পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BW。 হইয়াছে। ইতিপূৰ্ব্বে এই ভৌগোলিক বিভাগের কথা বলিয়াড়ি । ( ক ) পাকুড় মহকুমা এবং পাকুর-গোডাল সংযোগস্থল ১ । রাক্সী থান :–ইহা একটি মালে দেবতা । গ্রামে বাস্ত্রের উপদ্রব হইলে এই দেবতার আরাধন করা হয়। সিন্দূর দ্বারা একটি ব্যান্ত্রের আকার করিয়া গভীর বনের মধ্যে এই পূজা করা হয়। কোথাও কোথাও মালপাহাড়িয়ার ইহাক গ্ৰামদেবতা বলিয়া পরিচয় দিয়া থাকে । (২) কলী থান ; মাঝি থান ; বা বুড়ন থান – মাঝি থান হইল মালে দেবতার নাম । গ্রামের মোড়লের বাড়ির পার্শ্বে এই দেবতার স্থান প্রতিষ্ঠিত হয় বলিয়৷ ইহার নাম মাঝি থান । কোন কোন মালপাহাড়িয়া কালী দেবীর উপর গ্রামের মঙ্গল নির্ভর করিয়া থাকে বলিয়া কালী গান গ্র:ম:দবত সহিত সংশ্লিষ্ট । বুড়ন থান সম্বন্ধে আমরা পূৰ্ব্বে বলিয়ছি । (৩) জহির থান বা চালদই থান, এবং বোকাপাহাড়ী :–ইহও একটি মাল দেবতা । সঁওতালরাও জাহির থানের পূজা করে । বন, পাহাড় প্রভৃতির অধিষ্ঠাত্রী দেবী বলিয়া এই দেবতা ইহাদের মধ্যে পরিচিত। ফাল্গুন মাসে শাল বৃক্ষের ফুল ফুটিলে এই দেবতার পুজা হইয়া থাকে। সাধারণতঃ ইহা এক প্রকার শস্য-দেবতা ( harvest deity ) বলিয়া মনে হয়। পাকুড় মহকুমার মালপাহাড়িয়ার। বোকা পাহাড়ী নামক দেবতাটির আবিষ্কারক । এখানকার মালপাহাড়িয়ারাও ইহাকে বনদেবতা বলিয়া পরিচয় দেয়, কিন্তু ইহার পূজাপাঠ নুতন শস্তের সহিত সংশ্লিষ্ট বলিয়া ইহী,কও এক প্রকার ,শস্ত-দেবতার মধ্যে গণা কর ঘাইতে পারে । ( 8 ) সিংমনী ;–এই দেবতাটি মালপাহাড়িয়াদের নিজস্ব দেবতা । বৎসরে দুইবার এই দেবতার পূজা হয়— একবার বর্ষাকলে আর একবার শীতকাল । একটি প্রস্তরফলকে এই দেবতার ঠাই প্রেস্তুত হয় এবং ইহাকেও হি দু দেবতার মত পশুবলি দ্বারা সন্তুষ্ট রাখিতে হয় এবং ছাগ ও মহিয় ব্যতীত অন্ত কোন প্রাণিবলি নিষেধ। সিংমনী শব্দটি সিংবাহিনী (সিংহবাহিনী ) শাস্কর অপভ্রংশ । মালপাহাড়িয়ার, বিশেষতঃ দুমক মহকুমাবাসীরা, দুর্গাকে এই ఏనD8ఎ নামে ডাকিয়া থাকে। পাকুড় মহকুমার মালপাহাড়িয়াদের মধ্যে দুর্গাপুজার প্রচলন নাই বটে, কিন্তু দুমকার এই দেবতার নামটি আসিয়া পড়িয়াছে। পাকুড় মহকুমায় সিংমানীও শস্য-দেবতারূপে পূজা হইয়া থাকে। - (৫) জোক্ —গ্রাম রোগমুক্ত করিতে হইলে এই ধ্যবর্তী বসুমতী থান । গ্রাম-গানো, দুমক দেবতার পূজা করিতে হয়। নদীর তীরে দুইটি হাস অথবা পায়রা, কয়েকটি মোরগের ডিম এবং সিন্দুর দ্বারা এই দেবতার পূজা হয় । ( ৬) কুরি আড ও শিব গোসাঁই —কেবল মাত্র পাকুড়-গোড়া সংযোগস্থলের মালপাহাড়িয়া গ্রামে এই দেবতা দুইটির সন্ধান পাইয়াছিলাম । ইহারাও ‘মালে’ দেবতা । কুরি আড্ডা এক প্রকার গ্রামদেবতা ' এবং গো মহিষ প্রভৃতি পশ্বাদির আপদে শিব গোসাইয়ের পূজা হয়। এই মালপাহাড়িয়া গ্রামখনিতে এই দুইটি দেবতার স্থান ছিল না, তবে গ্রামবাসীরা তাহদের আপদে এই দেবতার স্মরণ করিতে ভুলিয়া যায় না । (থ) দুমকা মহকুমা । 3 ( ১ ) মাড়ে –মালপাহাড়িয়াদের মধ্যে বিবাহকালে