়। এই সঙ্কটাপন্ন অবস্থায় স্কুল-কমিটি ঐযুক্ত লাবণ্যবালা ঘোষ, এম-এ, বি-ট s"প্রবাসীস্টর ఏSD8S মহাশয়াকে বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্ৰী নিযুক্ত করেন । ইহার উদ্যোগে ও প্রাদেশিক গবর্ণমেণ্টের তৎকালীন মন্ত্ৰী ফকরুদিন সাহেবের চেষ্টায় গভরর্ণমেণ্ট পুনরায় পূৰ্ব্বমত গিরিডি উচ্চ-ইংরেজী বিদ্যালয়ের ছাত্রীর চরকা কাটিতেছে মাসিক পাঁচ শত টাকা অর্থসাহাবাদীন আরম্ভ করেন । উপস্থিত বিদ্যালয়ের ছাত্রী-সংখ্যা সৰ্ব্বসমেত চুরানব্বই জন । তন্মধ্যে পাঁচ জন বিহারী, এক জন ওঁরাও ও এক জন ছোটনাগপুরের অধিবাসিনী ভিন্ন অপর সকল ছাত্রীই বাঙালী । বিদ্যালয়ের শিক্ষয়িত্রী সৰ্ব্বসমেত দশ জনের মধ্যে নয় জন বাঙালী ; তন্মধ্যে তিন জন গ্রাজুয়েট, এক জন শিক্ষয়িত্ৰী ছোটনাগপুরের অধিবাসিনী ও বিদ্যালয়েরই ভূতপূৰ্ব্বা ছাত্রী। ইহা ভিন্ন এক জন বিহারী পণ্ডিত মহাশয়ও আছেন । বিদ্যালয়ের ও ছাত্রী-আবাসের নিজস্ব গৃহ না থাকায় মাসিক বহু অৰ্থ বাড়িভাড়া-বাবদ ব্যয়িত হইতেছে। বিদ্যালয়ের নিজস্ব গৃহ ক্রয়ের জন্ত কাৰ্যনিৰ্ব্বাহক সমিতি অর্থসংগ্রহের চেষ্টা করিতেছেন। ইতিমধ্যে কিছু অর্থ সংগৃহীতও হইয়াছে। শ্ৰীযুত বীরেন্দ্রনাথ দেব মহাশয় তাহার স্বর্গগত পিতা সাতকড়ি দেব মহাশয়ের স্মৃতিরক্ষার্থ ছাত্রী-আবাস-নিৰ্ম্মাণের জন্ত দুই সহস্র মুত্রা দান করিয়াছেন। রামগড় ওয়ার্ড এষ্টেট দুই সহস্র মুদ্রা ও রায় অনন্তনাথ মিত্রবাহাদুর পাঁচ শত মুদ্রবিদ্যালয়-বাট-নিৰ্ম্মাণের জন্ত দান করিয়াছেন । মিঃ ডি. পি. শৰ্ম্ম, আই-সি-এস, মিঃ এগ্‌ সলোমন, আই-সি-এস, রায়-বাহাদুর ভবদেব সরকার, মিঃ এইচ হুইটেকার, আই-সি-এস (ছোটনাগপুরের বর্তমান জুড়িশিয়াল কমিশনার ) প্রভৃতি স্থানীয় ভূতপূৰ্ব্ব সাবডিভিসনাল অফিসারের গৃহনিৰ্ম্মাণের জন্ত